বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশের মাটিতে শেখ হাসিনা যেভাবে গত ১৫ বছর অবৈধভাবে ক্ষমতায় থেকে শাসন করে দেশকে ধ্বংস করেছেন, তাকে আর রাজনীতি করার সুযোগ দেয়া হবে না। যত ষড়যন্ত্র আর চক্রান্তই করা হোক না কেন, যতই ভার্চুয়ালি মিটিং করুক না কেন—দেশের মানুষ আর শেখ হাসিনাকে পুনরায় সুযোগ দেবে না।

আজ শুক্রবার (১ আগস্ট) বিকেলে নাটোরের মোমিনপুর কলেজ মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় এক জনসভায় তিনি এসব কথা বলেন।

দেশের সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে দুলু বলেন, যেভাবে সবাই ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্টবিরোধী আন্দোলন করে দেশকে ফ্যাসিজম থেকে মুক্ত করেছেন, সেভাবেই সকলকে ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে।

তিনি আরও বলেন, দেশের মাটিতে আর কখনও ফ্যাসিস্ট আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দেয়া যাবে না। সবাইকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের অপতৎপরতা সম্পর্কে সজাগ থাকতে হবে।

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব