• Colors: Blue Color

বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে চায় পাকিস্তান। এটি করা গেলে আঞ্চলিক বাণিজ্যের পরিধি বাড়বে বলে আশা করে দেশটি। একইসাথে বাংলাদেশের সাথে আকাশ ও নৌপথে যোগাযোগ বৃদ্ধিসহ নানা বিষয়ে দ্বি-পাক্ষিক বাণিজ্যের আগ্রহ দেখিয়েছে পাকিস্তান।

সোমবার (২৭ অক্টোবর) সকালে বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের আলোচনায় ওঠে আসে এসব প্রসঙ্গ। প্রায় ২০ বছর পর ঢাকায় হলো এই সভার আয়োজন। এতে বাংলাদেশের ১৫ এবং পাকিস্তানের ১৪ সদস্যের প্রতিনিধি অংশ নেন। 

বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানান, কৃষি, তথ্য প্রযুক্তি সেবা, হালাল খাদ্যসহ বেশ কিছু খাতে বাণিজ্য বৃদ্ধিতে আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় এখন সেসব কাজ এগিয়ে নিয়ে যাবে।

আঞ্চলিক বাণিজ্য জোরদার করার জন্য সার্ককে পুনরুজ্জীবিত করার চেষ্টা করা হবে বলেও জানান তিনি।

পাকিস্তানের জ্বালানি মন্ত্রী আলী পারভেজ মালিক বলেছেন, বাংলাদেশের পাট পণ্য, ওষুধ ও কৃষি পণ্য আমদানি করার সুযোগ আছে। পাশাপাশি নৌ ও আকাশপথে যোগাযোগ বৃদ্ধি করতে আগ্রহী পাকিস্তান। বাণিজ্যের পরিধি বাড়লে দুই দেশের মানুষের সম্পর্ক মজবুত হবে।

ইরাকের জুবায়ের তেলক্ষেত্রে একটি তেল পাইপলাইনে অগ্নিকাণ্ডে অন্তত দুই শ্রমিক নিহত হয়েছেন। 

অগ্নিকাণ্ডে আরও পাঁচজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। কর্মকর্তারা জানান, অগ্নিকাণ্ডের সময় শ্রমিকরা পাইপলাইনের পাশে ওয়েল্ডিং কাজ করছিলেন। আহতদের মধ্যে কেউ কেউ গুরুতর দগ্ধ এবং সংকটাপন্ন অবস্থায় রয়েছেন, যা ভবিষ্যতে আরও মৃত্যুর ঝুঁকি তৈরি করতে পারে।

 

পাইপলাইনটি জুবাইর ক্ষেত্র থেকে নিকটবর্তী স্টোরেজ ট্যাঙ্ক পর্যন্ত ক্রুড তেল পরিবহন করে।

তেলক্ষেত্রের কর্মকর্তারা জানিয়েছেন, অগ্নিকাণ্ড তেল উৎপাদন বা সরবরাহে প্রভাব ফেলেনি এবং বর্তমান উৎপাদন ৪,০০,০০০ ব্যারেল প্রতি দিন বজায় রয়েছে।

তবে, অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে আনা না গেলে কিছু লোডিং অপারেশন আংশিকভাবে বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে।

ফায়ারফাইটাররা আগুন নেভানোর চেষ্টা করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং আহতদের দ্রুত চিকিৎসা প্রদানের প্রয়োজনীয়তা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে।

সূত্র: আল আরাবিয়া, আল জাজিরা। 

সংযুক্ত আরব আমিরাতে প্রথমবারের মতো লটারিতে টিকিট কিনে বাজিমাত করেছেন এক বাংলাদেশি প্রবাসী। ২৪ ক্যারেটের ২৫০ গ্রাম স্বর্ণ জিতেছেন মানসুর আহমেদ (২৪)। দেশে এই স্বর্ণের বাজারমূল্য আনুমানিক ৪০ লাখ টাকা। গালফ নিউজ।

দেশটির বিগ টিকিটের লটারিতে অংশ নেয়া এই প্রবাসী আমিরাতের দুবাইয়ে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করেন। সেখানে চার বছর ধরে আছেন তিনি। তার পরিবার বাংলাদেশেই থাকে।

মানসুর আহমেদকে যখন টিকিট কর্তৃপক্ষ এই খবর জানাতে ফোন দেন তখন তিনি অবাক হন। নিজেই বিশ্বাস করতে পারছিলেন না।

তিনি বলেন, প্রথমবার বিগ টিকিট সম্পর্কে জানতে পারি সামাজিক মাধ্যমে। এরপর ১০ জন বন্ধুকে নিয়ে একটি গ্রুপ করি, সবাই মিলে টিকিট কিনি। আমরা এই অর্থ ভাগ করে নেবো এবং ভবিষ্যতেও একসঙ্গে বিগ টিকিট কিনতে থাকবো। এটা এমন একটা অভিজ্ঞতা যা আমরা কখনো ভুলবো না।

দক্ষিণ আফ্রিকার লিম্পোপো প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় জিম্বাবুয়ে ও মালাউইয়ের অন্তত ৪২ জন নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

রোববার (১২ অক্টোবর) স্থানীয় সময় রাতে এন-ওয়ান মহাসড়কের একটি পাহাড়ি অংশ দিয়ে বাসটি যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় পরিবহন কর্মকর্তারা জানিয়েছেন, বাসটি রাস্তা থেকে ছিটকে একটি খাড়া পাহাড়ি খাদে পড়ে যায়।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, এই মর্মান্তিক দুর্ঘটনায় সাতজন শিশুও প্রাণ হারিয়েছে। এটি শুধু দক্ষিণ আফ্রিকার জন্য নয়, বরং ‘আমাদের ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র জিম্বাবুয়ে ও মালাউইয়ের জন্যও গভীর বেদনার ঘটনা’।

সূত্র: বিবিসি নিউজ।

ইসরায়েলের কাছ থেকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পেয়েছে ইউক্রেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি।

ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, জেলেনস্কি দাবি করেছেন, ইউক্রেন খুব শিগগিরই নতুন দুটি প্যাট্রিয়ট সিস্টেমও পাবে।

ইউক্রেনীয় প্রেসিডেন্টের এই বক্তব্য এসেছে কয়েক মাস পর, যখন ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় গত জুনে দ্য কিয়েভ ইন্ডিপেন্ডেন্টকে বলেছিল যে, ইউক্রেনে কোনো প্যাট্রিয়ট সিস্টেম পাঠানো হয়নি।

যুদ্ধে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের সেনাবাহিনীর জন্য বেশ সহায়ক হবে বলে জানান জেলেনস্কি।

সূত্র: জেরুজালেম পোস্ট।

জাতিসংঘের সদর দফতরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়ার আগমনের মুহূর্তেই ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা। চলন্ত এসকেলেটরে পা রাখার ঠিক পরেই থেমে গেল চলমান সিঁড়ি।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) কর্তৃপক্ষ জানায়, ট্রাম্পের ভিডিওগ্রাফার হয়তো ভুলবশত কোনো সেফটি বাটনে চাপ দেন। আর তাতেই ঘটে এই বিপত্তি। খবর বিবিসির।

এইদিন বিশ্ব নেতাদের উদ্দেশে দেয়া ভাষণের সময় টেলিপ্রম্পটারটিও কাজ না করার পর ট্রাম্প মজা করে অভিযোগ করেন এই ঘটনা নিয়ে। তিনি জানান, জাতিসংঘের কাছ থেকে দুটি জিনিস পেয়েছেন তিনি— খারাপ এসকেলেটর ও বাজে টেলিপ্রম্পটার।

তবে জাতিসংঘ তাদের বিবৃতিতে পরিষ্কার জানিয়েছে, এই দায় তাদের নয়, বরং ট্রাম্পের টিমেরই।

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব