রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন যে রাশিয়ান সেনারা ইউক্রেনের দুই শহর—পোকরোভস্ক ও ভোভচানস্ক দখল করেছে। গত রোববার (৩০ নভেম্বর) একটি সামরিক কমান্ড পোস্ট পরিদর্শন করে দুটি শহর দখলের খবর শোনেন। তবে, পুতিনের এমন দাবি উড়িয়ে দিয়েছে ইউক্রেন। এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ এ তথ্য জানায়।
বিশ্লেষকরা মনে করছেন, এই দাবির উদ্দেশ্য আসন্ন বৈঠকে চাপ সৃষ্টি করা। তবে ইউক্রেনের ৭ম র্যাপিড রেসপন্স কোরসের এয়ার অ্যাসল্ট ফোর্সেস সোমবার (১ ডিসেম্বর) জানিয়েছে, পোকরোভস্কে রাশিয়ার অগ্রগতি 'থামিয়ে দেয়া হয়েছে'। পোকরোভস্ক ইউক্রেনের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা কেন্দ্র, যা দেড় বছরেরও বেশি সময় ধরে রাশিয়ার আক্রমণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
তবে, শহরটি ক্ষতিগ্রস্ত হলেও ইউক্রেনীয় সেনারা এখনও শহরের কিছু অংশ ধরে রেখেছে বলে জানায় ইউক্রেনের ৭ম র্যাপিড রেসপন্স কোরসের এয়ার অ্যাসল্ট ফোর্সেস।
এদিকে, ভোভচানস্কের অবস্থাও একই ধরনের। শহরের দক্ষিণ অংশে ইউক্রেনীয় সেনারা অবস্থান ধরে রেখেছেন। শহরটি 'পূর্ণভাবে দখল করা হয়নি বলে দাবি করেছেন ইউক্রেনীয় যৌথ বাহিনীর প্রধান কমিউনিকেশন কর্মকর্তা ভিক্টর ট্রেগুবভ জানান। তবে শহরটির বেশিরভাগ অংশই বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার (৩০ নভেম্বর) তাদের টেলিগ্রাম চ্যানেলে পোকরোভস্কে রুশ পতাকা উত্তোলনের একটি ভিডিও প্রকাশ করেছে।