• Colors: Green Color

অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে পূর্ব তিমুরকে ৮-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। প্রথমার্ধেই ৪-০ গোলে দলকে এগিয়ে রাখে শিখা, শান্তি মার্ডি, নবীরণ ও তৃষ্ণারা। আজ শুক্রবার (৮ আগস্ট) ভিয়েনতিয়েনের নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে প্রতিপক্ষকে এভাবেই গোল বন্যায় ভাসিয়েছে, দলের পক্ষে হ্যাটট্রিকের দেখা পেয়েছে তৃষ্ণা।

ম্যাচের ২০তম মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। স্বপ্না রানীর কর্নার থেকে হেড দিয়ে গোল করেন শিখা। এরপর ৩২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন শান্তি মার্ডি। এর ঠিক চার মিনিট পর আবার মার্ডির কর্নার, এবার চমৎকার হেডে গোল করেন নবীরণ খাতুন। ৪৯ মিনিটে সাগরিকার বাড়ানো বল আলতো শটে জালে জড়িয়ে স্কোর ৪-০ করেন তৃষ্ণা।

বিরতির পর ব্যবধান আরও বাড়ান তৃষ্ণা। এদিকে, ৭৩তম মিনিটে গোলের দেখা পায় সাগরিকা। ৮১তম মিনিটের গোলে বড় জয়ের পথে ছুটতে থাকে মেয়েরা। বাম দিক দিয়ে আক্রমণে ওঠা সাগরিকার আড়াআড়ি পাস থেকে জালে জড়িয়ে হ্যাটট্রিক পূরণ করেন তৃষ্ণা। শেষ পর্যন্ত যোগ করা সময়ে মুনকি আক্তার দলের অষ্টম গোলটি করেন।

উল্লেখ্য, স্বাগতিক লাওসকে ৩-১ গোলে হারিয়ে এইচ গ্রুপে যাত্রা শুরু করে বাংলাদেশ। টানা দুই জয়ের পর এবার পিটার জেমস বাটলারের দল আগামী রোববার মুখোমুখি হবে গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল দক্ষিণ কোরিয়ার সঙ্গে।

এইচ গ্রুপে থাকা বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল পয়েন্ট টেবিলের শীর্ষে থাকতে পারলেই মিলবে মূল পর্বের টিকিট। তবে দ্বিতীয় হলেও বেঁচে থাকবে আশা। আট গ্রুপের সেরা আট দলের সঙ্গে সেরা তিন গ্রুপ রানার্সআপ দলও পাবে আগামী বছর থাইল্যান্ডে মূল পর্বে খেলার সুযোগ।

এর আগে, প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। এবারও সেই সুযোগ কতটুকু কাজে লাগাতে পারে ছোটরা, সেটা সময়ই বলে দেবে।

সংযুক্ত আরব আমিরাতে আগামী ৯ সেপ্টেম্বর এশিয়া কাপ শুরু হতে যাচ্ছে। এর ঠিক আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সোমবার (৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ৩০ আগস্ট। এরপর বাকি দুই ম্যাচ যথাক্রমে ১ ও ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচ শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়।

এর আগে, ২৬ আগস্ট বাংলাদেশে এসে পৌঁছাবে ডাচরা। তবে এই সিরিজসহ এশিয়া কাপের প্রস্তুতি নিতে ৬ আগস্ট থেকে মিরপুরে ক্যাম্প শুরু করবে লিটন দাসের দল। যা চলবে ১৫ তারিখ পর্যন্ত। এরপর ছোট্ট বিরতি দিয়ে ২০ আগস্ট থেকে ক্যাম্প শুরু হবে সিলেটে।

সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে উইন্ডিজকে ১৩ রানে হারিয়েছে পাকিস্তান। ১৯০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৭৬ রান করে ক্যারিবিয়ানরা। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান। সোমবার (৪ আগস্ট) বাংলাদেশ সময় ভোরে ফ্লোরিডার লডারহিল স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল। টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ পায় পাকিস্তান। উদ্বোধনী জুটিতে ১৩৮ পার্টনারশিপ গড়েন শাহিবজাদা ফারহান ও সায়েম আইয়ুব। সামার জোসেফের বলে শাই হোপের হাতে ক্যাচ দিয়ে ৭৪ রানে ফেরেন ফারহান। ৬৬ রানে হোল্ডারের শিকার হন আইয়ুব। নির্ধারিত ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৮৯ রান স্কোর বোর্ডে জমা করে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে বলের সাথে পাল্লা দিয়ে রানের চাকা সচল রাখার চেষ্টা চালায় উইন্ডিজ। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৭৬ রানে থামে ক্যারিবিয়ানদের ইনিংস। আলিকের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৬০ রান। উল্লেখ্য, আগামী শুক্রবার (৮ আগস্ট) বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টায় তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

ভারতীয় বোলারদের দারুণ কামব্যাকে পঞ্চম দিনে গড়ালো ‘অ্যান্ডারসন-টেন্ডুলকার’ ট্রফির সিরিজ নির্ধারণী ওভাল টেস্ট। যেখানে জয়ের জন্য ইংল্যান্ডকে করতে হবে আর ৩৫ রান। ভারতের দরকার ৪ উইকেট। ৩৭৪ রানের জয়ের লক্ষ্যে ৬ উইকেটে ৩৩৯ রান করে চতুর্থ দিন শেষ করেছে ইংল্যান্ড। এর আগে ১ উইকেটে ৫০ রান নিয়ে রেকর্ড জয়ের লক্ষ্যে চতুর্থ দিন শুরু করে ইংলিশরা। রেকর্ড বলা হচ্ছে এই কারণে যে, ওভালে এর আগে কোনো দল চতুর্থ ইনিংসে ২৬৩ রানের বেশি তাড়া করে জেতেনি। সেই ঘটনাও ঘটেছিল ১৯০২ সালে। এদিন ফিফটি তুলে দলীয় ৮২ রানে ফেরেন দারুণ খেলতে থাকা বেন ডাকেট। ইনিংস বড় করতে পারেননি ওলি পোপ। তবে এরপর ১৯৫ রানের জুটি গড়ে অসম্ভবকে সম্ভবের পথে নিয়ে যান জো রুট ও হ্যারি ব্রুক। দুজনই তুলে নেন সেঞ্চুরি। ব্রুক ১১১ ও রুট ১০৫ করে আউট হলে ম্যাচে ফেরে ভারত। ব্রুকের রান যখন ১৯, তখনই তিনি প্যাভিলিয়নের পথ প্রায় দেখে ফেলেছিলেন। তার তোলা ক্যাচটি দারুণভাবেই হাতে জমিয়েছিলেন মোহাম্মদ সিরাজ। কিন্তু ভারসাম্য হারিয়ে ফাইন লেগ অঞ্চলের সীমানারেখা ছুঁয়ে ফেললে সেটা হয়ে যায় ছয়! এরপর ব্রুক তুলে নেন টেস্টে নিজের দশম সেঞ্চুরি। অবশ্য শেষ বিকেলে জ্যাকব বেথেলকে ফিরিয়ে ম্যাচ জমিয়ে তোলেন প্রষিধ কৃষ্ণা। এরপর আলোক স্বল্পতায় নির্ধারিত সময়ের আগেই শেষ হয় দিনের খেলা। ভারতের হয়ে ৩ উইকেট নেন প্রষিধ কৃষ্ণা। শেষ দিনে জয়ের জন্য ৩৫ রান করতে হবে ইংল্যান্ডকে। তাহলে ৩-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেবে স্বাগতিকরা।

আগামী ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। আসরের পর্দা নামবে ২৮ সেপ্টেম্বর। প্রাথমিকভাবে এবারের আসরের আয়োজক ভারত হলেও, পরিবর্তিত পরিস্থিতি সেটি বদলে দেয়। রোববার (৩ আগস্ট) আসরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়। গ্রুপ পর্বে বাংলাদেশের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়াম।

এবারের আসরে বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে তাদের সঙ্গী শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। ১৩ ও ১৬ সেপ্টেম্বর টাইগাররা মুখোমুখি হবে যথাক্রমে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের।

ভারত-পাকিস্তানের বিগ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ১৪ সেপ্টেম্বর। ‘এ’ গ্রুপে তাদের সঙ্গী ওমান ও সংযুক্ত আরব আমিরাত। এই গ্রুপের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাইতে।

টুর্নামেন্টের একটি ম্যাচ বাদে সব ম্যাচই শুরু হবে রাত ৮টায়। ১৫ সেপ্টেম্বর রয়েছে দুটি ম্যাচ। সেদিন সংযুক্ত আরব আমিরাত-ওমানের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। অন্য ম্যাচে রাত ৮টায় মুখোমুখি হবে হংকং–শ্রীলঙ্কা।

অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়ে দুই ম্যাচ হাতে রেখেই ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। মাত্র ৯০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২০৯ বল হাতে রেখেই জয় তুলে নেয় টাইগার যুবারা।

হারারে স্পোর্টস ক্লাবে টস হেরে ব্যাট করতে নেমে ইয়ং টাইগারদের বোলিং তোপে পড়ে জিম্বাবুয়ে। ২২.৩ ওভারে মাত্র ৮৯ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। ওপেনার নাথানায়েলের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ২৬ রান। ২৭ রানের খরচায় ৪ উইকেট শিকার করেন পেসার ইমন। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে ধাক্কা খেলেও দ্রুতই পরিস্থিতি সামাল দেয় বাংলাদেশ। তৃতীয় উইকেটে তামিম ও রিজানের ৫২ রানের অবিচ্ছিন্ন জুটি জয়ের বন্দরে নিয়ে যায় লাল সবুজদের।

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব