গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের শুনানি ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। শনিবার (৩১ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম এ তথ্য জানান।

তিনি জানান, আগামীকাল রোববার (১ জুন) সকাল সাড়ে ৯টায় কোর্ট প্রসিডিংস বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে (বিটিভি) মাধ্যমে ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সরাসরি সম্প্রচার করা হবে।

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ট্রাইব্যুনালের বিচারকাজ দেখা যাবে সরাসরি টেলিভিশনের পর্দায়। শেখ হাসিনাসহ আওয়ামীলীগ সরকারের আমলে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে প্রথম ফরমাল চার্জ ট্রাইব্যুনালে দাখিলের এই চিত্র দেখবে পুরো দেশের মানুষ। এতে বিচারের স্বচ্ছতা নিশ্চিত হবে বলে জানিয়েছেন আইনজীবীরা।

এর আগে, হিটলারের নাৎসী বাহিনীর বিচার থেকে শুরু করে মিশরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি কিংবা ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের বিচার সরাসরি সম্প্রচারের নজির আছে।

এ ছাড়াও, যুক্তরাষ্ট্রের আলোচিত কৃষ্ণাঙ্গ ব্যক্তি জর্জ ফ্লয়েড হত্যার বিচার কাজ, উইকিলিকস এর প্রতিষ্ঠাতা জুলিয়ান এসান্স এর বিচারের দৃশ্যও সরাসরি সম্প্রচার করে গণমাধ্যম। বিশ্বের অন্তত ২১টি দেশ মামলার গুরুত্ব বিবেচনায় বিচারকাজ সরাসরি সম্প্রচার করে আসছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, প্রবাসীরা দেশে এসে ঠিক মতো সঠিক চিকিৎসা সেবা পায় না। তাই তাদের টাকায় তাদের জন্য দেশে একটি হাসপাতাল নির্মাণ করা হবে।

শনিবার (৩১ মে) বিকালে টাঙ্গাইলের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), কালিহাতী, নাগরপুর টিটিসির এসএসসি পরিক্ষার্থীদের দক্ষতা কোর্সের উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, টাঙ্গাইলে যে স্কিল ট্রেড চালু করা হলো তা দেশের ইতিহাসে প্রথম। এই স্কিল যদি শিক্ষার্থীরা শিখতে পারে তাহলে তারা প্রবাসে গিয়ে ভালো মানের কাজ করতে পারবে।

আসিফ নজরুল বলেন, বর্তমান সরকার প্রবাসীদের জন্য অনেক সুবিধা চালু করেছে। ঋণ দেয়ার জন্য প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে সহজ করে দেয়া হয়েছে। জাপানে জনবল পাঠানো হবে। এছাড়া বিভিন্ন দেশের সাথে কথা হচ্ছে অতি দ্রুত জনবল নেয়া হবে বলেও জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো মহাপরিচালক সালেহ আহমাদ মোজাফফর, টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মিজানুর রহমানসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তারা।

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন দুই সরকার প্রধান।

শুক্রবার (৩০ মে) টোকিওতে দেশটির প্রধানমন্ত্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

পরে এক যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এগুলোর মধ্যে ‘অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু পরিবর্তনের স্থিতিশীলতা জোরদারকরণে উন্নয়ন নীতিগত ঋণ’ এবং ‘জয়দেবপুর-ঈশ্বরদী অংশে ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণ প্রকল্প (পর্ব-১)’ (৬৪১ মিলিয়ন ডলার) উল্লেখযোগ্য।

চুক্তির আওতায় টোকিও ঢাকাকে বাজেট সহায়তা, রেলপথের উন্নয়ন এবং ঋণ হিসেবে মোট ১.০৬৩ বিলিয়ন ডলার দেবে। এছাড়া বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার এবং জলবায়ু স্থিতিস্থাপকতার জন্য ৪১৮ মিলিয়ন ডলার উন্নয়ন নীতি ঋণের পাশাপাশি বৃত্তির জন্য আরও ৪.২ মিলিয়ন ডলারর দেবে দেশটি।

উভয় পক্ষই দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক আগ্রহের বিষয় নিয়ে খোলামেলা ও গভীর আলোচনা করেন। জাপানি প্রধানমন্ত্রী ইশিবা অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্র গঠনের প্রচেষ্টা, সংস্কারমূলক পদক্ষেপ এবং শান্তিপূর্ণ রূপান্তরের লক্ষ্যে জাপানের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন। অধ্যাপক ইউনূস বাংলাদেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নে জাপান সরকারের অব্যাহত সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান।

দক্ষ মানব সম্পদসহ জনগণের মধ্যে পারস্পরিক বিনিময় বৃদ্ধি এবং দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে সম্মত হন দুই নেতা।

এসময় মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ব্যক্তিদের অস্থায়ী আশ্রয় ও মানবিক সহায়তা প্রদানের জন্য বাংলাদেশের প্রশংসা করেন জাপানের প্রধানমন্ত্রী। অধ্যাপক ইউনূস বাস্তুচ্যুত এসব মানুষের প্রতি জাপানের মানবিক সহায়তা, বিশেষ করে ভাসানচরে অবস্থানরতদের প্রতি সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান। জাপান এই বিষয়ে তাদের অব্যাহত প্রচেষ্টার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

প্রধানমন্ত্রী ইশিবাকে পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টা ব্যবসায়ী প্রতিনিধিদের সংগঠন জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেটরো) সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে মূলত বাংলাদেশে জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা হবে।

উল্লেখ্য, গত ২৮ মে চারদিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধান উপদেষ্টা।

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি সমতল অতিক্রম করার ফলে আগামীকাল শনিবার পর্যন্ত দেশজুড়ে এমন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে বিকেলের মধ্যে গভীর নিম্নচাপটি লঘুচাপে পরিণত হলে বরিশাল এবং খুলনা অঞ্চলে কমে যাবে বৃষ্টি। কমে যেতে পারে বাতাসের গতিবেগও।

শুক্রবার (৩০ মে) এক ব্রিফিংয়ে আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম এ সব তথ্য জানান।

শক্তি বা সাইক্লোনের আঘাত হানার সম্ভাবনা নেই জানিয়ে তিনি বলেন, সাগরে বায়ুতাড়িত বাতাস রয়েছে, যে কারণে প্রতিটি বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। দুই বিভাগ বাদে বাকি কিছু কিছু অঞ্চলে আরও একদিন গুঁড়ি গুঁড়ি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে ১৯৬ মি. মি.। সর্বোচ্চ বৃষ্টি হয়েছে চট্টগ্রাম বিভাগের মাইজদী কোর্ট এলাকায়; ২৮৫ মি. মি.। আর দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে চাঁদপুরে যা ২৪১ মি. মি.।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী আজ। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে নিহত হন সাবেক এই রাষ্ট্রপতি। তখন জিয়াউর রহমানের বয়স হয়েছিল মাত্র ৪৫ বছর। এ উপলক্ষ্যে বিএনপি ৮ দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে।

জিয়াউর রহমান ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলীর বাগবাড়ীতে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবন শেষে ১৯৫৩ সালে পাকিস্তান মিলিটারি একাডেমি কাকুলে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দেন। ১৯৫৫ সালে তিনি সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে কমিশন লাভ করেন। ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী নিরস্ত্র জনতার ওপর ঝাঁপিয়ে পড়লে চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান। মুক্তিযুদ্ধে তিনি একটি সেক্টরের অধিনায়ক হিসেবে গৌরবময় দায়িত্ব পালন করেন। এর স্বীকৃতি হিসেবে তিনি বীরউত্তম খেতাব পেয়েছেন।

১৯৭৫ সালের ২৫ আগস্ট সেনাপ্রধান হন জিয়াউর রহমান। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লব তাকে রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রে নিয়ে যায়। ছয় বছরের শাসনামলে জিয়াউর রহমান বিপুল জনপ্রিয়তা অর্জন করেন এবং তলাবিহীন ঝুড়ির অপবাদ থেকে এ জাতিকে মুক্ত করেন। 

গত ১৬ বছর স্বাধীনতার ঘোষকের শাহাদাত বার্ষিকী পালন করতে গিয়ে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছিল বিএনপি। তবে দলটির দীর্ঘ সাড়ে ১৫ বছরের আন্দোলনের পথ ধরে গত বছর ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতন ঘটে এবং শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। পরিবর্তিত পরিস্থিতিতে এবার দীর্ঘ সময় পর যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের সব প্রস্তুতি গ্রহণ করেছে বিএনপি।

বিএনপি সূত্রে জানা গেছে, জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে প্রতিবছর দলটির পক্ষ থেকে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করা হয়। তবে আওয়ামী সরকারের আমলে প্রশাসনের মাধ্যমে বিএনপির সব কর্মসূচি পালনে বাধা দেয়া হতো। নিপীড়নের মাধ্যমে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি দাঁড় করানো হতো বিএনপিকে।

গত বছর ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতন ঘটে। জুলাই অভ্যুত্থানের পর পরিবর্তিত পরিস্থিতিতে এবার দীর্ঘ সময় পর যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি।

কর্মসূচি:

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে ৮ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। এর মধ্যে রয়েছে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, দোয়া, দুস্থদের মাঝে চাল-ডালসহ বস্ত্র বিতরণ ইত্যাদি। এর অংশ হিসেবে বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা হয়েছে।

আজ ভোরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়, গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়সহ সারা দেশে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়েছে। সকাল সাড়ে ১০টায় শেরেবাংলা নগরে শহীদ জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি আলোচনা সভা, মসজিদে মসজিদে গণদোয়া এবং দুস্থদের মধ্যে চাল-ডালসহ বস্ত্র বিতরণ করা হবে।

বিএনপিসহ অঙ্গসংগঠনগুলো জিয়াউর রহমানকে নিয়ে বিশেষ পোস্টার প্রকাশ করেছে। বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশ করা হয়েছে বিশেষ ক্রোড়পত্র।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, তিনি জাপানে বসে বিএনপি সম্পর্কে বদনাম করেছেন। এতে লজ্জাও লাগলো না, দেশের সম্পর্কে বিদেশে বসে বদনাম করতে। তিনি বললেন—একটি দল নির্বাচন চায়। আর আমরা বলতে চাই, একটি লোক নির্বাচন চায় না, তিনি হলেন ড. ইউনূস।

শুক্রবার (৩০ মে) সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকীর কর্মসূচিতে এ মন্তব্য করেন তিনি।

মির্জা আব্বাস বলেন, বিএনপি বারবার নির্বাচন চেয়েছে ডিসেম্বরের মধ্যে। এই ডিসেম্বরের কথা কিন্তু ড. ইউনূস স্বয়ং বলেছেন। আমরা বলিনি, পরবর্তীতে তিনি ‘শিফট’ করে চলে গেলেন জুন মাসে। এই সময়ে নির্বাচন হবে না। সুতরাং নির্বাচন যদি করতে হয়, ডিসেম্বরের মধ্যেই করতে হবে।

তিনি আরও বলেন, সংস্কার করার জন্য বিদেশ থেকে লোক আমদানি করেছে সরকার। কিন্তু সংস্কারের কথা বলতে বলতে এখন তারা নির্বাচন দেখতে চায় না।

বাংলাদেশে সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। বৃহস্পতিবার (২৯ মে) সকালে জাপানের টোকিওতে অনুষ্ঠিত ৩০তম নিক্কেই ফোরামে এমনটাই জানালেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, নির্ভেজাল উপায়ে গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের ওপরই গুরুত্ব আরোপ করা হচ্ছে। অনুষ্ঠানে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের কথাও তুলে ধরেন তিনি।

প্রধান উপদেষ্টা আরও জানান, অনেক চড়াই-উৎরাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা এই সরকারের মূল লক্ষ্য দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ। এ সময়, রোহিঙ্গা সংকটে বাংলাদেশের মানবিক ভূমিকা এবং জাতিসংঘ শান্তিরক্ষায় সক্রিয় অংশগ্রহণের কথাও তুলে ধরেন তিনি।

অপরদিকে, এশিয়ার অস্থির বাস্তবতায় শান্তি, আস্থা ও অন্তর্ভুক্তির ওপর জোর দেন ড. ইউনূস। তিনি বলেন, আঞ্চলিক ভবিষ্যৎ শুধু জিডিপির সংখ্যায় নয়, মানুষের কল্যাণ, বিশ্বাস এবং সাহসিকতা দিয়ে নির্ধারিত হবে। এ সময়, অনুষ্ঠানে তরুণদের চাকরি না খুঁজে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

রাজধানীর ডেমরা ও মান্ডা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬২ হাজার কেজি সরকারি চালসহ বিপুল পণ্যসামগ্রী জব্দ করেছে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী।

বুধবার (২৮ মে) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ডেমরার আমুলিয়া মডেল টাউনের একটি গুদামে এবং মুগদা থানাধীন মান্ডা এলাকার আরেকটি গুদামে অভিযান চালানো হয়। সেখান থেকেই জব্দ হয় এসব সামগ্রী।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে, ৫০ কেজি ওজনের সাড়ে ১২শ’ চালের বস্তা, ৫০৭ বস্তা আটা, ১১৭ বস্তা ডাল এবং ১৫০ লিটার সয়াবিন তেল। অভিযানে গুদামের তিন কর্মচারীকে আটক করা হয়। সেইসাথে, এসব সামগ্রী পরিবহনের কাজে ব্যবহৃত পাঁচটি ট্রাকও জব্দ করে যৌথবাহিনী।

পরবর্তীতে, জব্দকৃত মালামাল এবং আটককৃতদের ডেমরা ও মুগদা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ সময়, এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কর্মকর্তারা।

চার দিনের জাপান সফরে এখন টোকিওতে রয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সফরের প্রথম দিন একাধিক বৈঠক ও অনুষ্ঠানে যোগদান করেন তিনি। এক অনুষ্ঠানে জাপানের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের আবহ বর্ণনার পাশাপাশি ‘নতুন বাংলাদেশ’-এর গল্প শোনান তিনি। বাংলাদেশের ছাত্র-জনতার আন্দোলন, দেশে সেসময়ের পরিস্থিতি বর্ণনার পাশাপাশি তার নেতৃত্বে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাজের বিষয়েও আলোকপাত করেন প্রধান উপদেষ্টা।

২০২০ টোকিও অলিম্পিকের সঙ্গে নিজের সম্পৃক্ততার স্মৃতিচারণ করেন প্রধান উপদেষ্টা। এর আগে একাধিক অলিম্পিকে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি তাকে মশাল বাহকের মতো সম্মাননা দিয়েছে- এটিও উল্লেখ করেন।

প্রধান উপদেষ্টা বলেন, জীবনে এমন কিছু ঘটে যা একেবারেই অপ্রত্যাশিত। প্যারিস অলিম্পিকে যুক্ত থাকার জন্য আমি সেখানেই অবস্থান করছিলাম। ঠিক তখনই আমার কাছে এমন একটি দায়িত্ব নেয়ার অনুরোধ আসলো, যার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমি সেটি থেকে সরে আসার চেষ্টা করলেও একের পর এক ফোন আসতেই থাকে। প্রায় ৩ দিন ধরে এটি চলার পর সার্বিক প্রেক্ষাপটে আমি সেই দায়িত্ব গ্রহণ করি।

তিনি শোনাচ্ছিলেন ৫ আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গে সেই সময়ে বাংলাদেশে চলমান আন্দোলনের রেশ। বলেন, আমি রাজি হবার পর তাৎক্ষণিকভাবে আমাকে ফ্লাইট ধরে দেশে ফিরতে হয়, সেসময় দেশে কোনো সরকার ছিলোনা।

তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলন পরবর্তী বাংলাদেশ এখন ‘নতুন বাংলাদেশ’ হিসেবে আত্মপ্রকাশ করেছে। আন্দোলন দমাতে এক পর্যায়ে সাধারণ মানুষকে রাস্তায় হত্যা করা হয়, তবুও তারা পিছু হটেনি। এক পর্যায়ে তৎকালীন সরকার বুঝতে পারে, এবং তারা সরে যায়।

‘তরুণ প্রজন্ম যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, সেটি বাস্তবায়নের দায়িত্ব চলে আসে এক পর্যায়ে, যা কঠিন ছিল। তবে আমি যখন দায়িত্ব নেই তখন পুরো জাতির ভেতর একটি দুর্দান্ত ঐক্যবদ্ধতা লক্ষ্য করি। দেশ পুরো ধ্বংস অবস্থায় ছিল, সব কিছু লুটে নেয়া হয়েছিল। প্রশাসন, অর্থনীতি, ব্যাংকিং সব সেক্টরেই দৃশ্যমান সংকট তৈরি হয়। কারণ, কোটি কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে গেছিল। ১৫ বছর ধরে চলা দুঃশাসন, গুম, ধ্বংসযজ্ঞ মিলে দেশ এক ভয়াবহ অবস্থায় ছিল। এমন এক অবস্থায় আমাদের নতুন করে শুরু করতে হয়।’

‘প্রায় দশ মাস হলো আমরা দ্বায়িত্ব নিয়েছি। তিনটি প্রধান দায়িত্ব আমাদের, যেগুলো হলো: সংস্কার, বিচার ও সাধারণ নির্বাচন। এটি বেশ চ্যালেঞ্জিং কারণ, আগের সরকারের অনেক লোকই এখনও একই দায়িত্বে রয়েছে যারা দেড় দশক ধরে এক ধরণের কাজ করে গেছে, হুট করে তারা সেটি থেকে বের হয়ে আসবে, বা তারা সঠিক কাজই করবে, এর নিশ্চয়তা বেশ আপেক্ষিক।’

চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যেই নির্বাচন হবে বলে আবারও স্মরণ করিয়ে দেন তিনি। সরকারের কাজ শেষ হয়ে গেলে তারা ক্ষমতা হস্তান্তর করবে।

তিনি বলেন, দেশের ১৮ কোটি জনসংখ্যার অর্ধেকই তরুণ, যা বাংলাদেশের শক্তির জায়গা। জাপান বাংলাদেশের সঙ্গে অনেক উন্নয়নমূলক প্রকল্পে যুক্ত উল্লেখ করে বাংলাদেশি তরুণদের জাপানে কর্মসংস্থানের সুযোগ নিয়েও আশা ও সম্ভাবনার বাণী শোনান প্রধান উপদেষ্টা।

সহ-সভাপতি মো. রিপনুল হাসানকে গ্রেফতারের প্রতিবাদে এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতে দেশের সকল জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বুধবার (২৮ মে) এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, আজ থেকেই ঢাকাসহ সারাদেশের সব জুয়েলারি দোকান বন্ধ থাকবে। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, সহ-সভাপতির প্রতি অবিচার ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বাজুসের ভারপ্রাপ্ত সভাপতি গুলজার আহমেদ ও সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায় এক যৌথ বিবৃতিতে মো. রিপনুল হাসানকে গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং এর তীব্র নিন্দা জানান।

প্রসঙ্গত, বুধবার (২৮ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর পুরান ঢাকার তাঁতীবাজার এলাকায় নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে মো. রিপনুল হাসানকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।

রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘তারুণ্যের সমাবেশ’ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বুধবার (২৮ মে) বিকেল সাড়ে তিনটার দিকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই সমাবেশ শুরু হয়।

বিএনপির তিন অঙ্গসংগঠন—ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবকদলের কর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে এই সমাবেশ।

এর আগে, তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার এই সমাবেশে সকাল দশটা থেকে যোগ দিতে শুরু করেছেন ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ বিভাগ থেকে আসা তরুণ-তরুণীরা। বিকেল পাঁচটায় তারুণ্যের এই সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি দেশের তরুণ প্রজন্মের সামনে দলের রাষ্ট্রচিন্তা, রাজনৈতিক রূপরেখা ও ভবিষ্যৎ কৌশল তুলে ধরবেন। তরুণদের কাছে টানতে মে মাসজুড়ে কর্মসূচি ঘোষণা করে বিএনপির এই তিন অঙ্গসংগঠন।

২১ আগস্টের গ্রেনেড হামলার মামলায় আসামিদের খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি ১ জুন পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। বুধবার (২৮ মে) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে, গত ১ ডিসেম্বর ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। পরে ১৯ মার্চ এ মামলায় সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল করেন রাষ্ট্রপক্ষ। আসামিপক্ষের আইনজীবীদের প্রত্যাশা হাইকোর্টের আদেশ বহাল থাকবে আপিল বিভাগেও।

উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় আওয়ামী লীগের ২৪ নেতা-কর্মী নিহত হন।

আলোচিত ওই ঘটনার পর হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দু’টি মামলা হয়। ২০১৮ সালে বিচারিক আদালত দু’টি মামলারই রায় দেন। রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড ছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন ও ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।