• Colors: Green Color

ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে য়্যুভেন্তাসকে ১-০ গোলে হারিয়েছে প্রতিযোগিতার রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। গঞ্জালো গার্সিয়ার করা একমাত্র গোলে শেষ আটে পা রাখে আলোনসোর শিষ্যরা।

ম্যাচের শুরু থেকে য়্যুভেন্টাস বেশ কিছু সুযোগ পেলেও পায়নি গোলের দেখা। তবে ধীরে ধীরে চাপ বাড়াতে থাকে জাবি আলোনসোর দল।

গেমের প্রথমার্ধে বলের নিয়ন্ত্রণ দুই দল ভাগ করে নিলেও আক্রমণে এগিয়ে ছিল রিয়াল। তাদের ২২টি শটের ১১টি ছিল লক্ষ্যে। বিপরীতে জুভেন্টাস ৬টি আক্রমণের ২টি লক্ষ্যে রাখতে পারলেও সেগুলো লক্ষ্যে ছিল না। এভাবেই গোল শুন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ।

এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের ওপর চাপ আরও বাড়তে থাকে রিয়াল। অবশেষে, ডেড লক ভাঙ্গেন গার্সিয়া। ম্যাচের ৫৪ মিনিটে অ্যালেক্সান্ডার-আর্নল্ডের ক্রস থেকে দুর্দান্ত এক হেডে এগিয়ে দেন রিয়ালকে। তবে সমতায় ফেরার বেশ কিছু সুযোগ হাতছাড়া করে য়্যুভেন্টাস।

শেষ দিকে মুয়ানি বক্সে পড়ে গেলে পেনাল্টি আবেদন করে য়্যুভেন্তাস। কিন্তু রেফারির সাড়া না মেলায় হারের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় য়্যুভেন্টাসকে।

বুলাওয়ে টেস্টে জিম্বাবুয়েকে ৫৩৭ রানের লক্ষ্য দিয়েছে সাউথ আফ্রিকা। আজ মঙ্গলবার (১ জুলাই) চতুর্থ দিনের টি-ব্রেক পর্যন্ত চতুর্থ ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ ৬ উইকেটে ১৫০। অর্থাৎ জেতার জন্য জিম্বাবুয়ের দরকার ৩৮৭ রান এবং প্রোটিয়াদের দরকার মাত্র ৪টি উইকেট।

নিজেদের ৩৩ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এবারই প্রথম ৫০০ রান তাড়া করতে নেমে জিম্বাবুয়ের শুরুটা ভালো হয়নি। তৃতীয় দিনের শেষ বলে করবিন বসকের বলে আউট হন ওপেনার কাইতানো। চতুর্থ দিনের শুরুতে ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে একপর্যায়ে ৮২ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে রোডেশিয়ানরা।

সেখান থেকে অধিনায়ক ক্রেইগ আরভিন ও ওয়েলিংটন মাসাকাদজা গড়েন ৬৮ রানের অবিচ্ছেদ্য জুটি। আরভিন ৪১ রানে এবং মাসাকাদজা ৪৩ রানে অপরাজিত থেকে টি-ব্রেকে যান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের রান ৬ উইকেটে ১৫০।

দক্ষিণ আফ্রিকার হয়ে ৩টি করে উইকেট শিকার করেছেন করবিন বসক ও কোদি ইউসুফ।

এর আগে, লুয়ান ড্রে প্রিটোরিয়াসের অভিষেকেই ১৫৩ এবং করবিন বসকের অপরাজিত সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪১৮ রান করে সাউথ আফ্রিকা। জবাবে শন উইলিয়ামসের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ২৫১ রান করে স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে উইয়ান মুল্ডারের ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিতে ৩৬৯ রানে অলআউট হয় কেশব মহারাজরা।

সান্তোসের সঙ্গে চুক্তি নবায়ন করলেন নেইমার। নতুন চুক্তিতে ব্রাজিলের ক্লাবটিতে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত থাকবেন তিনি।

সান্তোস ক্লাবের প্রেসিডেন্ট মার্সেলো তেইশেইরা ও নেইমারের বাবার মধ্যে মঙ্গলবার (২৪ জুন) এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর নতুন চুক্তি সম্পন্ন হয়। ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে নেইমারের চুক্তি নবায়নের বিষয়টি নিশ্চিত করেছে সান্তোস।

ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত নেইমারের সঙ্গে চুক্তি নবায়ন করতে চেয়েছিল সান্তোস। দুই পক্ষের প্রাথমিক আলাপও ওই দিকে গড়িয়েছিল। তবে শেষ পর্যন্ত আরও ছয় মাসের জন্য নেইমারকে পাওয়া নিশ্চিত করতে পেরেছে ব্রাজিলিয়ান ক্লাবটি।

সান্তোসের অফিশিয়াল ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে ৩৩ বছর বয়সী নেইমার বলেন, আমি হৃদয়ের কথা শুনে সিদ্ধান্ত নিয়েছি। সান্তোস শুধু একটা দল নয়; আমার ঘর, আমার শেকড়, আমার ইতিহাস ও জীবন। এখানে আমি পরিণত হয়ে উঠেছি এবং এখানে সত্যিকারের ভালোবাসাটা পাই।

সৌদি আরবের ক্লাব আল হিলাল ছেড়ে চলতি বছরের জানুয়ারিতে শৈশবের ক্লাব সান্তোসে এসেছিলেন নেইমার। জানুয়ারির ৩১ থেকে এখন পর্যন্ত ক্লাবটির হয়ে ১২ ম্যাচ খেলে ৩ গোলের পাশাপাশি ৩ অ্যাসিস্টও করেছেন তিনি।

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে আপাতত নিজেকে প্রস্তুত করছেন নেইমার। ডিসেম্বরে সান্তোসের সঙ্গে চুক্তি শেষে তিনি আবার ফ্রি এজেন্ট হয়ে যাবেন। বিশ্বকাপের আগে ইউরোপে ফেরার জন্য ফের সুযোগ থাকবে তার সামনে।

লিডস টেস্টে ইংল্যান্ডকে ৩৭১ রানের টার্গেট দিয়েছে ভারত। জবাবে ৫ ম্যাচ সিরিজের প্রথম টেস্টের পঞ্চম দিনে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ৩৬ রান তুলেছে ইংলিশরা।

এর আগে, নিজেদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৯০ রান নিয়ে আগের দিন শুরু করে ভারত। মাত্র ৮ রান করে ফেরেন শুভমান গিল। তবে ১৮৫ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন কেএল রাহুল ও রিশাভ পান্ত। টানা দ্বিতীয় ইনিংসে শতক তুলে নেন পান্ত। ১১৮ রান করে ফেরার পথে করেন নতুন রেকর্ড। দ্বিতীয় উইকেটরক্ষক ব্যাটার হিসেবে দুই ইনিংসেই সেঞ্চুরি হাঁকান তিনি। ১৩৭ রান করে আউট হন রাহুল। শেষ ৩১ রানে টেল এন্ডের ৫ উইকেট হারিয়ে ৩৬৪ রানে থামে ভারতের দ্বিতীয় ইনিংস।

লিডসের এই টেস্টে দুই ইনিংস মিলিয়ে ভারতীয় ব্যাটারদের কাছ থেকে এসেছে ৫ সেঞ্চুরি। টেস্ট ক্রিকেটের ১৪৮ বছরের ইতিহাসে সফরকারীদের মাঠে এক টেস্টে ৫ সেঞ্চুরির ঘটনা এর আগে ঘটেছিল মাত্র একবার। দ্বিতীয় দেশ হিসেবে এমন কিছু করে দেখালো ভারত।

জয়ের জন্য ৩৭১ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ২১ রান করে চতুর্থ দিন শেষ করে স্বাগতিকরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইংলিশদের সংগ্রহ ৩৬। জ্যাক ক্রলি ১৯ রানে এবং বেন ডাকেট ১৬ রানে অপরাজিত রয়েছেন।

শেষ দিনে জেতার জন্য দলটিকে করতে হবে আরও ৩৩৫ রান। আর ভারতের দরকার ১০ উইকেট।

চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামের মতো ঢাকার জাতীয় স্টেডিয়ামকেও শুধু নিজেদের ব্যবহারের জন্য সরকারের কাছে চেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন— বাফুফে। এমনটাই জানিয়েছেন সংস্থাটির সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী।

এদিকে, বাফুফের চাওয়ার সঙ্গে একমত পোষণ করেছে সরকার। জাতীয় ক্রীড়া পরিষদ সচিব যমুনা টেলিভিশনকে জানান, বাফুফের চাওয়ার প্রেক্ষিতে প্রক্রিয়া শুরু করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

নাসের শাহরিয়ার জাহেদী বলেন, বসুন্ধরা কিংস অ্যারেনা থাকলেও ঢাকার ভেতরে নানা সুবিধার কারণে বাফুফের ‘সবেধন নীলমণি’ জাতীয় স্টেডিয়াম। এটাকে হোম অব ফুটবল বললেও ভুল হবে না। তবে বিভিন্ন খেলার ভেন্যু হিসেবে ব্যবহৃত হলেও এটাকে শুধুই নিজেদের জন্য চেয়েছে ফুটবল ফেডারেশন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আর জাতীয় ক্রীড়া পরিষদ বাফুফের সঙ্গে একমত পোষণ করে কাজও শুরু করে দিয়েছে।

অপরদিকে, জাতীয় স্টেডিয়ামের অবকাঠামো নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম। ফুটবল মাঠের সঙ্গে অ্যাথলেটিক্স ট্র্যাক থাকা, তবে এতে সমস্যাও দেখেন না তিনি। বলেন, মাঠের পাশেই তো অ্যাথলেটিক্স ট্র্যাক! নিয়মিত মাদার অব অল গেমস খ্যাত অ্যাথলেটিক্সের বিভিন্ন এভেন্টও আয়োজন করে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন। বাফুফের এতে আপত্তি নেই। ফিফার গাইড লাইনেও এতে নেই কোনো বাঁধা। বিশ্বের অনেক বড় বড় ফুটবল মাঠের পাশেই যে রয়েছে এমন অ্যাথলেটিক্স ট্র্যাক।

তিনি আরও বলেন, জাতীয় স্টেডিয়াম অতীতে আবাহনী ও মোহামেডানের হোম ভেন্যু ছিলো। বাফুফে চাইলে আগামীতেও প্রিমিয়ার লিগের কোনো ক্লাবকে হোম ভেন্যু হিসেবে দিতে পারবে।

খেলা তখন সমতায়। মেসি-ম্যাজিকের অপেক্ষায় ছিল ইন্টার মায়ামি। ফ্রি কিক থেকে দারুণ এক গোল করে সমর্থকদের আস্থার প্রতিদানও দিলেন লিওনেল মেসি। আর তাতেই মায়ামি জয় তুলে নিল পর্তুগিজ দল পোর্তোর বিপক্ষে।

রাতে ক্লাব বিশ্বকাপের এই ম্যাচে ২-১ ব্যবধানে জয় পেয়েছে মেসির মায়ামি। এর ফলে গ্রুপ ‘এ’ থেকে পরবর্তী রাউন্ডে যাওয়ার দারুণ সম্ভাবনা তৈরি হলো মেজর লিগ সকারের (এমএলএস) দলটির।

ম্যাচের শুরুতেই স্যামু আগেহোয়ার করা এক পেনাল্টিতে এগিয়ে যায় পোর্তো। কিছুক্ষণ বাদে সমতায় ফেরার সুযোগ পায় মায়ামি কিন্তু মেসির দারুণ থ্রু বলে গোলকিপারকে ওয়ান-টু-ওয়ানে পেয়েও গোল করতে পারেননি লুইস সুয়ারেজ। ফলে এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় মার্কিন ক্লাবটি।

বিরতি থেকে ফিরেই ভিন্ন চেহারায় মেসির দল। ম্যাচের ৪৭ মিনিটে গোল করেন সেগোভিয়া। ৫৪ মিনিটে ডি বক্সের বাইরে মেসিকে ফাউল করেন পর্তুগিজ ডিফেন্ডার রদ্রিগো মোরা। সেই ফ্রি কিক থেকে দারুণ গোল করে মায়ামিকে এগিয়ে দেন মেসি। ঐ এক গোলের লিডেই শেষ পর্যন্ত ম্যাচ জেতে মেসির দল। ইউরোপের কোনো ক্লাবের বিপক্ষে এটাই প্রথম জয় মায়ামির।

এই নিয়ে ফ্রি-কিকে ৬৮টি গোল করলেন মেসি। ফ্রি কিকে সবচেয়ে বেশি গোল করাদের তালিকায় মেসির চেয়ে এগিয়ে ৭০ গোল করা পেলে এবং ৭৭ গোল করা জুনিনিও। পাশাপাশি, ফিফা আয়োজিত যেকোনো টুর্নামেন্টে ২৫ গোল করা মেসিই এখন সবচেয়ে বেশি গোলদাতা।

২ ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে মায়ামি। শেষ ম্যাচে মুখোমুখি হবে টেবিল টপ পালমেইরেসের। এর আগে, উদ্বোধনী ম্যাচে সৌদি ক্লাব আল আহলির সঙ্গে ড্র করে মেসির দল।

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব