• Colors: Blue Color

ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সাম্প্রতিক পাল্টা হামলাকে ১৯৭১ সালের যুদ্ধের প্রতিশোধ বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। 

বুধবার (১৪ মে) ভারতের বিরুদ্ধে অপারেশন বুনইয়ান-উন-মারসুসে অংশ নেওয়া সেনাদের সঙ্গে দেখা করতে শিয়ালকোটের পাসরুর সেনানিবাসে গিয়ে তিনি এসব কথা বলেন বলে জানিয়েছে জিও টিভি।

ভারতের বিরুদ্ধে এই অপারেশন পাকিস্তানের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত বলে মন্তব্য করে শেহবাজ শরিফ বলেন, পাকিস্তানের সেনারা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কঠোর ও দ্রুত জবাব দিয়ে ১৯৭১ সালের যুদ্ধের প্রতিশোধ নিয়েছে।

পাকিস্তানি সেনাদের উদ্দেশ্যে পাক প্রধানমন্ত্রী বলেন, ইতিহাসে চিরন্তনভাবে থাকবে, কীভাবে কয়েক ঘণ্টার মধ্যে, পাকিস্তানের রক্ষীরা ভারতের অপ্ররোচিত আগ্রাসন নিবারণ করে দিয়েছে। 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জড়িয়ে শেহবাজ শরিফ বলেন, বিশ্ব জানে ১৯৭১ সালে কারা মুক্তিবাহিনীকে প্রশিক্ষণ দিয়েছে। এখন তারাই বালুচ লিবারেশন আর্মি (বেলুচিস্তান স্বাধীনতাপন্থি গোষ্ঠী) এবং তেহরিক-ই-তালিবান পাকিস্তানকে (পাকিস্তান সরকারবিরোধী গোষ্ঠী) সমর্থন দিচ্ছে। যা মোদির কাছ থেকে আসছে।  

পাকিস্তানে ভারতের পানি প্রবাহ বন্ধের হুমকির জবাবে পাক প্রধানমন্ত্রী বলেন, যদি ভারত পাকিস্তানে পানি বন্ধ করার চিন্তা করে। তাহলে জেনে রাখুন: পানি ও রক্ত একসঙ্গে বইতে পারে না। এটি আমাদের সীমারেখা। যেটিতে কোনো ছাড় দেওয়া হবে না। 

মোদিকে উদ্দেশ্য করে শেহবাজ শরিফ বলেন, মোদি, আপনি যদি আরেকবার কোনো আগ্রাসন দেখান। তাহলে আপনারা ধারণার বাইরের পরিণতি ভোগ করবেন। মোদি আপনার জ্বালাময়ী বক্তব্য আপনার কাছে রাখুন। পাকিস্তান এ অঞ্চলে শান্তি চায়। কিন্তু আমাদের শান্তি চাওয়ার বিষয়টিকে দুর্বলতা ভাববেন না। 

প্রসঙ্গত, ১৯৭১ সালে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন বাংলাদেশের সাধারণ মানুষ। ওই বছরের ২৬ মার্চ যুদ্ধ শুরু হয়ে ১৬ ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতার মাধ্যমে এটির সমাপ্তি ঘটে। পাক সেনাদের বিরুদ্ধে মুক্তিবাহিনীর যুদ্ধ চলাকালীন ১৯৭১ সালের ৩ ডিসেম্বর পাকিস্তানের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করে ভারত। এর আগে ‘অপারেশন চেঙ্গিস খান’ নামে ভারতের আটটি বিমান ঘাঁটিতে হামলা চালায় পাকিস্তানি বাহিনী। এরপর তারা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়। 

যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির কাছ থেকে ২১০টি বিমান কিনবে কাতার এয়ারওয়েজ। বুধবার (১৪ মে) কাতারের রাজধানী দোহায় এমন একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এতে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। খবর, রয়টার্সের।

সংবাদমাধ্যমের সাথে কথা বলার সময় ট্রাম্প বলেন, চুক্তিটি ১৬০টি বিমানের জন্য এবং এর মূল্য ২০০ বিলিয়ন ডলার। তবে, হোয়াইট হাউস পরে একটি তথ্যপত্র জারি করে বলে এটি ২১০টি বিমানের জন্য এবং এর মূল্য ৯৬ বিলিয়ন ডলার। এই চুক্তির মধ্যে এমকিউ-৯বি ড্রোনের জন্য একটি ‘অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স’ চিঠিও ছিল। 

এসময় দু’দেশের মধ্যে সহযোগিতার বিষয়ে একটি যৌথ ঘোষণাপত্রও স্বাক্ষরিত হয়েছে।

এর আগে, ট্রাম্প বলেন কাতারের আমির শেখ তামিন বিন হামাদ আল-থানি একজন অসাধারণ ব্যক্তি। আমরা একে অপরকে পছন্দ করি। তিনি বন্ধুত্বের জন্য আমিরকে ধন্যবাদ জানান।

কাতার সফর ছিল ট্রাম্পের উপসাগরীয় অঞ্চলের সফরের দ্বিতীয় ধাপ। এর আগে তিনি সৌদি আরবে সফর করেছেন। ইসরাইলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে দেশটিকে আহ্বান জানিয়ে আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। তিনি একে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার পথে একটি ‘ঐতিহাসিক পদক্ষেপ’ এবং তার জন্য ‘ব্যক্তিগত সম্মানের বিষয়’ হবে বলেও উল্লেখ করেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাত সফরের মাধ্যমে ট্রাম্প তার চার দিনের সফর শেষ করবেন।

ইউরোপের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি ইতালির মাউন্ট এটনা আবারও লাভা উদগীরণ শুরু করছে। স্থানীয় সময় মঙ্গলবার (১৩ মে) রাতে তীব্রভাবে অগ্ন্যুৎপাত করে বিপুল পরিমাণ ছাই ও লাভা নির্গত করেছে। এক প্রতিবেদনে তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ-পূর্ব ক্রেটার থেকে শুরু হয়ে ঘন ঘন বিস্ফোরণের মাধ্যমে লাভার দুটি ছোট স্রোত দক্ষিণ ও পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে।

এ ব্যাপারে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে দেশটির ‘জাতীয় জনসুরক্ষা দফতর’। বিবৃতিতে জানানো হয়, এটনা পূর্ব-সতর্কতা পর্যায়ে প্রবেশ করেছে। লাভার ফোয়ারার উচ্চতা বৃদ্ধি পেয়েছে। যেকোনো মুহূর্তে সেটি জোরালো বিস্ফোরণ ঘটাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

এরইমধ্যে জরুরি পদক্ষেপ গ্রহণ করেছে সিসিলি’র শহর কাতানিয়া। আগ্নেয়গিরিটির সবচেয়ে কাছে এই শহরের অবস্থান। পৃথিবীর সবগুলো আগ্নেয়গিরির মধ্যে সবচেয়ে বেশিদিন যাবৎ সক্রিয় মাউন্ট এটনা। ৪২৫ খ্রিস্ট পূর্বাব্দ থেকেই সক্রিয় আছে এটি।

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে তার নিজ শহরের মেয়র নির্বাচিত হয়েছেন। সোমবার (১২ মে) অনুষ্ঠিত নির্বাচনে ব্যাপক ব্যবধানে জয় পেয়েছেন তিনি। এক প্রতিবেদনে ইউএস সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, নিজ দেশ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে আরেক দেশের কারাগারে আটক থাকলেও তা তার জয়ে বাধা হয়ে দাঁড়াতে পারেনি।

৮০ শতাংশ ভোট গণনার পর প্রকাশিত বেসরকারি ফলাফলে দেখা গেছে, ফিলিপাইনের দাভাও শহরের মেয়র নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে আট গুণেরও বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দুতার্তে।

ফিলিপাইনের প্রেসিডেন্ট থাকাকালে তার মাদকবিরোধী লড়াইয়ে হাজার হাজার মানুষ নিহত হন। এ অভিযানে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে– এমন অভিযোগে গ্রেপ্তার হয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) হেফাজতে আছেন দুতার্তে। মার্চে আইসিসির অনুরোধে সাবেক প্রেসিডেন্টকে গ্রেফতার করে ফিলিপাইনের পুলিশ। তার পর থেকে নেদারল্যান্ডসের হেগে কারাবন্দি আছেন তিনি।

উত্তর ভারতের পাঞ্জাব রাজ্যে বিষাক্ত মদ পান করে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে এবং আরও ৬ জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১৪ মে) এক প্রতিবেদনে এনডিটিভি ও ইউরো নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, অমৃতসর শহর থেকে প্রায় ১৯ কিলোমিটার দূরের পাঁচটি গ্রামে এই ভেজাল মদ বিক্রি করা হয়েছিল।

ইতোমধ্যে, পুলিশ সাতজনকে আটক করেছে, যাদের বিরুদ্ধে এই বিষাক্ত মদ সরবরাহের অভিযোগ রয়েছে। পাঞ্জাব পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা মনিন্দর সিং এই তথ্য নিশ্চিত করেছেন।

ঘটনার পর পুলিশ এলাকায় ভেজাল মদের চোরাকারবারি নেটওয়ার্ক ধ্বংস করতে কঠোর অভিযান শুরু করেছে।

অমৃতসরের একজন প্রশাসনিক কর্মকর্তা সাক্ষি সাওনি জানিয়েছেন, দূষিত মদ পানকারীদের চিকিৎসার জন্য গ্রামগুলোতে মেডিকেল টিম পাঠানো হয়েছে। এই ঘটনায় স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ সতর্কতা জারি করেছে এবং আরও প্রাণহানি রোধে কাজ করছে।

উল্লেখ্য, ভারতে, বিশেষত গ্রামীণ এলাকায়, সস্তায় মদ কিনতে গিয়ে স্থানীয়ভাবে উৎপাদিত দূষিত মদ পান করে মৃত্যুর ঘটনা ক্রমাগত বাড়ছে।

ওয়াশিংটনের হোয়াইট হাউসে দেয়া এক ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বর্তমানে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সম্পর্ক ‘খুবই ভালো’। তবে তিনি এও দাবি করেন যে চীন ইতিমধ্যেই অর্থনৈতিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে। মঙ্গলবার (১৩ মে) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

ট্রাম্প বলেন, ‘আমরা চীনকে ক্ষতি করতে চাইনি, কিন্তু তারা ইতোমধ্যেই উল্লেখযোগ্য ক্ষতির শিকার হয়েছে।ইতোমধ্যে, চীনের কারখানাগুলো বন্ধ হয়ে গিয়েছে। এছাড়াও অর্থনৈতিক অস্থিরতার কারণে বেইজিং এখন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তিতে পৌঁছাতে আগ্রহী।

এদিকে, সম্প্রতি সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনা শেষে উভয় পক্ষ ৯০ দিনের জন্য একে অপরের উপর আরোপিত শুল্ক হ্রাসে সম্মত হয়েছে। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্টিভেন ম্যনুচিন জানিয়েছেন, এই সময়ের মধ্যে উভয় দেশই বর্তমান শুল্কের হার প্রায় ১১৫ শতাংশ কমিয়ে আনবে।

উল্লেখ্য, গত জানুয়ারিতে ট্রাম্প প্রশাসন চীনা পণ্যের উপর ১৪৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয়ার পর এটিই ছিল দুই দেশের মধ্যে প্রথম বড় ধরনের কূটনৈতিক আলোচনা।

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব