• Colors: Green Color

খুব বেশি আগের কথা নয়, গত বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিত্ব করেছেন রাইলি নর্টন। বাইশ গজের সেই বোলিং অলরাউন্ডারের পরের ছবিটা রাগবির মাঠে দাপুটে পারফরম্যান্সের। প্রোটিয়াদের যুব রাগবি দলের অধিনায়কত্ব নিয়ে ২০২৫ বিশ্ব রাগবি অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ দাপাচ্ছেন রাইলি নর্টন।

দক্ষিণ আফ্রিকার জার্সি গায়ে অনূর্ধ্ব-১৯ দলে নর্টনের অভিষেক হয় ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজে। প্রতিপক্ষ ছিল ভারত ও আফগানিস্তান। এরপর প্রোটিয়াদের মাটিতেই বসে ২০২৪ যুব বিশ্বকাপের আসর। সেমিফাইনাল থেকে বাদ পড়া স্বাগতিক দক্ষিণ আফ্রিকার সেই দলে খেলেছিলেন অলরাউন্ডার রাইলি নর্টন। সতীর্থ লুয়ান-দ্রে প্রিটোরিয়াস আর কেনা মাফাকার জাতীয় দলে অভিষেক হলেও, নর্টন হাঁটছেন ভিন্ন পথে।

এবারের অনূর্ধ্ব-২০ রাগবি চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত দুর্দান্ত খেলাই উপহার দিয়েছে দক্ষিণ আফ্রিকা। গ্রুপ পর্বে তিন ম্যাচের তিনটিতেই জেতার পর সেমিফাইনালে আর্জেন্টিনাকে ৪৮-২৪ ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে আফ্রিকানরা। আর প্রোটিয়াদের সেই দলটির নেতৃত্বে আছেন রাইলি নর্টন।

ফাইনালে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ইতালির ভেনিতোয় এ ম্যাচ জিতলে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি ঘরে তুলবে দক্ষিণ আফ্রিকা। রাগবি ট্রফি উঁচিয়ে ধরে নতুন স্বপ্নের পথে একধাপ এগিয়ে যাবেন ১৯ বছর বয়সী রাইলি নর্টন।

উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে আন্তর্জাতিক রাগবি দলে নাম লেখানোর নজির পুরনো নয়। তবে নিজের দেশকে দুই ইভেন্টের বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করা দুর্লভ ঘটনা। নামিবিয়ার রুডি ভ্যান ভুরেন ২০০৩ সালে বিশ্বকাপ ক্রিকেট এবং ১৯৯৯ রাগবি বিশ্বকাপ দুটিতেই খেলেছিলেন। দক্ষিণ আফ্রিকার রাইলি নর্টনের সামনেও সেই একই সুযোগ। বাইশগজের স্বপ্ন দূরে সরে গেলেও, রাগবি মাঠে চ্যাম্পিয়ন হয়ে নতুন স্বপ্ন ছুঁয়ে দেখার অপেক্ষায় রাইলি নর্টন।

পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজে টাইগারদের নেতৃত্বে থাকবেন সদ্য সিরিজ জয়ী অধিনায়ক লিটন কুমার দাস।

আগামী ২০ জুলাই প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে পাকিস্তান সিরিজ। এরপর দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি হবে যথাক্রমে ২২ ও ২৪ জুলাই। সিরিজের সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশ টি-টোয়েন্টি দল
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাইম শেখ, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম পাটোয়ারি, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন।

ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা ঘোষণা করেছে যে মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের টিকিট কেনার প্রক্রিয়া শুরু হবে আগামী ১০ সেপ্টেম্বর। এজন্য ভক্তদের ফিফার ওয়েবসাইটে গিয়ে আনুষ্ঠানিকভাবে আগ্রহ নিবন্ধনের আহ্বান জানানো হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (১৫ জুলাই) এই ঘোষণা আসে যুক্তরাষ্ট্রে ফিফা ক্লাব বিশ্বকাপ শেষ হওয়ার একদিন পর। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি এই টুর্নামেন্টকে ‘অভূতপূর্ব সাফল্য’ বলে আখ্যায়িত করেছে।

ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো এক বিবৃতিতে বলেন, ‘আমরা কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে বিশ্ববাসীকে স্বাগত জানাতে অপেক্ষায় আছি, যা ইতিহাসের সবচেয়ে বড় ও মহান ক্রীড়া ইভেন্ট হবে। বিশ্বজুড়ে ভক্তদের টিকিট নিশ্চিত করতে প্রস্তুত হতে বলছি—এগুলো হবে বিশ্ব ক্রীড়ার সবচেয়ে কাঙ্ক্ষিত সিট।’

ফিফা টিকিট বিতরণের বিস্তারিত বিবরণ দেয়নি, তবে ১০ সেপ্টেম্বর থেকে প্রাক-নিবন্ধিত ভক্তরা ‘টিকিট কেনার প্রথম সুযোগের জন্য আবেদন করতে পারবেন।’

সংস্থাটি জানায়, ‘২০২৫ সালের ১০ সেপ্টেম্বর থেকে শুরু করে ২০২৬ সালের ১৯ জুলাই ফাইনাল ম্যাচ পর্যন্ত টিকিট বিক্রির বিভিন্ন পর্যায় থাকবে। প্রতিটি পর্যায়ে ক্রয় প্রক্রিয়া, পেমেন্ট পদ্ধতি ও টিকিটের ধরন আলাদা হতে পারে। আগামী মাসগুলোতে প্রতিটি ধাপের বিস্তারিত তথ্য জানানো হবে।’

মেক্সিকো ও কানাডায় ১৩টি করে ম্যাচ

২০২৬ বিশ্বকাপ শুরু হবে ২০২৫ সালের ১১ জুন মেক্সিকো সিটিতে এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই নিউ জার্সিতে। এবারের বিশ্বকাপে দল সংখ্যা বেড়ে ৪৮টি হওয়ায় মোট ১০৪টি ম্যাচ খেলা হবে, যার মধ্যে কানাডা ও মেক্সিকোতে ১৩টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। বাকি ম্যাচগুলো যুক্তরাষ্ট্রে হবে, কোয়ার্টার ফাইনাল থেকে শেষ পর্যন্ত সব ম্যাচই সেখানে অনুষ্ঠিত হবে।

ক্লাব বিশ্বকাপের মিশ্র অভিজ্ঞতা


গত মাসে যুক্তরাষ্ট্রে ফিফা ক্লাব বিশ্বকাপ আয়োজনের মাধ্যমে বিশ্বকাপের একটি টেস্ট রান হয়েছিল, যার ফলাফল মিশ্র ছিল। মেটলাইফ স্টেডিয়ামে চেলসির ৩-০ জয় নিয়ে ফাইনাল ম্যাচে ৮১,০০০ দর্শকের রেকর্ড ভিড় ছিল, তবে কিছু ম্যাচে দর্শক উপস্থিতি হতাশাজনকভাবে কম ছিল। তীব্র গরম আবহাওয়াও খেলোয়াড় ও দর্শকদের জন্য চ্যালেঞ্জ তৈরি করেছিল, বিশেষ করে দুপুরের ম্যাচগুলোতে। তবে অনেক ম্যাচে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।

ট্রাম্পের আগ্রহ ও ভিসা নিয়ে উদ্বেগ


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই টুর্নামেন্টে বিশেষ আগ্রহ দেখিয়েছিলেন। গত মাসে হোয়াইট হাউসে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসকে আমন্ত্রণ জানান তিনি, যখন দলটি ওয়াশিংটনে গ্রুপ পর্বের ম্যাচ খেলতে আসে। নিউ জার্সির ফাইনাল ম্যাচেও উপস্থিত ছিলেন তিনি এবং ট্রফি প্রদান অনুষ্ঠানে চেলসি খেলোয়াড়দের সঙ্গে মঞ্চে উঠেন।

তবে ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে যে, আন্তর্জাতিক ভক্তরা ২০২৬ বিশ্বকাপে যুক্তরাষ্ট্র ভ্রমণ করতে পারবেন কিনা। জুন মাসে, তিনি ইরানসহ ১৯টি দেশের নাগরিকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছেন। ইরানের জাতীয় দল ইতিমধ্যে ২০২৬ বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করেছে।

যুক্তরাষ্ট্রে ফুটবলের ক্রমবর্ধমান জনপ্রিয়তা


ফুটবলকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা বলা হলেও যুক্তরাষ্ট্রে আমেরিকান ফুটবল, বেসবল ও বাস্কেটবলের পেছনে ছিল। তবে গত দশকে দেশটিতে ফুটবলের প্রতি আগ্রহ বাড়ছে, বিশেষ করে ২০২৩ সালে আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির ইন্টার মিয়ামিতে যোগদান এই প্রবণতাকে ত্বরান্বিত করেছে।

উল্লেখ্য, কাতারে অনুষ্ঠিত ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনা তৃতীয় বারের মতো ট্রফি জিতে নেয়, যা মেসিকে ইতিহাসের সেরা খেলোয়াড়দের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

সূত্র : আল জাজিরা।

১৯ বছর বয়সি উইঙ্গার রুনি বার্দগিকে দলে নিয়েছে বার্সেলোনা। তবে সুইডিশ বয়সভিত্তিক দলের এই ফুটবলারকে নিতে কত টাকা ট্রান্সফার ফি দিয়েছে, তা জানায়নি কাতালান ক্লাবটি।

কুয়েতে জন্ম নেয়া এই সুইডিশ ফুটবলারকে এফসি কোপেনহেগেন থেকে চার বছরের চুক্তিতে দলে নিয়েছে বার্সা। ২০২৯ সালের ৩০ জুন পর্যন্ত হ্যান্সি ফ্লিকের দলের সঙ্গে থাকবেন এই উইঙ্গার।

এরআগে, ২০২০ সালে কোপেনহেগেনের বয়সভিত্তিক দলে যোগ দেয়ার দুই বছরের মধ্যেই ক্লাবটির মূল দলে জায়গা করে নেন বার্দগি। কোপেনহেগেনের হয়ে তিনটি ডেনিশ লিগ ও দুটি ডেনিশ কাপ জিতেছেন তিনি। দলটির হয়ে মোট ৮৪টি ম্যাচ খেলেছেন, গোল করেছেন ১৫টি এবং অ্যাসিস্ট করেছেন একটি।

ইতালিয়ান ক্লাব এসি মিলানেই যোগ দিলেন রিয়াল মাদ্রিদের তারকা মিডফিল্ডার লুকা মদ্রিচ। ক্রোয়াট এই অভিজ্ঞ ফুটবলারের সঙ্গে এক বছরের চুক্তি করেছে সিরিআর ক্লাবটি।

৩৯ বছর বয়সী মদ্রিচকে দলে যোগ করার কথাটি নিশ্চিত করেছে এসি মিলান। সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় এসি মিলানের নতুন জার্সিতে দেখা যায় ২০১৮ সালের ব্যালন ডি’অরজয়ী ফুটবলারকে।

এসি মিলানের সঙ্গে ২০২৬ সালের জুন পর্যন্ত চুক্তিতে সই করেছেন এই ক্রোয়াট তারকা, যেখানে আরও এক বছর বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।

এবারের ক্লাব বিশ্বকাপ শেষে মদ্রিচের রিয়াল মাদ্রিদ ছাড়ার ঘোষণা এসেছিল অনেক আগেই। টুর্নামেন্টটির সেমিফাইনালে পিএসজির বিপক্ষে ৪-০ গোলে হেরে যায় স্প্যানিশ ক্লাবটি। আর সঙ্গে শেষ হয়ে যায় ইউরোপের সফলতম ক্লাবটিতে মদ্রিচের পথচলাও।

মাদ্রিদের ক্লাবটির হয়ে ১৩ বছরের পথচলায় খেলেছেন ৫৯০ ম্যাচ। ৬টি চ্যাম্পিয়ন্স লিগ, ৪টি লা লিগা, ৫টি ক্লাব বিশ্বকাপসহ মোট ২৮টি ট্রফি জিতেছেন ক্রোয়েশিয়ার এলএমটেন।

ব্রাজিলের ক্লাব বোটাফোগো নতুন কোচ হিসেবে দায়িত্ব গ্রহণের ঘোষণা দিয়েছেন ডেভিড আনচেলোত্তি। আগামী ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত ক্লাবটির সঙ্গে চুক্তি করেছেন।

ব্রাজিল জাতীয় দলের সদ্য নিয়োগপ্রাপ্ত কোচ কার্লো আনচেলোত্তির ছেলে ৩৫ বছর বয়সী ডেভিড আনচেলোত্তি। ২০১২ সালে, কোচিং ক্যারিয়ারে ডেভিদের যাত্রা শুরু করেন তিনি। গুরু তার বাব কার্লো।

সেই সময়ে কার্লো আনচেলোত্তি ছিলেন পিএসজির কোচ। অন্যদিকে, ডেভিড ছিলেন পিএসজির ফিটনেস কোচ। এরপর ২০১৩ সালে কার্লো যখন রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেন। আর ডেভিড হয়ে যান ফিটনেস কোচের সহকারী।

এরপর ২০১৬ সালে উয়েফার ‘এ লাইসেন্স’ পাবার পর বাবার সহকারী কোচ হিসেবে কাজ শুরু করেন। একই বছরে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে বাবার সঙ্গে সহকারী কোচ হিসেবে যোগ দেন ডেভিড আনচেলোত্তি। এরপর একে একে নাপোলি, এভারটন, রিয়াল মাদ্রিদে বাবার সাথে সহকারী হিসেবে কাজ করেছেন তিনি।

এবারই প্রথম বাবার ছায়া থেকে বের হয়ে ব্রাজিলের ক্লাবটির দায়িত্ব গ্রহণ করছেন তিনি।

সূত্র: ফুটবল এসপানা।

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব