• Colors: Purple Color

শেখ হাসিনা যেন আর দেশে ফিরে আসতে না পারেন এবং আর কাউকে হত্যা করতে না পারেন, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শুক্রবার (১ আগস্ট) ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত ‘২৪-এর গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সমাবেশে’ তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করতে পারলে ফ্যাসিবাদ থেকে পরিপূর্ণভাবে মুক্তি মিলবে। নতুন বাংলাদেশ গড়তে যুদ্ধ ও লড়াই শুরু হয়েছে। অনেকেই অনেক কথা বলছেন, সেদিকে কান দেবেন না। এ লড়াইয়ে কাজ করে যেতে হবে।

আলোচনার মাধ্যমে বাংলাদেশের ওপর আরোপিত মার্কিন ট্যারিফ কমিয়ে আনায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কয়েক দিন আগে আমেরিকা দেশের ওপর ট্যারিফ আরোপ করেছিল। আমাদের পণ্যের ওপর শুল্ক বসিয়েছিল। কিন্তু উপদেষ্টারা তাদের সঙ্গে আলোচনা করে সেই ট্যারিফ ৩৫ শতাংশ থেকে ২০ শতাংশে নামিয়ে এনেছেন।

তিনি আরও বলেন, যারা ব্যাংক লুট, চাঁদাবাজি করছে—তাদের বিষয়ে কোনো আপস করবে না বিএনপি। এমনকি জনভোগান্তি লাঘবে ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার আহ্বানও জানান মির্জা ফখরুল।

জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি হবে আগামীকাল শনিবার সকাল ৭টায়। আজ শুক্রবার (১ আগস্ট) বিকেলে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

মিয়া গোলাম পরওয়ার জানান, রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ডা. জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল তার ওপেন হার্ট সার্জারি করবে।

এদিকে আমিরের সুস্থতার জন্য দেশ-বিদেশের সকলের কাছে দোয়ার আহ্বান জানিয়েছেন দলের নেতারা।

উল্লেখ্য, গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে অংশ নেয়ার সময় ডা. শফিকুর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রথমে ধারণা করা হয়েছিল, গরমের কারণেই তিনি অসুস্থ হয়েছেন। পরে এনজিওগ্রামের মাধ্যমে তার হৃদপিণ্ডে পাঁচটি ব্লক ধরা পড়ে। শুরুতে রিং পরানোর পরিকল্পনা থাকলেও পরবর্তীতে ওপেন হার্ট সার্জারির সিদ্ধান্ত নেয়া হয়।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশের মাটিতে শেখ হাসিনা যেভাবে গত ১৫ বছর অবৈধভাবে ক্ষমতায় থেকে শাসন করে দেশকে ধ্বংস করেছেন, তাকে আর রাজনীতি করার সুযোগ দেয়া হবে না। যত ষড়যন্ত্র আর চক্রান্তই করা হোক না কেন, যতই ভার্চুয়ালি মিটিং করুক না কেন—দেশের মানুষ আর শেখ হাসিনাকে পুনরায় সুযোগ দেবে না।

আজ শুক্রবার (১ আগস্ট) বিকেলে নাটোরের মোমিনপুর কলেজ মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় এক জনসভায় তিনি এসব কথা বলেন।

দেশের সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে দুলু বলেন, যেভাবে সবাই ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্টবিরোধী আন্দোলন করে দেশকে ফ্যাসিজম থেকে মুক্ত করেছেন, সেভাবেই সকলকে ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে।

তিনি আরও বলেন, দেশের মাটিতে আর কখনও ফ্যাসিস্ট আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দেয়া যাবে না। সবাইকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের অপতৎপরতা সম্পর্কে সজাগ থাকতে হবে।

মিথ্যা পরিচয় দিয়ে কনভেনশন সেন্টার ভাড়া নিয়ে রাজধানীর ভাটারায় একটি আবাসিক এলাকায় সরকারবিরোধী ষড়যন্ত্রে জড়ো হয়েছিল কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের। এর রহস্য উদঘাটন এবং এর পেছনে জড়িতদের বের করতে ‘গুরুত্ব দিয়ে’ তদন্ত করার কথা জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১ আগস্ট) বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ কথা জানান।

জুলাই অভ্যুত্থান ও অন্তর্বর্তী সরকারের বর্ষপূর্তিতে আগস্টকেন্দ্রিক কোনও ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলেও জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।

প্রসঙ্গত, গত ৮ জুলাই ভাটারা থানা এলাকার একটি কনভেনশন সেন্টারে ‘গোপন বৈঠক’ করায় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের অন্তত ২২ জনকে গ্রেফতার করার কথা ইতোমধ্যে জানিয়েছে পুলিশ। বৈঠকটিতে মেজর সাদিকুল হক নামের এক সেনা কর্মকর্তারও অংশ নেয়ার অভিযোগ উঠলে তাকে হেফাজতে নেয় সেনাবাহিনী। তার বিষয়ে তদন্ত চলমান বলে জানিয়েছে সেনাসদর।

বলা হচ্ছে, দেশজুড়ে ব্যাপক নাশকতার ছক কষতে ওই বৈঠকে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রশিক্ষণ দেয়া হয়।

এদিকে, ঢাকার গুলশানে সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির মামলায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সাবেক যুগ্ম-আহ্বায়ক জানে আলম অপুকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। সে তথ্যও জানানো হয় সংবাদ সম্মেলনে।

শুক্রবার সকালে রাজধানীর ওয়ারী থেকে অপুকে গ্রেফতার করা হয়েছে। তাকে গ্রেফতারের মাধ্যমে চাঁদাবাজির মামলায় অভিযুক্ত ছয়জনকেই ধরা হলো।

রাজধানীর শাহবাগে সমাবেশের সব প্রস্তুতি সম্পন্ন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এই সমাবেশে এরইমধ্যে যোগ দিয়েছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

রোববার (৩ আগস্ট) দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই সমাবেশস্থলে আসতে শুরু করে ছাত্রদলের বিভিন্ন জেলা ও মহানগর ইউনিট।

সমাবেশের জন্য শাহবাগ মোড়ে মঞ্চ নির্মাণ করা হয়েছে। অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আরও বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলসহ ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

জুলাই অভ্যুত্থানের পর এটাই ছাত্রদলের প্রথম বড় কোনো গণজমায়েত। তবে এবারের সমাবেশে দেখা যাবে না চিরাচরিত মিছিল, ব্যানার আর ফেস্টুনের ভিড়। সমাবেশ উপলক্ষে ইতোমধ্যেই নেতা-কর্মীদের উদ্দেশে ছয় দফা নির্দেশনা দিয়েছে ছাত্রদল। কেন্দ্রীয় নেতৃত্ব সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের কোনো ধরনের ব্যানার, ফেস্টুন বা প্ল্যাকার্ড না আনার নির্দেশ দিয়েছেন।

প্রসঙ্গত, এ সমাবেশকে কেন্দ্র করে যে কোনো ধরনের জনদুর্ভোগের জন্য সংগঠনটি আগাম দুঃখ প্রকাশ করেছে।সমাবেশের কারণে রাজধানীতে ধীরগতিতে চলছে যানবাহন।

শহীদ মিনারে জনসমাবেশ থেকে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ইশতেহারে ২৪টি দফা থাকবে বলে জানিয়েছে দলটি। যেখানে এনসিপির পক্ষ থেকে রূপরেখা এবং কর্মসূচি ঘোষণা করা হবে। পাশাপাশি আজকের এই সমাবেশের মধ্য দিয়ে সারদেশে জুলাই পদযাত্রার সমাপ্তিও ঘোষণা করতে যাচ্ছে এনসিপি।

আজ রোববার (৩ আগস্ট) বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে এই সমাবেশ। ঠিক এক বছর আগে একই জায়গা থেকে এক দফা ঘোষণা করেছিলেন নাহিদ ইসলাম। যিনি এখন এনসিপির আহ্বায়ক।

ইশতেহারে যে বিষয়গুলো থাকতে পারে তার মূল বিষয় হলো, বিচার, সংস্কার এবং নতুন সংবিধান। এই তিনটি হলো তাদের প্রধান প্রত্যাশা। যদিও পুরো জুলাই মাসজুড়ে সারাদেশে এনসিপির যে পদযাত্রা হয়েছে, সেখানে তারা এসব বিষয়ের কথাই বলে এসেছেন।

বিচারের ক্ষেত্রে- জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার দেখতে চায় এনসিপি। জুলাই গণোহত্যার যেসব মামলার বিচার প্রক্রীয়াধীন রয়েছে সেসবের রায় এবং এই সরকারের সময়েই রায় কার্যকর দেখতে চান তারা।

আর সংস্কারের যে বিষয়টি রয়েছে, ঐকমত্য কমিশনের বৈঠকের মাধ্যমে যে জুলাই সনদ প্রনয়ণ করা হবে তার আইনগত ভিত্তি চান তারা। জুলাই সনদের ভিত্তিতে পরবর্তী নির্বাচন চাইবে এনসিপি। নির্বাচিন সংসদের হাতে সংস্কার কার্যক্রম ছেড়ে না দিয়ে বরং জুলাই সনদের ভিত্তিতে সংসদ বা গণপরিষদ গঠিত করতে হবে এমন দাবি তাদের। এই অন্তর্বর্তী সরকারের সময় থেকেই জুলাই সনদ কার্যকর করার বিষয়ের মতো বেশ কিছু প্রস্তাবনা আসতে পারে আজকের সমাবেশ থেকে।

প্রস্তাবনায় আরও একটি বিষয় থাকতে পারে- তরুণরা যেই চেতনা থেকে জুলাই অভ্যুত্থান করেছে, শেখ হাসিনা সরকারের পতন ঘটানোর পর তরুণদের যে আকাঙ্ক্ষা ছিলো এনসিপির মতে, তাদের সেই আকাঙ্ক্ষা এই অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করতে পারেনি এই সংক্রান্ত প্রস্তাবনা পেশ করবেন এবং পরবর্তী বাংলাদেশে এসবের আইনী ভিত্তি চাইবেন তারা।

তবে শুরুতে যে বিষয়টি ছিল যে, জুলাই ঘোষণাপত্রের ঘোষণা নিজ থেকেই করতে চেয়েছিল এনসিপি। তবে সরকার যেহেতু ৫ আগস্ট বিকেল ৫টায় এটি প্রকাশের ঘোষণা দিয়েছেন তাই এই সমাবেশের নাম দেয়া হয়েছে নতুন বাংলাদেশের ইশতেহার।

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব