• Colors: Blue Color

ভারতীয় সামরিক বাহিনী প্রথমবারের মতো স্বীকার করেছে যে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে তাদের কয়েকটি যুদ্ধবিমান হারিয়েছে। তবে, তারা জোর দিয়ে বলেছে যে এই চারদিনের সংঘর্ষ কখনোই পারমাণবিক যুদ্ধের দিকে এগোয়নি।

শনিবার (৩১ মে) সিঙ্গাপুরে অনুষ্ঠিত শ্যাংগ্রি-লা ডায়ালগ সম্মেলনে ব্লুমবার্গ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতীয় সশস্ত্র বাহিনীর চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান এই তথ্য নিশ্চিত করেন।

পাকিস্তানের দাবি যে তারা ছয়টি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে, তা ‘একেবারেই ভুল’ বলে মন্তব্য করেছেন জেনারেল চৌহান। তবে, তিনি ভারতের কতটি বিমান হারিয়েছে তার সঠিক সংখ্যা উল্লেখ করেননি।

তিনি বলেন, ‘যুদ্ধবিমান হারানোর চেয়ে গুরুত্বপূর্ণ হলো, সেগুলো কীভাবে হারালো, কী ভুল হয়েছিল—সেই বিশ্লেষণ। সংখ্যা গুরুত্বপূর্ণ নয়।’

জেনারেল চৌহান বলেন, ‘ভালো দিক হলো, আমরা আমাদের কৌশলগত ভুলগুলো বুঝতে পেরেছি, সেগুলো সংশোধন করেছি এবং মাত্র দুই দিনের মধ্যেই আবার সমস্ত যুদ্ধবিমান উড়িয়েছি; বিশেষকরে দূরপাল্লার টার্গেট করে অভিযান পরিচালনা করেছি।’

গত ৭ মে ভারত ও পাকিস্তানের মধ্যে বিমান হামলা ও পাল্টা হামলার এক উত্তেজনাপূর্ণ সংঘর্ষ হয়। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ দাবি করেছিলেন যে তার দেশ ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যদিও এই দাবির স্বাধীনভাবে কোনো সত্যতা যাচাই হয়নি।

ভারত সরকার এতদিন তাদের কোনো বিমান হারিয়েছে কিনা সে বিষয়ে মন্তব্য এড়িয়ে যাচ্ছিল। জেনারেল চৌহানের এই বক্তব্য ভারত-পাকিস্তান সংঘর্ষে বিমান ক্ষয়ক্ষতি সম্পর্কে ভারতের পক্ষ থেকে প্রথম স্বীকারোক্তি।

জেনারেল চৌহান জোর দিয়ে বলেন যে এই সংঘর্ষ কখনোই পারমাণবিক যুদ্ধের স্তরে পৌঁছায়নি। উভয় পক্ষই সংঘাত নিয়ন্ত্রণে রেখেছে।

উল্লেখ্য, ভারতীয় সামরিক বাহিনী এখন তাদের কৌশলগত দুর্বলতাগুলো চিহ্নিত করে তা সংশোধনের কাজ করছে। বিশেষ করে, ড্রোন ও মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার ওপর জোর দেয়া হচ্ছে।

পাকিস্তানের দুই প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর ১২ সদস্য নিহত হয়েছে। সন্ত্রাসীদের ছোড়া গুলিতে প্রাণ গেছে চার সেনা সদস্যেরও। বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। খবর দেশটির সংবাদমাধ্যম ডনের।

বৃহস্পতিবার (২৯ মে) রাতে খাইবার পাখতুনখোয়া প্রদেশের সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তান জেলায় টহল দিচ্ছিল নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সহসা তাদের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। পাল্টা গুলিবর্ষণে নিহত হয় ছয় বিচ্ছিন্নতাবাদী। এ সময় গুলিবিদ্ধ হয়ে মারা যায় সেনাবাহিনীর চার সদস্য। এছাড়াও, চিত্রাল জেলায় সেনা অভিযানে প্রাণ গেছে আরও এক সন্ত্রাসীর।

এর আগে, বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে প্রাণ গেছে নিষিদ্ধ ঘোষিত ফিতনাহ আল হিন্দুস্তান সংগঠনের পাঁচ সদস্যের।

আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী অঞ্চলগুলো দীর্ঘদিন ধরেই নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর শক্ত আস্তানা। সাম্প্রতিক সময়ে এসব এলাকায় অভিযানের মাত্রা বাড়িয়েছে পাকিস্তান সেনাবাহিনী।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগুন নিয়ে খেলছেন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (২৭ মে) ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ ড্রোন ও মিসাইল হামলার জেরে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে এই মন্তব্য করেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়।

ট্রাম্প দাবি করেন, তিনি প্রেসিডেন্ট না হলে রাশিয়ার সাথে আরও খারাপ কিছু ঘটতো, যা পুতিন বুঝতে পারছে না।

অপরদিকে, ওয়াল স্ট্রিট জার্নাল এবং সিএনএন জানিয়েছে, ট্রাম্প চলতি সপ্তাহের শুরুতেই রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার কথা বিবেচনা করছেন। একই সাথে জোর দিয়ে বলেন, তিনি এখনও তার মন পরিবর্তন করতে পারেন যদি পুতিন আলোচনায় বসেন।

এর আগে, গত রোববার ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন, তিনি মস্কোর ওপর নিষেধাজ্ঞা বৃদ্ধির কথা বিবেচনা করছেন। তবে পুতিন চাইলে অন্য সকল বিকল্প খোলা আছে বলেও জানান তিনি। এ সময়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্য জো বাইডেনকে দায়ী করে বলেন, তিনি একটি আলোচনার মাধ্যমে শান্তি চুক্তি দেখতে চান।

এর দু’দিন আগেও ইউক্রেনে রাশিয়ার সিরিজ বোমা হামলার নিন্দা জানান ট্রাম্প। বলেন, রুশ প্রেসিডেন্টের কর্মকাণ্ডে ব্যাপক নারাজ তিনি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থায় এখন থেকে পতাকা উত্তোলন করতে পারবে ফিলিস্তিন। ভোটে জয়লাভের পর প্রথমবারের মতো সংস্থাটিতে পতাকা তোলার অধিকার পেলো তারা।

সোমবার (২৬ মে) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয় এমন তথ্য।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, বার্ষিক সম্মেলনে ফিলিস্তিনকে জাতীয় পতাকা উত্তোলন করতে দেয়ার বিষয়ে প্রস্তাব উত্থাপন করে চীন, পাকিস্তান, সৌদি আরবসহ বেশ কয়েকটি রাষ্ট্র। অনুষ্ঠিত হয় প্রতীকী ভোটাভুটি। এতে ফিলিস্তিনের অধিকারের পক্ষে সমর্থন দেয় ৯৫টি দেশ।

অপরদিকে, বিরোধিতা করে জার্মানি, হাঙ্গেরি, চেক রিপাবলিকের মতো দেশগুলো। ভোটদানে বিরত ছিল ২৭টি দেশ। তবে সংখ্যাগরিষ্ঠ ভোট পড়ায় গৃহীত হয় প্রস্তাবটি।

এর ফলে ধারণা করা হচ্ছে, জাতিসংঘের বিভিন্ন সংস্থাসহ রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের স্বীকৃতি মেলার পথ আরও সুগম করবে এই ঘটনা।

ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রমকে সমর্থন দিলো পাকিস্তান। সোমবার (২৬ মে) তেহরানে এক রাষ্ট্রীয় সফরে এই ঘোষণা দেন পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। খবরটি নিশ্চিত করেছে ইরানের সরকারি বার্তাসংস্থা আইআরএনএ।

শাহবাজ শরিফ বলেন, বেসামরিক আর শান্তিপূর্ণ খাতের জন্য তেহরানের পারমাণবিক কর্মসূচিকে সমর্থন করে ইসলামাবাদ। সেইসাথে, এটি ইরানের অধিকার বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে, ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে বৈঠক করেন তিনি। এ সময়, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করেন দুই নেতা।

ইরানের প্রেসিডেন্টের সাথে আলোচনা ফলপ্রসূ ও গঠনমূলক হয়েছে উল্লেখ করে পাকিস্তানি প্রধানমন্ত্রী বলেন, আলোচনায় দু’দেশের পারস্পরিক স্বার্থ ও সহযোগিতার বিভিন্ন দিক উঠে এসেছে। উভয় পক্ষই রাজনৈতিক, অর্থনৈতিক ও আন্তর্জাতিক সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণ নিয়ে সম্মত হয়েছে। সেইসাথে, পূর্বে স্বাক্ষরিত চুক্তিসমূহ বাস্তবায়নের বিষয়ে দু’দেশই আগ্রহী বলেও জানান তিনি।

উল্লেখ্য, পূর্বঘোষিত পরিকল্পনা অনুযায়ী চারদেশীয় সফরের দ্বিতীয় দেশ হিসেবে ইরান ভ্রমণ করেন পাকিস্তানি প্রধানমন্ত্রী। এরপর আজারবাইজান এবং তাজিকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে তার।

কুয়ালালামপুরে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত আসিয়ান-জিসিসি দ্বিতীয় শীর্ষ সম্মেলন। মঙ্গলবার (২৭ মে) শুরু হওয়া এই সম্মেলনে গালফ অঞ্চলের ৬ দেশের সাথে চলছে দক্ষিণ-পূর্ব এশিয়ার ১০ সদস্য রাষ্ট্রের বৈঠক।

সম্মেলনটি এমন সময় অনুষ্ঠিত হচ্ছে, যখন বিশ্ব রাজনীতির নতুন মেরূকরণ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, গাজা সংকট এবং লোহিত সাগরে নিরাপত্তা হুমকির প্রেক্ষাপটে উভয় জোটই পারস্পরিক নির্ভরতা বাড়াতে চাইছে।

বিশ্লেষকদের মতে, সম্মেলনে বাণিজ্যিক জোট গঠনের সম্ভাবনা গুরুত্ব পেতে পারে। এছাড়াও আলোচিত হচ্ছে বিনিয়োগ ও নিরাপত্তা ইস্যু। সেইসাথে আনুষ্ঠানিক প্রস্তাব আসতে পারে ‘চীন-পারস্য উপসাগর-দক্ষিণ-পূর্ব এশিয়া করিডর’ নিয়ে।

এর আগে, সকালে দিন শুরু হয় ১৬তম ইস্ট আসিয়ান গ্রোথ এরিয়া সামিট দিয়ে। ব্রুনেই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ফিলিপাইন নিয়ে গঠিত এই উপ-আঞ্চলিক জোটটি গত তিন দশক ধরেই সহযোগিতার নানা খাতে কাজ করছে। এবার বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে কাস্টমস, ইমিগ্রেশন এবং কোয়ারেন্টাইন সহযোগিতা কাঠামো। যা সদস্য দেশগুলোর পণ্য ও মানুষ চলাচল আরও সহজ করবে বলে ধারণা করা হচ্ছে।

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব