প্রকৃতি ও জীবনের কবি মনিজা রহমান। তার লেখায় সাবলীল গতিশীলতায় প্রকাশ পায় সমাজের সব স্তরের মানুষের গহীন গল্পের ইতিহাস। এমন বক্তব্য উঠে এসেছে তরুণ-প্রবীণ লেখক ও কবিদের কণ্ঠে। রোববার (৩ আগস্ট) রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে জলধি-সন্ধ্যায় শীর্ষক এক অনুষ্ঠানে মনিজা রহমানের কাব্যগ্রন্থ ‘এক পশলা বৃষ্টি কেনার আগে’ নিয়ে আলোচনা করেন বক্তারা। জলধির প্রকাশক ও সম্পাদক কবি নাহিদ আশরাফির এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন কবি মনিজা রহমান। অনুষ্ঠানে অতিথি ছিলেন কবি নাসির আহমেদ, কথা সাহিত্যিক দিলারা মেসবাহ, কথা সাহিত্যিক সিরাজুল ইসলামসহ অনেকে। বক্তারা বলেন, মনিজা রহমান নিরন্তর জীবনকে উন্মোচন করে চলেছেন। সমাজের নানামাত্রিক জানালায় উঁকি দিয়ে সত্য আবিষ্কার করে চলেছেন। তার এই উন্মোচন চলে কখনও গল্পে, কখনও কবিতায়, কখনওবা উপন্যাসে। উল্লেখ্য, মনিজা রহমানের জন্ম বরিশালের পিরোজপুরে। পুরান ঢাকার গেন্ডারিয়ার মনিজা রহমান উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও সেন্ট্রাল উইমেন্স কলেজ থেকে এইচএসসি পাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স করার পর পেশা হিসেবে বেছে নেন ক্রীড়া সাংবাদিকতা।

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব