• Colors: Blue Color

পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পরদিনই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি পাঠালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। তিনি পার্লামেন্টের বিশেষ অধিবেশন ডাকতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানান।

রাহুল গান্ধি বলেন, ‘প্রধানমন্ত্রীকে বিরোধী দলগুলোর পক্ষ থেকে পার্লামেন্টের বিশেষ অধিবেশন ডাকার অনুরোধ পুনর্ব্যক্ত করছি। পেহেলগামের জঙ্গি হামলা, অপারেশন সিন্ধুর ও যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হওয়া জরুরি। দেশের মানুষের প্রতিনিধি হিসেবে আমাদের ঐক্য দেখানোও প্রয়োজন।’

রাজ্যসভায় বিরোধী দলনেতা ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও একই অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন। তিনি বলেন, ‘২৮ এপ্রিল আমি ও রাহুল গান্ধি আপনাকে চিঠি দিয়ে পার্লামেন্টের বিশেষ অধিবেশন ডাকার অনুরোধ জানিয়েছিলাম। পেহেলগামের নৃশংস হামলার প্রেক্ষিতে এই আলোচনা জরুরি।’

তিনি আরও লেখেন, ‘যুদ্ধবিরতির ঘোষণাটি প্রথমে এসেছে ওয়াশিংটন ডিসি থেকে। পরে ভারত ও পাকিস্তান সরকার সেটি নিশ্চিত করে। এই প্রেক্ষাপটে আমি রাজ্যসভার বিরোধী দলনেতা হিসেবে রাহুল গান্ধির আহ্বানকে সমর্থন জানাচ্ছি।’

পেহেলগামে ভয়াবহ জঙ্গি হামলার পর সরকার সর্বদলীয় বৈঠক ডেকেছিল। এরপর পাকিস্তান ও পিওকে-তে চালানো হয় বিমান হামলা, যেটিকে ‘অপারেশন সিন্ধুর’ বলা হয়েছে। প্রধানমন্ত্রীর সেই বৈঠকে উপস্থিত না থাকাটা সমালোচনার কারণ হয়েছে। তবে সেই বৈঠকে বিরোধীরা সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছিল।

এদিকে হঠাৎ করেই যুদ্ধবিরতির ঘোষণা আসে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে। তিনি ট্রুথ সোস্যালে লেখেন, ‘যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর ভারত ও পাকিস্তান সম্পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। শুভবুদ্ধি ও বুদ্ধিমত্তার জন্য দুই দেশকে অভিনন্দন।’

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দক্ষিণ এশিয়ায় টেকসই শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন।

রোববার (১১ মে) এক্স-এ দেওয়া এক পোস্টে শাহবাজ লেখেন, ‘বিশ্ব শান্তির জন্য ট্রাম্পের অগ্রণী নেতৃত্ব ও অঙ্গীকারের জন্য আমি কৃতজ্ঞ। তিনি দক্ষিণ এশিয়ায় স্থায়ী শান্তি আনতে বড় ভূমিকা রাখছেন এবং আরও সক্রিয় হতে চেয়েছেন। যা অত্যন্ত প্রশংসনীয়।’

তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, প্রেসিডেন্ট ট্রাম্পের মাধ্যমে পাকিস্তান একজন প্রকৃত অংশীদার পেয়েছে। এই অংশীদারিত্ব শুধু বাণিজ্য ও বিনিয়োগেই সীমাবদ্ধ থাকবে না, বরং সব ধরনের সহযোগিতার ক্ষেত্রেই শক্তিশালী হবে পাকিস্তান-যুক্তরাষ্ট্র সম্পর্ক।’

এরআগে ট্রাম্প এক ঘোষণায় জানান, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান সম্পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এরপরই পাকিস্তানের তরফে ধন্যবাদ জানান দেশটির শীর্ষ নেতারা।

এদিকে ভারতের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে ট্রাম্পের ভূমিকা নিয়ে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও কোনো মাধ্যমে প্রতিক্রিয়া জানাতে দেখা যায়নি।

ভ্যাটিকান সিটিতে পোপ নির্বাচনের দ্বিতীয় দিনেও কোন সিদ্ধান্তে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন কার্ডিনালরা। বৃহস্পতিবার সিস্টিন চ্যাপেলের চিমনি থেকে বের হওয়া কালো ধোঁয়া দেখে বোঝা গেল, এখনও নির্বাচিত হননি রোমান ক্যাথলিক চার্চের নতুন ধর্মগুরু।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ মে) সকাল থেকেই সেন্ট পিটার্স স্কয়ারে ভিড় জমিয়েছিলেন হাজারো বিশ্বাসী। অনেকেই আশা করেছিলেন, তৃতীয় রাউন্ডের ভোটে হয়তো বের হবে সাদা ধোঁয়া। কিন্তু সকাল ১১টায় চিমনি থেকে ওঠা কালো ধোঁয়ায় ভেস্তে যায় তাদের সেই প্রত্যাশা।

ভ্যাটিকান সময় বৃহস্পতিবার (৮ মে) বিকেল ৫টা ৩০ মিনিটে চতুর্থ রাউন্ডের ভোটের ফলাফল প্রকাশিত হবে। এর মধ্যেই আবারো সিস্টিন চ্যাপেলের চিমনির দিকে তাকিয়ে থাকবেন উপস্থিত সবাই।

নিয়ম অনুযায়ী, যদি আজও কোন সিদ্ধান্ত না হয়, কার্ডিনালরা কাসা সান্তা মার্টায় ফিরে যাবেন রাতের খাবারের জন্য। আগামীকাল আবারো শুরু হবে ভোটগ্রহণের এই গোপন প্রক্রিয়া।

পাকিস্তানে স্থানীয় সময় মঙ্গলবার (৭ মে) ভারতের ‘অপারেশন সিন্দুর’ হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এক প্রতিবেদনে তুরস্কের সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সি এ তথ্য জানায়।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে বলেন, ‘মহাসচিব নিয়ন্ত্রণ রেখা (এলওসি) ও আন্তর্জাতিক সীমান্ত জুড়ে ভারত-পাকিস্তান সামরিক অভিযান নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। তিনি উভয় দেশকে সর্বোচ্চ সামরিক সংযম প্রদর্শনের জন্য অনুরোধ করেছেন।

অ্যান্তোনিও গুতেরেস বলেন, এই মুহূর্তে ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাতের মূল্য বিশ্ব বহন করতে পারবে না। কারণ— ইতোমধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে। অন্যদিকে, চলছে গাজা-ইসরায়েল যুদ্ধ। এমন সময়ে আরেকটি যুদ্ধ দেখতে চায় না বিশ্ববাসী।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হন। যাদের অধিকাংশই ছিলেন পর্যটক। হামলার পর দিল্লি সোজাসুজি এর দায় চাপিয়েছে ইসলামাবাদের ঘাড়ে। দু’দেশ থেকে নেয়া হয় বেশ কিছু কূটনৈতিক পদক্ষেপ। উত্তপ্ত পরিস্থিতি থামাতে মধ্যস্থতার প্রস্তাব দেয় ইরান ও রাশিয়া। তবে সবকিছু উপেক্ষা করে জম্মু-কাশ্মিরে হামলার দুই সপ্তাহ পর পাকিস্তানে হামলা চালালো ভারত।

পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে আটে পৌঁছেছে। সেই সাথে আহত হয়েছেন ৩৫ জন। ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর)-এর ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী নিশ্চিত করেছেন যে নিহতদের মধ্যে দু’জন শিশুও রয়েছে। বুধবার (৭ মে) এক প্রতিবেদনে আনাদুলু এজেন্সি ও সিনহুয়া নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের আইএসপিআরের মহাপরিচালক জানিয়েছেন, মঙ্গলবার (৬ মে) মধ্যরাতের পর পাকিস্তানের কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফ্ফরবাদে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাকিস্তান সেনাবাহিনী ইতিমধ্যে এর বদলা নিতে শুরু করেছে।

গত ২২ এপ্রিল কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হন। যাদের অধিকাংশই ছিলেন পর্যটক। হামলার পর দিল্লি সোজাসুজি এর দায় চাপিয়েছে ইসলামাবাদের ঘাড়ে। দু’দেশ থেকে নেয়া হয় বেশ কিছু কূটনৈতিক পদক্ষেপ। উত্তপ্ত পরিস্থিতি থামাতে মধ্যস্থতার প্রস্তাব দেয় ইরান ও রাশিয়া। তবে সবকিছু উপেক্ষা করে জম্মু-কাশ্মিরে হামলার দুই সপ্তাহ পর পাকিস্তানে হামলা চালালো ভারত।

পাকিস্তানি ভূখণ্ডে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলাকে ‘লজ্জাজনক’ বলে অ্যাখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৬ মে) পাকিস্তানে ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এটা লজ্জাজনক। আমরা এইমাত্র এটি সম্পর্কে শুনেছি।

তিনি আরও বলেন, মানুষ অতীতের ওপর ভিত্তি করে জানত যে কিছু ঘটতে চলেছে। কারণ উভয় পক্ষই বহু দশক এবং শতাব্দী ধরে লড়াই করে আসছে। তবে আমি আশা করি, এটি খুব দ্রুত শেষ হবে।

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব