প্রথমবারের মত বিদেশি লিগে খেলতে গিয়ে আলো ছড়িয়েছেন শামসুন্নাহার জুনিয়র। বুধবার (২৩ জুলাই) ভুটানে রয়েল থিম্পু কলেজের (আরটিসি) হয়ে অভিষেক ম্যাচেই হয়েছেন ম্যাচসেরা।

শামসুন্নাহার ও তহুরা খাতুনের নৈপুণ্যে উগেন একাডেমিকে ৪-০ গোলে হারায় আরটিসি।

প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে ছিল শামসুন্নাহারের দল। শুরুতে গোল করে দলকে এগিয়ে নেন শামসুন্নাহার জুনিয়র। অন্য দুটি গোল করেন ভুটানিজরা। দ্বিতীয়ার্ধে তহুরা করেন চতুর্থ গোল।

এক গোল করেও ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের শামসুন্নাহার। তার মতো তহুরা খাতুনেরও বিদেশির মাটিতে ছিল প্রথম ম্যাচ। অভিষেক রাঙ্গিয়েছেন দুজনই গোল করে।

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বল পায়ে জাদু দেখিয়েছেন শামসুন্নাহার জুনিয়র ও তহুরা খাতুন। দুজনের পা থেকে এসেছিল ৬ গোল। বাংলাদেশি দুই তারকাই জাতীয় দলের অন্যতম অংশ। তারা দুজনেই আবার খেলছেন ভুটান নারী লিগে।

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব