• Colors: Blue Color

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, রাষ্ট্র হিসেবে ফিলিস্তিন কোনদিনই প্রতিষ্ঠা পাবে না। রোববার (২১ সেপ্টেম্বর) কানাডা, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের পর্যায়ক্রমে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়ার প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি।

এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, ‘৭ অক্টোবরের ভয়াবহ হত্যাকাণ্ডের পর যেসব দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে তাদের প্রতি আমার স্পষ্ট বার্তা— আপনারা সন্ত্রাসবাদকে অনেক বড় পুরস্কার দিচ্ছেন। এটি হবে না। জর্ডানের পশ্চিমদিকে কোনো ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হবে না।’

তিনি বলেন, ‘একটি সন্ত্রাসী রাষ্ট্রকে আমাদের ওপর চাপিয়ে দেয়ার সাম্প্রতিক প্রচেষ্টার জবাব আমি যুক্তরাষ্ট্র থেকে ফিরে আসার পর দেয়া হবে।’

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক ও জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন থেকে ফিরে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির জবাব দেয়া হবে বলেও হুমকি দেন নেতানিয়াহু।

মূলত, ফিলিস্তিনের পশ্চিম তীরে তার নেতৃত্বে ইহুদি বসতি স্থাপন দ্বিগুণ হয়েছে বলেও গর্ব করেন এ ইসরায়েলি নেতা।

এদিকে, নেতানিয়াহু ছাড়াও ইসরায়েলের অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার পদক্ষেপ নিয়ে ক্ষোভ ও হতাশার মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

পেরুর প্রাচীন মাচুপিচু দুর্গ (ইনকা সভ্যতার গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন) দেখতে এসে আটকে পড়েছে শত শত পর্যটক। বিক্ষোভের জেরে বাস ট্রেন চলাচল বন্ধ। ভোগান্তিতে পড়েছে ঘুরতে আসা মানুষ। খবর দ্য গার্ডিয়ানের।

স্থানীয় বাস কোম্পানিকে সরিয়ে নতুন একটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেয়ায় স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ শুরু করে। বন্ধ করে দেয় বাস চলাচল। রাস্তাসহ অবরোধ করে রেললাইন। এতে ভোগান্তিতে পড়েছে ঘুরতে আসে শত শত পর্যটক।

গত সোমবার রাতে পুলিশের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষ হয়। পুলিশ সাময়িকভাবে রেলপথটি অবরোধমুক্ত করতে সক্ষম হয় তবে এ সময় প্রায় ১৪ জন আহত হয়।

স্থানীয় সরকার বিক্ষোভকারীদের সাথে ৭২ ঘণ্টারও বেশি সময়ের অবরোধ তুলে নেয়ার একটি চুক্তিতে পৌঁছেছে। রেলপথ কর্তৃপক্ষ জানায়, তারা রেলসেবা চালুর কার্যক্রম শুরু করেছে।

মাচুপিচু ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য এবং পেরুর পর্যটন শিল্পের প্রাণকেন্দ্র। চলমান সংকট দ্রুত নিরসন না হলে পেরুর পর্যটন অর্থনীতি বড় ধাক্কা খেতে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা।

পাকিস্তানের জনপ্রিয় শিশু তারকা আহমদ শাহ’র ছোট ভাই উমর শাহ মারা গেছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে বিষয়টি নিশ্চিত করেছে তাদের পরিবার। তবে কি কারণে মৃত্যুবরণ করেছে সেটা জানায়নি।

রমজানের সম্প্রচার এবং গেম শোতে উপস্থিত থাকায় টেলিভিশন দর্শকদের কাছে পরিচিত ছিলেন দুই ভাই। তাদরে সেই ভাইরাল ভিডিও ‘পিছে তো দেখো’ সামাজিক মাধ্যমে আলোড়ন তোলে। এর মাধ্যমে মূলত বেশ পরিচিত পায় তারা।

ইনস্টাগ্রাম পোস্টে পরিবার জানিয়েছে, উমরের মৃত্যু তাদের দ্বিতীয় ট্র্যাজেডি কেননা এর আগে তাদের কন্যা আয়েশারও মৃত্যু হয়েছিল। একইসঙ্গে তার জন্য দোয়া চেয়েছে।

সাবেক সংবাদ উপস্থাপক রাবিয়া আনমও তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে উমর শাহ’র মৃত্যুর খবর শেয়ার করে শোক জানিয়েছেন।

এদিকে, তার মৃত্যুর সংবাদ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্ত এবং সহকর্মীরা শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, উমর শাহ গত জুলাই মাসে চোখে অপারেশন করিয়েছিলেন। তবে এই মুহূর্তে তার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউনপাকিস্তান অবজারভার

যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া এবং জাপানের যৌথ সামরিক মহড়া তাদের নিজেদের জন্যই বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে। এমন হুঁশিয়ারি দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং।

রোববার (১৪ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ এ তথ্য জানায়। কিম ইয়ো জং বলেন, যৌথ এই মহড়াকে হুমকি হিসেবে বিবেচনা করছে পিয়ংইয়ং। বেপরোয়া শক্তি প্রদর্শন, দেশগুলোর জন্য নেতিবাচক পরিনতি বয়ে আনবে, বলেও সতর্ক করেন তিনি।

সোমবার থেকে শুরু তিন দেশের বার্ষিক প্রতিরক্ষামূলক মহড়া ‘ফ্রিডম এজ’। পিয়ংইয়ং এর দাবি, উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে আকাশ, নৌ ও সাইবার অপারেশনাল সক্ষমতা বৃদ্ধিই দেশগুলোর উদ্দেশ্য। এটি স্পষ্ট উস্কানি বলেও অভিযোগ করে। তবে সিউল এবং ওয়াশিংটন বলেছে, কেবল প্রতিরক্ষার জন্যই আয়োজিত হচ্ছে এই মহড়া।

সূত্র: আল জাজিরা।

গাজা সিটিতে আগ্রাসনের মাত্রা ও পরিধি আরও বাড়িয়েছে ইসরায়েল। গতকাল শুক্রবার (১৩ সেপ্টেম্বর) নির্বিচার হামলায় উপত্যকাজুড়ে প্রাণ গেছে আরও ৬৫ জনের, যার মধ্যে ১৪ জন একই পরিবারের সদস্য।

গাজা সিটিতে আত-তোয়াম এলাকায় নিজ বাড়িতে ইসরায়েলি বোমা হামলায় নিহত হয়েছে পরিবারটি। গাজার স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, শুক্রবার গাজা সিটি এবং উত্তরাঞ্চলে নিহত হয়েছেন ৪৮ জন। আহত হয়েছেন বহু মানুষ।

গাজা সিটিতে বিমান হামলার পাশাপাশি ট্যাংক নিয়ে চলছে পদাতিক সেনাদের স্থল অভিযান। ধ্বংস হয়েছে আরও কয়েকটি বহুতল ভবন। অঞ্চলটিতে হামলার তীব্রতা আরও বাড়ানোর পরিকল্পনা করছে ইসরায়েলি বাহিনী।

আটকা পড়ে আছে প্রায় ১০ লাখ মানুষ। গাজায় প্রায় দুই বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে প্রাণহানি প্রায় ৬৩ হাজার।

নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকির নাম প্রস্তাব করেছে জেন-জি বিক্ষোভকারীরা। বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে কাঠমান্ডুতে সভা করে এই সিদ্ধান্ত জানায় তরুণরা।

এদিন সামরিক বাহিনীর হেডকোয়ার্টার্সে সেনাপ্রধানের নেতৃত্বে হয় বিশেষ এই আলোচনা। এতে অনলাইনে বিভিন্ন জেলা থেকে আন্দোলনকারী নতুন প্রজন্মের প্রতিনিধিরা যোগ দেন। সন্ধ্যা থেকে টানা ছয় ঘণ্টা ধরে চলে ম্যারাথন আলোচনা। সেখানে নিজেদের দাবিদাওয়া তুলে ধরে জেন-জি প্রতিনিধিরা।

এ সময়, প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীসহ বিক্ষোভকারীদের হত্যায় নির্দেশদাতাদের গ্রেফতার ও সাজার দাবি জানান তারা। সেইসাথে, অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকির নাম প্রস্তাব করা হয়। পরে জেনজির অনুরোধে দায়িত্ব নিতে সাড়া দিয়েছেন সুশিলা কারকি এমন খবর ছড়িয়ে পড়ে স্থানীয় গণমাধ্যমগুলোতে।

এর আগে, নেপালে সোশ্যাল মিডিয়া বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে শুরু হওয়া জেনজিদের আন্দোলন রূপ নেয় সরকার বিরোধী তীব্র বিক্ষোভে। পুলিশের গুলি ও সহিংসতায় প্রাণহানি হয় ৩০ জনের। এর ফলে পদত্যাগ করে পালাতে বাধ্য হন প্রধানমন্ত্রীসহ ক্ষমতাসীনরা।

উল্লেখ্য, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির জন্য আলোচিত ছিলেন সাবেক প্রধান বিচারপতি সুশিলা কারকি। সম্প্রতি ঘটে যাওয়া বিক্ষোভে সমর্থনও দেন এই প্রথম নারী প্রধান বিচারপতি। সেইসাথে সরব ছিলেন হত্যাকাণ্ডের বিরুদ্ধেও।

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব