ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৯ উইকেটে ৩২৫ রান করে প্রথম শেষ করেছে ইংল্যান্ড। মিচেল স্টার্কের ৬ উইকেট শিকারের দিনে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছে জো রুট।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গোলাপি বলের দিবা রাত্রির টেস্টে দারুণ সূচনা করে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের ওপেনিং জুটিকে দাড়াতেই দেয়নি মিচেল স্টার্ক। প্রথম ওভারের শেষ বলে বেন ডাকেটকে সাজঘরের পথ দেখান এই পেসার।

স্টার্কের তোপের মুখে দাড়াতে পারেনি ওলি পোপ। বোল্ড হয়ে শুন্য রানে একই পথে হাটেন এই ব্যাটার। ৫ রানে ২ উইকেট হারানোর পর ১১৭ রানের জুটি গড়েন জ্যাক ক্রাওলি ও জো রুট।

৭৬ রান করে নেসেরের বলে আউট হন ক্রাউলি। ফিফটি হাঁকান জো রুটও। স্টার্কের তৃতীয় শিকার হয়ে ফিরেছেন হ্যারি ব্রুক। দুর্দান্ত এক থ্রোতে বেন স্টোকসকে সাজঘরে পাঠিয়েছেন জশ ইংলিস।

এরপরই জেমি স্মিথের স্টাম্প উপড়ে দিয়েছেন বোল্যান্ড। তবে একপ্রান্ত আগলে রেখে অস্ট্রেলিয়ার মাটিতে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নেন জো রুট। দিন শেষে অপরাজিত থাকেন ১৩৫ রানে। আর ৬ উইকেট শিকার করে ওয়াসিম আকরামকে ছাড়িয়ে গেছেন মিচেল স্টার্ক।

আইপিএলের মিনি নিলামের তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। আইপিএলের নিলামে বিদেশি ক্রিকেটারদের সর্বোচ্চ ক্যাটাগরির ভিত্তি মূল্য দুই কোটি রুপি। সেই ক্যাটাগরিতে আছেন বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। সাকিব আল হাসান আছেন ভিন্ন ক্যাটাগরিতে। 

এই অলরাউন্ডারের ভিত্তি মূল্য ধরা হয়েছে ১ কোটি ভারতীয় রুপি। আগামী ১৬ ডিসেম্বর আবুধাবিতে হবে আইপিএলের নিলাম। ১৩ পৃষ্ঠার লম্বা তালিকায় আছে মোট ১ হাজার ৩৫৫ জন ক্রিকেটারের নাম। 

তবে, কেবল ফ্রাঞ্চাইজিদের আগ্রহ আছে এমন ক্রিকেটারদের নাম ডাকা হবে অকশনে। সাকিব, ফিজের সাথে তালিকায় আছেন স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, লিয়াম লিভিংস্টোন, ড্যারিল মিচেল, আনরিখ নর্খিয়া, পাথিরানা, মাহিশ থিকশানা, হাসারাঙ্গার মতো তারকারা।

সবশেষ ১৯৯৯-২০০০ মৌসুমে ভারতকে তাদের মাটিতে টেস্টে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল দক্ষিণ আফ্রিকা। তার ঠিক ২৫ বছর পর আজ বুধবার (২৬ নভেম্বর) আবার ভারতকে তাদের মাটিতে হোয়াইটওয়াশ করল প্রোটিয়ারা।

টেম্বা বাভুমার নেতৃত্বে গুয়াহাটি টেস্টের পঞ্চম দিনের দ্বিতীয় সেশনে ভারতকে ৪০৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ২৫ বছর পর সিরিজ জয়ের পাশাপাশি হোয়াইটওয়াশ করার রেকর্ডও গড়ল টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নরা।

ভারতকে অবশ্য ৫৪৯ রানের অসম্ভব টার্গেট ছুড়ে দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। সেই রান তাড়া করতে নেমে ২ উইকেট হারিয়ে ২৭ রান তুলে চতুর্থ দিন শেষ করেছিল ভারত। এতো বড় টার্গেট তাড়া করে জেতা ছিল অসম্ভব। তবে পুরো দিন ব্যাটিং করে হার এড়ানো ছিল সম্ভব। কিন্তু সেটাও করতে পারল না স্বাগতিকরা। পুরো দুই সেশনও ব্যাটিং করতে পারল না পান্তের নেতৃত্বাধীন ভারত দল। 

শেষ দিন ২ উইকেটে ২৭ রান নিয়ে খেলা শুরু করেছিল ভারত, তাদের হাতে ছিল ৮ উইকেট। কিন্তু প্রথম সেশনের মাঝামাঝি সময়ে দক্ষিণ আফ্রিকার স্পিনার সিমন হারমার জোড়া আঘাত হানেন। এক ওভারেই তিনি কুলদীপ যাদব ও ধ্রুব জুরেলকে বিদায় করেন।

এরপর ঋশাভ পান্তকেও মাঠছাড়া করে হারমার ভারতকে প্রতিরোধ গড়ার আগেই ভেঙে দেন। যদিও সাই সুদর্শন ও রবীন্দ্র জাদেজার কঠিন প্রতিরোধে ভারত কিছুটা ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা জাগায়। প্রথম সেশন শেষে সুদর্শন ১৩৮ বলে ১৪ রানে এবং জাদেজা ৪০ বলে ২৩ রানে অপরাজিত ছিলেন।

দ্বিতীয় সেশনের পঞ্চম বলেই এই জুটি ভেঙে যায়। সেনুরান মুথুসামির বলে এজ হয়ে এইডেন মারক্রামের হাতে ক্যাচ দেন সুদর্শন। তিনি ১৩৯ বলে ১৪ রানে ফেরেন। এরপর ওয়াশিংটন সুন্দর ও জাদেজা সর্বোচ্চ চেষ্টা করেছিলেন ম্যাচ বাঁচানোর। কিন্তু হারমারের বলে মারক্রামকে ক্যাচ দেন ওয়াশিংটন। 

এই ক্যাচ নিয়ে দক্ষিণ আফ্রিকান ফিল্ডার এইডেন মারক্রাম এক টেস্ট ম্যাচে সর্বোচ্চ ৯ ক্যাচ নিয়ে বিশ্ব রেকর্ড গড়েন এবং ২০১৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে আজিঙ্কা রাহানের গড়া কীর্তিকে ছাড়িয়ে যান। এটি ছিল হারমারের পঞ্চম উইকেট। পরের ওভারে প্রোটিয়া স্পিনারের ষষ্ঠ শিকার হন নিতিশ রেড্ডি। একাই লড়ছিলেন জাদেজা। 

শেষ পর্যন্ত তিনি ফিফটি গড়েও টিকতে পারেননি। বাকি দুটি উইকেট ভারত হারিয়েছে পরের ওভারে। কেশব মহারাজের জোড়া শিকার হন জাদেজা (৫৪) ও শেষ ব্যাটসম্যান মোহাম্মদ সিরাজ, যাকে মার্কো জানসেন এক অবিশ্বাস্য ক্যাচে আউট করেন। ম্যাচে হারমার ২৩ ওভারে ৩৭ রান দিয়ে ছয় উইকেট নেন, এবং পুরো টেস্টে তার উইকেট সংখ্যা ছিল ৯টি।

মিরপুর টেস্ট জেতার জন্য বিশ্বরেকর্ড গড়তে হত আইরিশদের। এর আগে, চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ৪১৮ রান তাড়া করে জেতার রেকর্ড রয়েছে ওয়েস্ট ইন্ডিজের। ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে এ কীর্তি গড়েছিল ক্যারিবিয়ানরা। তবে আয়ারল্যান্ডের সেই লক্ষণ না থাকলেও টেল এন্ডার ব্যাটাররা কিছুটা ভোগাচ্ছে বাংলাদেশকে। প্রতিবেদন লেখা পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ৮ উইকেট হারিয়ে ২৭৭ রান। ম্যাচ জেতার সঙ্গে সিরিজ নিশ্চিতে আর মাত্র ২টি উইকেট প্রয়োজন নাজমুল শান্তর দলের।

মূলত, নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে মিরপুরের উইকেটে বাংলাদেশর স্পিনারদের ঘূর্ণি জাদুতে একের পর এক পরাস্ত হয়েছেন আ‌য়ারল্যান্ডের ব্যাটাররা। আইরিশ ব্যাটারদের বিপক্ষে দাপটের সঙ্গে শুরুটা করেন তাইজুল।

লক্ষ্য তাড়ায় নামা আইরিশদের প্রথম দুই উইকেটই নেন তাইজুল। ২৬ রানে দুই ওপেনারকে হারায় আয়ারল্যান্ড। আইরিশ দুই ওপেনার অ্যান্ডি বালবার্নিকে ১৩  আর পল স্টার্লিং ৯ রানে সাজঘরে ফেরান তিনি। এরপর পর ৫১ রানের জুটি গড়েন টেক্টর ও কারমাইকেল। ১৯ রান করা কারমাইকেলকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে সেই জুটি ভাঙেন মুরাদ।

তৃতীয় সেশনে কার্টিস ক্যাম্ফার- হ্যারি টেক্টর বড় জুটি গড়ার দিকেই এগিয়ে যাচ্ছিলেন। তবে ৫০ রান করা ক্যাম্ফারকে মুশফিকের হাতে ক্যাচ বানিয়ে ফেরান বাঁহাতি স্পিনার মুরাদ। দুই স্পিনারের পর এবারের আইরিশদের ব্যাটিংয়ে আঘাত হানেন পেসার খালেদ আহমেদ। ৩৭ তম ওভারের উইকেটরক্ষক-ব‍্যাটার লরকান টাকারকে ফেরান ৭ রানে।

ইনিংসের ৪৯তম ওভারে এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলে স্টিফেন ডোহেনিকে আউট করেছেন তাইজুল। ৫২ বলে ১ ছয়ে তার ব্যাট থেকে এসেছে ১৫ রান।

ক্রিজে রয়েছেন অর্ধশতক তুলে নেয়া ক্যাম্পার। তাকে সঙ্গ দিচ্ছেন গ্যাভিন।

উল্লেখ্য, প্রথম ইনিংস ৪৭৬ রানে অলআউট হয় বাংলাদেশ। এরপর নিজেদের প্রথম ইনিংসে ২৬৫ রানে আইরিশদের গুটিয়ে দেয় টাইগাররা। এতে প্রথম ইনিংসে ২১১ রানের বড় লিড পেয়েছিল টাইগাররা।

এশিয়া কাপ রাইজিং স্টারসে সুপার ওভারের নাটকীয় ম্যাচে ভারত 'এ' দলকে হারিয়ে ফাইনালের পথ নিশ্চিত করলো বাংলাদেশ 'এ' দল। বাংলাদেশের করা ১৯৪ রানের জবাবে সমান ১৯৪ রান করে থামে ভারত। পরে সুপার ওভারে ওয়াইডের কল্যাণে জেতে লাল-সবুজের দল।

এদিন টস হেরে ব্যাট করতে নেমে ২৬ রান করে ফেরেন বাংলাদেশের জিসান আলম। ৬৫ রান করে ক্যাচ আউটের ফাঁদে পড়েন হাবিবুর রহমান সোহান। শেষ দিকে মেহেরবের অপরাজিত ৪৮ রানে ৬ উইকেট হারিয়ে ১৯৪ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে দলীয় ৬৬ রানে ২ উইকেট হারায় ভারত। ৩৮ রানে বৈভব আর প্রিয়াংশ ফেরেন ৪৪ রানে। আবু হায়দারের দ্বিতীয় শিকার ৩৩ রান করা জিতেশ শর্মা।

নির্ধারিত ওভার শেষে ৬ উইকেট হারিয়ে সমান ১৯৪ রানে থামে ভারত। ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে আগে ব্যাট করতে নেমে রিপন মন্ডলের প্রথম ২ বলেই আউট ভারতের ২ ব্যাটার। বাংলাদেশের জয়ের জন্য দরকার ১ রান। কিন্তু ব্যাট করতে নেমেই ক্যাচ দিয়ে সাজঘরের পথে হাঁটেন ইয়াসির আলী। পরের বল ওয়াইড হলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ 'এ' দল।

পর্তুগিজ ফুটবল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো শিগগিরই পেশাদার ফুটবল থেকে অবসরে যাচ্ছেন। যুক্তরাজ্যের এক টকশোতে তিনি জানান, পরিবারকে সময় দিতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। আলজাজিরার এক রিপোর্টে একথা জানা গেছে। 

৪০ বছর বয়সী এই তারকা বলেন, ‘খুব শিগগিরই অবসর নেব। এটা কঠিন হবে, তবে আমি প্রস্তুত।‘

তিনি জানান, অনেক আগেই নিজের ভবিষ্যৎ পরিকল্পনা করে রেখেছেন। ‘২৫-২৬ বছর বয়স থেকেই অবসরের পরের জীবন নিয়ে ভাবতে শুরু করি। গোল করার আনন্দের সঙ্গে কিছুই তুলনা করা যায় না, কিন্তু সব কিছুরই শেষ আছে,’ বলেন রোনালদো।

আল নাসর ক্লাবের এই স্ট্রাইকার ক্লাব ও জাতীয় দল মিলিয়ে এখন পর্যন্ত ৯৫২ গোল করেছেন। গত মাসে তিনি জানিয়েছিলেন, ১ হাজার গোলের লক্ষ্য পূরণের পরই বিদায় নিতে চান।

অবসর প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘এখন আমি নিজের জন্য, পরিবারের জন্য, সন্তানদের বড় করে তোলার জন্য বেশি সময় দিতে চাই।’

এই পর্তুগিজ তারকা বলেন, ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের প্রতি তার ভালোবাসা এখনো অটুট। তবে ইউনাইটেডের বর্তমান অবস্থা তাকে হতাশ করেছে। বলেন, ‘দুঃখ লাগে, কারণ এটা বিশ্বের অন্যতম সেরা ক্লাব। কিন্তু তাদের এখন কোনো সঠিক কাঠামো নেই’, বলেন তিনি।

ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমান কোচ রুবেন আমরিমকে নিয়ে রোনালদো বলেন, ‘তিনি সর্বোচ্চ চেষ্টা করছেন, কিন্তু একা কেউই অলৌকিক কিছু করতে পারে না।’

থাইল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। সোমবার (২৭ অক্টোবর) বাংলাদেশ সময় বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।

থাইল্যান্ড সফরের মাধ্যমে তিন মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফিরেছে বাংলাদেশ নারী দল। থাইল্যান্ডের মতো শক্তিশালী দল না হলেও ম্যাচটি বাংলাদেশই জিতবে এমনটিই বিশ্বাস করেন দলের প্রধান কোচ পিটার জেমস বাটলার।

দীর্ঘ এক যুগ পর গত শুক্রবার (২৪ অক্টোবর) থাইল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশ। ব্যাংককে অনুষ্ঠিত প্রথম প্রীতি ম্যাচটিতে ফিফা র‌্যাঙ্কিংয়ে ৫১ ধাপ এগিয়ে থাকা দলটির বিপক্ষে ৩-০ গোলে হারে আফঈদারা।

আগামী মার্চে প্রথমবারের মতো এশিয়া কাপ খেলবে বাংলাদেশ। যার সেরা প্রস্তুতি নিশ্চিতে থাইল্যান্ডের বিপক্ষে এই প্রীতি ম্যাচ। এরপর ঘরের মাঠে তিন জাতি টুর্নামেন্টে নিজেদের ঝালিয়ে নেবেন মনিকারা।

২০১৩ সালে এশিয়ান কাপ বাছাই ম্যাচে থাইদের কাছে ৯-০ গোলে হেরেছিল বাংলাদেশ। সেটাই বাংলাদেশের নারী ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে হার।

দিল্লি টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারিয়ে ২-০ তে সিরিজ জিতলো ভারত। সেই সঙ্গে টেস্ট অধিনায়ক হিসেবে প্রথমবারের মতো সিরিজ জয় করলেন শুভমান গিল।

১ উইকেটে ৬৩ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে ভারত। জয়ের জন্য তখন দরকার ছিল আরও ৫৮ রান। তবে এই ৫৮ রান তোলার পথেই আরও ২ উইকেট হারায় ভারত। রস্টন চেইজের জোড়া শিকারে পরিণত হন ৩৯ রান করা সাই সুদর্শন ও ১৩ রান করা শুভমান গিল।

শেষ দিকে কে. এল. রাহুলের অপরাজিত ৫৮ রানের ইনিংসে ভর করে ৭ উইকেটের জয় পায় ভারত। ফলে ২-০ তে সিরিজ জিতলো ভারত। দেশটির টেস্ট অধিনায়ক হিসেবে গিলের এটাই প্রথম সিরিজ জয়।

এর আগে, নিজেদের প্রথম ইনিংসে ফলোঅনে পড়ার পর দ্বিতীয় ইনিংসে ৩৯০ রান করেছিল উইন্ডিজ।

জাপানের বিমানবন্দরে ধরা পড়লো নকল পাকিস্তানি ফুটবল দল। ২২ জন পাকিস্তানি নাগরিককে জাপানে অবৈধভাবে প্রবেশ করাতে নকল ফুটবলার সাজিয়ে নিয়ে যায় পাকিস্তানের একটি মানব পাচার চক্র।

পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) জানায়, মানব পাচারের উদ্দেশ্যে ফুটবলকে ব্যবহার করতে চেয়েছিল চক্রটি। এফআইএ’র বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে পাকিস্তানের জিও নিউজসহ শীর্ষ গণমাধ্যমগুলো।

এফআইএ আরও জানায়, মানব পাচার চক্রের মূলহোতা মালিক ওয়াকাস ‘গোল্ডেন ফুটবল ট্রায়াল’ নামে একটি ভুয়া ক্লাব নিবন্ধন করেছিলেন। তাকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, এর আগেও ২০২৪ সালের জানুয়ারিতে একই পদ্ধতিতে ১৭ জনকে জাপানে পাঠানো হয়েছিল।

তদন্তে জানা যায়, প্রত্যেকের কাছ থেকে ৪০ লাখ রুপি করে নিয়েছিল চক্রটি। এরপর এই ২২ জনকে এমনভাবে প্রশিক্ষণ দেয়া হয়েছিল, যাতে তাদের পেশাদার ফুটবলার মনে হয়। তবে তাদের জাল নথিপত্র ধরা পড়ে বিমানবন্দরে। এরপর ওই ব্যক্তিদের জেরা করার পর পাকিস্তানে ফেরত পাঠানোর ব্যবস্থা করে কর্তব্যরত কর্মকর্তারা।

শুরু হচ্ছে বাংলাদেশের এশিয়া কাপ মিশন। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় প্রথম ম্যাচে বাংলাদেশ দলের প্রতিপক্ষ হংকং।

এই এই ম্যাচে জয়ের টার্গেট থাকলেও সব ডিপার্টমেন্টে প্রতিদ্বন্দ্বিতার কথা বলেছেন হংকংয়ের প্রধান কোচ কুশল সিলভা।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশ খুব মানসম্পন্ন দল। তাদের ভালো স্পিনার আছে, তাদের ব্যাটিং লাইনআপ যথেষ্ট শক্তিশালী। কিন্তু আমরা যা নিয়ন্ত্রণ করতে পারি, তার ওপর আমাদের কাজ করতে হবে। তিনটি বিভাগেই ভালো করতে হবে।

২০১৪ টি-২০ বিশ্বকাপে ঘরের মাঠে খেলা এই ফরম্যাটে হংকংয়ের বিরুদ্ধে একমাত্র দেখায় হেরেছিল বাংলাদেশ। অতীত ভুলে এই ম্যাচের আগে জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। ইতিবাচক মানসিকতায় আসর শুরুর আগে লিটনদের আত্নবিশ্বাস বাড়াচ্ছে প্রবাসী দর্শকরা। এই ম্যাচে দর্শকপূর্ণ গ্যালারি আশা করছেন টাইগার ক্যাপ্টেন।

ম্যাচে সুযোগ পেতে পারেন নেদারল্যান্ডস সিরিজ দিয়ে কামব্যাক করা সাইফ হাসান। আবুধাবির প্রচণ্ড গরম বাংলাদেশকে সমস্যায় ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু হচ্ছে টাইগারদের। এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবে লিটন দাসের দল।