• Colors: Purple Color

জুলাই ঘোষণাপত্রে নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচনের দাবিকে পাশ কাটিয়ে যাওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। সেইসাথে নতুন সংবিধানের দাবিও জানায় দলটি।

বুধবার (৬ আগস্ট) সকালে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

আখতার হোসেন বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হলেও আপত্তি নেই এনসিপির। তবে নির্বাচন আয়োজনের আগে হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার এবং সংস্কার বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব বলে উল্লেখ করেন তিনি। এ সময় লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার ওপর জোর দেন এনসিপির সদস্য সচিব।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ের মধ্যে এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

শুক্রবার (৮ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গতকাল বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫০ জন, ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৬৩ জন, বরিশাল বিভাগে সর্বোচ্চ ৪০ জন, ঢাকা বিভাগে ২৭ জন, খুলনা বিভাগে ৭ জন ও ময়মনসিংহ বিভাগে ৩ জন ভর্তি হয়েছেন।

এদিকে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছরে জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ২৩ হাজার ৪১০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে গত জুলাই মাসেই ১০ হাজার জন রোগী ভর্তি হয়েছেন।

এডিস মশাবাহিত এই রোগটিতে আক্রান্ত হয়ে চলতি বছরে এখন পর্যন্ত ৯৫ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ৫৫ জন পুরুষ ও ৪০ জন নারী।

খাগড়াছড়ির রামগড়ে একটি ফার্মেসীতে মোবাইল কোর্ট পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ প্রায় চার লাখ টাকার ওষুধ জব্দ করা হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) সকালে রামগড় উপজেলার সোনাইপুল বাজারে এ অভিযান চালানো হয়। দুই ঘণ্টার এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম।

সংশ্লিষ্টরা জানান, স্থানীয় জননী মেডিকেল নামের ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি করা হচ্ছিল। এমন খবর পেয়ে ফার্মেসিতে অভিযান চালানো হয়। এসময় ফার্মেসি থেকে মেয়াদোত্তীর্ণ ইঞ্জেকশন, ইন্সুলিন-ডায়াসুলিন এবং অ্যান্টিবায়োটিকসহ প্রায় ৪ লাখ টাকার বিভিন্ন ওষুধ জব্দ করা হয়।

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ফার্মেসির মালিককে ভোক্তা অধিকার আইনের ২০১৯ এর ৫১ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মতবিনিময় করেছেন যুগপৎ আন্দোলনে অংশগ্রহণকারী দলগুলো। শুক্রবার (৮ আগস্ট) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময়ে ১২ দলীয় জোট, সমমনা জোট, এলডিপি ও লেবার পার্টির নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া, বিএনপির পক্ষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান ও দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু উপস্থিত ছিলেন।

তারেক রহমান সূচনা বক্তব্যে বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় জুলাইয়ের ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হয়েছে। আসন্ন নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায়ে বাংলাদেশকে গণতান্ত্রিক একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে।

যৌনকর্মী পেশাকে নয়, নারীদের অধিকার নিশ্চিত করতেই নারী সংস্কার কমিশন করা হয়েছিলো বলে মন্তব্য করেছেন মৎস ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, এটাকে কেউ কেই ভুল বুঝে সংস্কার প্রতিবেদনের বিরুদ্ধে কথা বলেছেন। বিষয়টি দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি।

শুক্রবার (৮ আগস্ট) বিকেলে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে জুলাই কন্যাদের সমন্মানা অনুষ্ঠানে তিনি একথা বলেন।

ফরিদা আখতার বলেন, কেউ স্বেচ্ছায় যৌন পেশা বেছে নেন না। জীবনের তাগিদে বাধ্য হয়ে যারা এই পেশায় আসেন তাদের সুরক্ষায় এবং জীবনমান উন্নয়ন নিশ্চিত করতে চেয়েছে সরকার বলে জানান তিনি। মূলত, নারী সংস্কার কমিশনের প্রতিবেদনে যৌনকর্মী পেশাকে স্বীকৃতি দেয়া হয়েছে আয়োজকদের এমন সমালোনার জবাবে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে জুলাই আন্দোলনে অবদান রাখা নারীদের সমন্মাননা দেয়া হয়।

দেশের কোথাও অরাজকতা হলেই সেখানে বিএনপির নাম জড়াচ্ছে একটি পক্ষ। এভাবেই তারা বিএনপিকে আসামীর কাঠগড়ায় দাঁড় করাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

শনিবার (৯ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে গণঅভ্যুত্থানের এক বছর উপলক্ষ্যে আয়োজিত বিজয় সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

মির্জা আব্বাস বলেন, বিএনপি ক্ষমতায় এলে গণঅভ্যুত্থানে শহীদদের যেমন ন্যায্য মর্যাদা দেবে, তেমনি আহতদের জন্য যথাযথ ব্যবস্থা নেবে। এ সময় ভারতের প্ররোচনায় দেশে নির্বাচন না হওয়ার ষড়যন্ত্র চলছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, ভারতের সাথে ষড়যন্ত্রে যোগ দিয়েছে দেশের কিছু রাজনৈতিক দল। তারা সুযোগ খুঁজতে ব্যস্ত কিন্তু জনগণ নির্বাচিত সরকার চায়। নির্বাচন আর বিচারকাজ একসাথে চলতে পারে। এ সময় অন্তর্বর্তী সরকারের সবাই সৎ নয় বলেও মন্তব্য করেন বিএনপির সিনিয়র এই নেতা।

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব