অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে একান্ত বৈঠকের বিষয়ে মুখ খুলেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। গত ২৬ জুন দু’জনের মধ্যে বৈঠক হয়।

মঙ্গলবার (১ জুলাই) নির্বাচন ভবনে গণমাধ্যমকে সিইসি এ এম এম নাসির উদ্দীন বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে এটা একান্তই সৌজন‍্য সাক্ষাৎ ছিল, ফরমাল কোনও বৈঠক করিনি। যখন দলীয় সরকার থাকে তখন সরকারপ্রধানের সঙ্গে সিইসির সাক্ষাৎ হয় না। কিন্তু এখন আমি যেমন নিরপেক্ষ, প্রধান উপদেষ্টাও নিরপেক্ষ।

তিনি আরও বলেছেন, এই মুহূর্তে নির্বাচন আলোচনার কেন্দ্রে। স্বভাবতই কথা প্রসঙ্গে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টা জানতে চেয়েছেন, অবাধ-নিরপেক্ষ নির্বাচনের জন‍্য আমারা প্রস্তুত আছি কি না। আমি বলেছি, আমরা প্রস্তুতির ফুল গিয়ারে আছি।

গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন আয়েজনে প্রধান উপদেষ্টা ও ইসির আন্তরিকতা প্রশ্নাতীত বলেও মন্তব্য করেন এ এম এম নাসির উদ্দীন। জানান, ফেব্রুয়ারি থেকে এপ্রিলকে লক্ষ্য করে কমিশন এখন পর্যন্ত জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।

সিইসি আরও জানান, যথাসময়ে ভোটের তারিখ জানা যাবে। ইসি থেকেই জানতে পারবে সকলে। এজন্য একটু অপেক্ষা করার কথা বলেন তিনি।

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব