যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাল্টাপাল্টি ট্রেড-ওয়ারের মধ্যেও চীনের অর্থনীতি বছরের প্রথম তিন মাসে পাঁচ দশমিক চার শতাংশ বেড়েছে, যা তাদের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। এক প্রতিবেদনে ইউএস নিউজ ম্যাগাজিন নিউজউইক এ তথ্য জানায়।
চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো (এনবিএস) বুধবার (১৬ এপ্রিল) প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) চীনের অর্থনীতি ৫.৪% প্রবৃদ্ধি অর্জন করেছে— যা ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের জরিপে বিশ্লেষকদের পূর্বাভাস (৫.১%) ছাড়িয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চলমান বাণিজ্যযুদ্ধ ও প্রযুক্তি নিষেধাজ্ঞা সত্ত্বেও চীনের অর্থনীতি এই ইতিবাচক ফলাফল দেখিয়েছে।
চীনে সরকারি প্রণোদনা এবং উচ্চ-প্রযুক্তি উৎপাদনের সম্প্রসারণের ফলে দেশটির শিল্পখাতে প্রবৃদ্ধি ত্বরান্বিত হয়েছে। বৈদ্যুতিক গাড়ি (ইভি), সৌর প্যানেল এবং ব্যাটারি রফতানিতে চীন বিশ্ববাজারে আধিপত্য বজায় রেখেছে।
এছাড়াও চীনের ‘ডুয়াল সার্কুলেশন’ নীতির অধীনে স্থানীয় বাজারে ভোগ্যপণ্যের চাহিদা বেড়েছে। লুনার নিউ ইয়ার (চন্দ্র নববর্ষ) উপলক্ষে দেশটিতে খুচরা বিক্রয় ৬.৮% বৃদ্ধি পেয়েছে।
মার্কিন বাজারে শুল্কের প্রভাব কমাতে চীন ইতোমধ্যে ইউরোপ, রাশিয়া ও দক্ষিণপূর্ব এশিয়ায় রফতানি বাড়িয়েছে।বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই)-এর মাধ্যমে নতুন বাজার তৈরি করা হয়েছে।
আইএমএফ ও বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, চীন ২০২৫ সালে ৫%-এর কাছাকাছি প্রবৃদ্ধি ধরে রাখতে পারে, যা বৈশ্বিক মন্দার প্রেক্ষিতে একটি উল্লেখযোগ্য সাফল্য।
তবে, জলবায়ু নিয়মকানুন (সিবিএএম) এবং ইউরোপীয় বাজারে পরিবেশগত শুল্ক চীনের রফতানিকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা।