• Colors: Green Color

আগামী মাসে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে লড়াই করবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই ম্যাচকে সামনে রেখে আর্জেন্টিনার চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। যেখানে রাখা হয়েছে লিওনেল মেসিকে। লাতিন আমেরিকা অঞ্চল থেকে অবশ্য সবার আগে ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে আলবিসেলেস্তেরা।

গত ১৮ আগস্ট প্রাথমিক দল ঘোষণা করেছিলেন স্কালোনি। সেখান থেকে দু’জনকে বাদ দিয়ে আলবিসেলেস্তেরা চূড়ান্ত স্কোয়াড প্রকাশ করেছে। মূল স্কোয়াড থেকে বাদ পড়েছেন প্রাথমিক দলে থাকা ডিফেন্ডার ফাকুন্দো মেদিনা ও ফরোয়ার্ড আনহেল কোরেয়া। তবে জাতীয় দলে প্রথমবার ডাক পাওয়া ম্যানুয়েল লোপেজ শেষ পর্যন্ত এই স্কোয়াডেও আছেন।

এর আগে প্রাথমিক স্কোয়াডে চোট কাটিয়ে লিওনেল মেসি ফিরলেও এনজো ফার্নান্দেজসহ বেশ কয়েকটি পরিচিত মুখের জায়গা মেলেনি।

বাছাইয়ের সর্বশেষ ম্যাচে গত জুনে কলম্বিয়ার বিপক্ষে লাল কার্ড দেখেছিলেন এনজো ফার্নান্দেজ। ফলে স্বভাবতই এক ম্যাচে তিনি নিষেধাজ্ঞায় আছেন, তাই বাকি ম্যাচের জন্য তাকে ডাকেননি আর্জেন্টাইন কোচ।

এ ছাড়া চোট কাটিয়ে উঠতে না পারায় ডাক পাননি পাওলো দিবালাও।

আর্জেন্টিনার প্রাথমিক দল
গোলকিপার: এমিলিয়ানো মার্টিনেজ, জেরেনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ।

ডিফেন্ডার: ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মোলিনা, হুয়ান ফয়েথ, লিওনার্দো বালের্দি, নিকোলাস তালিয়াফিকো, মার্কাস আকুনা, জুলিও সোলার, গঞ্জালো মন্টিয়েল

মিডফিল্ডার: লিয়েন্দ্রো পারেদেস, নিকোলাস পাজ, এজাকুয়েল প্যালাসিওস, রদ্রিগো ডি পল, থিয়াগো আলমাদা, জিওভান্নি লো সেলসো, ক্লদিও এচেভেরি, ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো, ভ্যালেন্টাইন কার্বোনি, অ্যালান ভারেলা, অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার।

ফরোয়ার্ড: লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্টিনেজ, নিকোলাস গঞ্জালেস, গিলিয়ানো সিমিওনে, হোসে ম্যানুয়েল লোপেজ।

উল্লেখ্য,  আগামী ৫ সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোরে বুয়েনস এইরেসে স্বাগতিক হয়ে ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা। মাঝে চার দিন বিরতির পর ১০ সেপ্টেম্বর ইকুয়েডরের মাটিতে বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

বিশ্বকাপের প্রস্তুতি নিতে অক্টোবরে এশিয়া সফরে আসছে ব্রাজিল। এ সময়, দক্ষিণ কোরিয়া ও জাপানের মাটিতে দু’টি প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য।

মঙ্গলবার (২৬ আগস্ট) এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ১০ অক্টোবর দক্ষিণ কোরিয়া ও ১৪ অক্টোবর জাপানের বিপক্ষে লড়বে সেলেসাওরা। মূলত ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে বাছাইপর্বের ম্যাচ ছাড়াও বেশ কয়েকটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করেছে সিবিএফ।

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি আশা প্রকাশ করেছেন, এই ম্যাচগুলো তাকে খেলোয়াড়দের সম্পর্কে আরও ভালোভাবে বোঝার সুযোগ করে দেবে। ৬৬ বছর বয়সী ইতালিয়ান এই কোচ গত মে মাসে রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিলের দায়িত্ব নেন।

উল্লেখ্য, দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে ইতোমধ্যেই ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে কার্লো আনচেলত্তির দল।

চোটের কারণে টানা ১৫ দিন বাইরে থাকার পর ফিরলেও অস্বস্তি অনুভব করায় বিশ্রামে ছিলেন লিওনেল মেসি। তবে তাকে ছাড়াই জয় পেয়েছে ইন্টার মায়ামি।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে ঘরের মাঠে অনুষ্ঠিত কোয়ার্টার-ফাইনাল ম্যাচে টিগ্রেসকে ২-১ গোলে হারায় মায়ামি। পেনাল্টি থেকে দলের দুটি গোলই করেন সুয়ারেজ। টিগ্রেসের পক্ষে একটি শোধ দেন অ্যাঞ্জেল কোররেয়া।

এদিন ম্যাচের শুরুতেই এগিয়ে যায় মায়ামি। প্রতিপক্ষের ডিফেন্ডার হাভিয়ের আকুইনোর হ্যান্ডবলের কারণে পেনাল্টি পেয়ে স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি সুয়ারেজ। তবে মায়ামির স্বস্তি বেশিক্ষণ টেকেনি। প্রথমার্ধে সতীর্থের সঙ্গে ধাক্কা খেয়ে ইনজুরিতে পড়েন ডিফেন্ডার জর্দি আলবা, যার কারণে তিনি আর দ্বিতীয়ার্ধে মাঠে নামতে পারেননি।

দ্বিতীয় ধাপের শুরুতেই রেফারিদের সঙ্গে বিতর্কে জড়িয়ে লাল কার্ড দেখেন কোচ মাশ্চেরানো। এরপর তাকে ভিআইপি আসন থেকে সহকারী কোচকে ফোনে কৌশল জানাতে দেখা যায়, যা টিভি ক্যামেরায় ধরা পড়ে। এর ফলে সেমিফাইনালে ডাগআউটে থাকবেন না এই আর্জেন্টাইন কোচ।

৬৭তম মিনিটে টাইগ্রেসের অ্যাঞ্জেল কোরেয়া গোল করে সমতা ফেরালেও, আবারও হ্যান্ডবল থেকে পেনাল্টি পায় মায়ামি। সুয়ারেজ দ্বিতীয়বারের মতো গোল করে দলকে লিডে ফিরিয়ে আনেন এবং শেষ পর্যন্ত সেই ব্যবধানই ধরে রেখে জয় নিশ্চিত করে।

সেমিফাইনালে ইন্টার মায়ামি অরল্যান্ডো সিটি ও মেক্সিকান ক্লাব তোলুকার মধ্যকার জয়ী দলের বিপক্ষে খেলবে।

দামামা বাজছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের আরও একটি নতুন মৌসুমের। প্রাক-মৌসুমে এরই মধ্যে নিজেদের ঝালিয়ে নিয়েছে ফুটবলাররা। দলবদলের মাধ্যমে শক্তি বাড়িয়ে সামর্থ্যের কথা জানান দিতে প্রস্তুত ক্লাবগুলো।

আজ শুক্রবার (১৫ আগস্ট) রাতেই পর্দা উঠতে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ, স্প্যানিশ লা লিগা ও ফ্রেঞ্চ লিগ ওয়ানের।

ইউরোপের শীর্ষে লিগগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর্শক জনপ্রিয়তা ইংলিশ প্রিমিয়ার লিগের। তাইতো আগেভাগেই শুরু হচ্ছে ইপিএলের নতুন মৌসুমের খেলা। শুক্রবার দিবাগত রাত ১টায় উদ্বোধনী ম্যাচে বোর্নমাউথকে আতিথ্য জানাবে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল।

সবশেষ মৌসুম অনেকটাই একপেশে বানিয়ে ফেলেছিল অলরেডরা। লিগ শেষ হওয়ার ৪ মাস আগেই শিরোপা নিশ্চিত হয়ে যায় তাদের। ইংলিশ শীর্ষ লিগে এটি ছিল তাদের ২০তম শিরোপা।

অপরদিকে, আজ রাত থেকেই স্প্যানিশ লা লিগা মাঠে গড়ালেও চ্যাম্পিয়ন বার্সেলোনা মাঠে নামবে একদিন পরে। শনিবার রাত সাড়ে ১১টায় মায়োর্কার মাঠে আতিথ্য নেবে কাতালানরা। আর ফরাসি লিগ ওয়ানের প্রথম ম্যাচে রাতেই মুখোমুখি হবে রেন ও মার্শেই।

শিরোপার লড়াইয়ে ইউরোপের শীর্ষ লিগের ক্লাবগুলো নিয়ে রেখেছে সর্বোচ্চ প্রস্তুতি। সেই সাথে আবারও ভক্তদের আগ্রহের মূল কেন্দ্রে থাকবে এই লিগগুলো।

উল্লেখ্য, লিগ শুরু হওয়ার অপেক্ষায় আছে জার্মানি ও ইতালির শীর্ষ লিগও। ২২ আগস্ট থেকে মাঠে গড়াতে যাচ্ছে জার্মান বুন্দেসলিগা। একদিন পরেই পর্দা উঠবে ইতালিয়ান সিরি আ লিগের।

দুই গোলে পিছিয়ে থেকেও শেষ মুহূর্তে অবিশ্বাস্য প্রত্যাবর্তন। ঘুরে দাঁড়ানোর দুরন্ত এক গল্প লিখে উয়েফা সুপার কাপ নিজেদের করে নিলো প্যারিস সেইন্ট জার্মেইন। ইতালির ব্লু এনার্জি স্টেডিয়ামে নির্ধারিত ৯০ মিনিটে টটেনহ্যাম হটস্পারের সঙ্গে ২-২ গোলে ড্র। এরপর পেনাল্টিতে ৪-৩ ব্যবধানে জিতে আরও একটি ইউরোপিয়ান ট্রফি তাদের শোকেসে যোগ করলো লুইস এনরিকের শিষ্যরা।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ইতালির উদিনের ব্লু এনার্জি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ম্যাচটি। এতে ফেভারিটের তকমা নিয়েই সুপার কাপের ফাইনালে নামে পিএসজি। ম্যাচের শুরু থেকে বল দখলেও আধিপত্য ছিল প্যারিসের ক্লাবটির। ছাড় দেয়নি টটেনহ্যামও। পিএসজি’র চোখে চোখ রাঙিয়ে খেলতে থাকে স্পার্সরা। তবে বল দখলে প্যারিসের ক্লাবটি এগিয়ে থাকলেও প্রথম জালের দেখা পায় ইউরোপা লিগ জেতা দলটি। ৩৯ মিনিট পর্যন্ত পিএসজি তাদের আটকে রাখলেও হয়নি শেষ রক্ষা। দুর্দান্ত হেডে স্কোর শিটে নাম লেখান মিকি ফন দে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই পিএসজি সমর্থকদের আবারো চুপ করিয়ে দেয় টটেনহ্যাম। তৃতীয় মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক রোমেরো। পেদ্রো পারোর ফ্রি-কিকে হেডে গোলটি করেন আর্জেন্টিনার বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকা জয়ী ডিফেন্ডার। দুই গোলে পিছিয়ে পড়ার পর আক্রমণে ধার বাড়ায় পিএসজি। ৬৫তম মিনিটে টটেনহ্যামের জালে বল পাঠালেও অফসাইডের কারণে বাতিল হয় গোলটি।

ম্যাচের সময় তখন ৮৫ মিনিট। নির্ধারিত সময়ের খেলা শেষ হতে বাকি মাত্র ৫ মিনিট। এই ৫ মিনিটেই বদলে যায় ম্যাচের চিত্র। কাং ইন লি’র কল্যাণে এক গোল শোধ দেয় প্যারিসিয়ানরা। ম্যাচের অন্তিম মুহূর্ত। দ্বিতীয় ইউরোপিয়ান শিরোপার সঙ্গে টটেনহ্যামের ব্যবধান ছিল মাত্র কয়েক সেকেন্ডের। কিন্তু ৯৪ মিনিটে রামোস পিএসজিকে সমতায় ফিরিয়ে লিখেন দারুণ এক প্রত্যাবর্তনের গল্প। সেই গোলে ২-২ এ নির্ধারিত সময় শেষ হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

সেখানেও ছিল নাটকীয়তা। টাইব্রেকারে পিএসজি’র প্রথম শট লক্ষ্যভ্রষ্ট। তবে নতুন গোলরক্ষক লুকা শেভালিয়েরের দূর্দান্ত পারফরম্যান্সে টাইব্রেকারের রোমাঞ্চে জিতে ট্রফি উঁচিয়ে ধরে গত মৌসুমে ট্রেবল জয়ী পিএসজি।

বাংলাদেশ সময় আজ বুধবার (১৩ আগস্ট) রাতে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসজির মুখোমুখি হবে ইউরোপা লিগ জয়ী টটেনহ্যাম হটসপার। উয়েফা সুপার কাপের জন্য ঘোষিত ফরাসি জায়ান্টদের স্কোয়াডে জায়গা না পাওয়ার পর পিএসজি ছাড়ার ঘোষণা দিয়েছেন গোলকিপার জানলুইজি দোন্নারুম্মা।

মঙ্গলবার (১২ আগস্ট) সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে নিজের সিদ্ধান্ত জানিয়ে দেন ২৬ বছর বয়সী ইতালিয়ান গোলকিপার।

গত কিছু দিন ধরেই পিএসজির প্রধান কোচ লুইস এনরিকের সঙ্গে দোন্নারুম্মার সম্পর্কের টানাপোড়েন চলছে বলে জানিয়েছিল ফ্রান্সের সংবাদমাধ্যম। দল ছাড়ার বার্তায়ও সেই ইঙ্গিতই দিলেন পিএসজির ট্রেবল জয়ের পথে বড় অবদান রাখা এই খেলোয়াড়।

তিনি এক পোস্টে লেখেন, দুর্ভাগ্যজনকভাবে কেউ একজন নির্ধারণ করেছেন, আমি আর দলের অংশ হতে পারব না এবং দলের সাফল্যে অবদান রাখতে পারব না। এতে আমি হতাশ ও মর্মাহত।

পিএসজির মাঠে শেষবারের মতো একটি ম্যাচে মাঠে নেমে বিদায় জানানোর ইচ্ছা প্রকাশ করে দোন্নারুম্মা লেখেন, এই ক্লাবে খেলা এবং এই শহরে থাকতে পারাটা ছিল দারুণ সম্মানের। ধন্যবাদ প্যারিস।

এর আগে, দোন্নারুম্মাকে দল থেকে বাদ দেয়ার কঠিন সিদ্ধান্তের জন্য নিজেকেই শতভাগ দায়ী বলেছেন পিএসজি কোচ লুইস এনরিকে। তার ভাষায়, ক্লাবটিতে যে প্রোফাইলের গোলরক্ষক প্রয়োজন, সেই চাহিদার জন্যই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গত শনিবার (৯ আগস্ট) লিল থেকে গোলরক্ষক লুকাস শেভালিয়েকে দলে ভিড়িয়েছে পিএসজি। যার ট্রান্সফার ফি ছিল ৪ কোটি ইউরো এবং সম্ভাব্য ১ কোটি ৫০ লাখ ইউরো বোনাস।

ফরাসি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শেভালিয়েকে মূলত নতুন নাম্বার ওয়ান গোলরক্ষক হিসেবেই দলে আনা হয়েছে। যা দোন্নারুম্মার ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরও বাড়িয়ে দেয়।

২০১৫ সালে পেশাদার ফুটবলে যাত্রা দোন্নারুম্মার। ছয় বছর শৈশবের ক্লাব এসি মিলানে খেলে ২০২১ সালে পাঁচ বছরের চুক্তিতে পাড়ি জমান তিনি পিএসজিতে। ইতালিয়ান এই গোলরক্ষক পিএসজি থেকে মাসে ৮ লাখ ৫০ হাজার ইউরো বেতন পেতেন বলে জানিয়েছে গণমাধ্যম।

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব