• Colors: Purple Color

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মব ভায়োলেন্স বন্ধে জনগণকে সরব হতে হবে, কারণ তারা সরব হলেই এটা বন্ধ হবে। এটি কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। কেউ যদি মব সৃষ্টি করতে চায়, তবে জনগণ যেন তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করে। আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই।

আজ সোমবার (১৪ জুলাই) দুপুরে কক্সবাজার বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্রে রোহিঙ্গা ক্যাম্পসহ জেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিষয়ক এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, চাঁদাবাজি বন্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে। চাঁদাবাজের একমাত্র পরিচয়—সে চাঁদাবাজ। সে যতই উচ্চ পর্যায়ের হোক না কেন, কাউকে ছাড় দেয়া হবে না।

তিনি আরও বলেন, মাদক সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়েছে এবং প্রধানত কক্সবাজার দিয়েই মাদক আসে। এই পরিস্থিতি মোকাবেলায় সরকারের পাশাপাশি সাংবাদিকদেরও সহযোগিতায় এগিয়ে আসতে হবে।

আগে মাদকের সঙ্গে জড়িত বড় গডফাদাররা ছাড় পেতো উল্লেখ করে স্বরাষ্ট উপদেষ্টা বলেন, এখন থেকে কোনো অবস্থায় যেন তারা ছাড় না পায়, সে বিষয়ে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

জুলাই পদযাত্রায় এখন পর্যন্ত সব জেলাতেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অপ্রত্যাশিত সাড়া পাচ্ছে বলে মন্তব্য করেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বললেন, নতুন রাজনৈতিক দলের কাছে মানুষ তাদের প্রত্যাশা ব্যক্ত করছে।

দেশ গড়তে জুলাই পদযাত্রার ১৫তম দিনে ভোলায় যাত্রাপথে এ মন্তব্য করেন এনসিপির এ নেতা। দুপুর ২টার পর ভোলা প্রেসক্লাব চত্বর এলাকায় দলটির কর্মসূচি অনুষ্ঠিত হবে।

নাহিদ ইসলাম ফের জানিয়েছেন, দেশের মানুষের দুঃখ দুর্দশা ও সমস্যা নিয়ে আগামী ৩ আগস্ট দেশবাসীর সামনে দলীয় ইশতেহার তুলে ধরবে এনসিপি। ইশতেহারে পুরো দেশের সমস্যা ও নতুন বাংলাদেশের রূপরেখা তুলে ধরা হবে।

এদিকে, ভোলায় কর্মসূচি উপলক্ষ্যে অনুষ্ঠানস্থলে ইতোমধ্যে মঞ্চ প্রস্তুত করা হচ্ছে। সেখানে ব্যানার-ফেস্টুন লাগানো হয়েছে। এনসিপির ভোলা জেলা শাখার আয়োজনে অনুষ্ঠানে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা তাতে যোগ দিচ্ছেন।

চুয়াডাঙ্গার বিতর্কিত সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিনের বিরুদ্ধে ওঠা নানান অভিযোগের তদন্ত করছে স্বাস্থ্য বিভাগ। তার ব্যক্তিগত ক্লিনিক ‘ডক্টরস কেয়ার অ্যান্ড স্পেশালাইজড’ হাসপাতালে সরেজমিন তদন্তের কথা জানিয়েছেন তদন্ত কমিটির সভাপতি ডা. আব্দুল মান্নান।

যমুনা নিউজকে ডা. আব্দুল মান্নান জানিয়েছেন, ডা. হাদীর বিরুদ্ধে যত অভিযোগ তার সবকিছু নিয়েই তদন্ত চলছে। বৃহস্পতিবার থেকে চুয়াডাঙ্গায় তারা সরেজমিন তদন্ত শুরু করবেন। আজ মঙ্গলবার (১৫ জুলাই) আলমডাঙ্গা উপজেলায় তার ব্যক্তিগত ক্লিনিকে গিয়েছেন তারা।

উল্লেখ্য, সম্প্রতি ডা. হাদীর দুর্নীতি নিয়ে ২ পর্বের অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে যমুনা টেলিভিশন। ২০২৪-এ তিনি আলমডাঙ্গা উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা থাকা অবস্থায় অবৈধভাবে ওই হাসপাতাল চালু করেন। সরকারি হাসপাতালের রোগীদের তিনি পাঠাতেন নিজের ক্লিনিকে।

৫ আগস্টের পর ওই জেলারই সিভিল সার্জন করা হয় তাকে। সবশেষ স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগও তার বিরুদ্ধে। পরে ওই পরীক্ষার ফলাফল ৬ মাসের জন্য স্থগিতের আদেশ দেন হাইকোর্ট।

হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচের আমদানি বাড়লেও দেশে দাম কমছে না। একদিনেই ১০ ট্রাক কাঁচামরিচ আমদানি হয়েছে।

ব্যাবসায়ীরা বলছেন, দেশের বাজারে দাম বেড়ে যাওয়ায় আমদানির পরিমাণও বাড়ছে। হিলির পাইকারি বাজারে প্রতি কেজির দাম হাঁকা হচ্ছে ২২০ থেকে ২৪০ টাকা। অনেক আমদানিকারক বন্দরে বিক্রি না করে বেশি দামের আশায় পাঠিয়ে দিচ্ছেন ঢাকা, বগুড়াসহ দেশের বিভিন্ন প্রান্তে।

দীর্ঘ আট মাস পর হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু হয় গত ১০ জুলাই। প্রথম দিকে দুই-এক ট্রাক আমদানি হলেও গতকাল সোমবার একদিনেই এসেছে ১০ ট্রাক কাঁচামরিচ।

ব্যবসায়ীরা বলছেন, গত কয়েকদিনের তুলনায় কাঁচামরিচের চাহিদা অনেক বেড়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হিলি বন্দরে আসা পাইকারি ক্রেতারা বলছেন, চলতি মৌসুমে বন্যা ও খরায় মরিচের আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশে উৎপাদিত কাঁচামরিচের সরবরাহ কমে যাওয়ায় দিন-দিন দামও বাড়ছে।

উল্লেখ্য, প্রতি কেজি আমদানিতে সরকারকে  শুল্ক দিতে হচ্ছে ৩৭ টাকা।

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামি খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি ১৭ জুলাই। মঙ্গলবার (১৫ জুলাই) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

এর আগে গত ১ ডিসেম্বর ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। পরে ১৯ মার্চ এ মামলায় সব আসামির খালাসের বিরুদ্ধে লিভ টু আপিল করেন রাষ্ট্রপক্ষ। পরে, লিভ টু আপিল মঞ্জুর হলেও, হাইকোর্টের রায় স্থগিত করেনি আপিল বিভাগ।

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় আওয়ামী লীগের ২৪ নেতা-কর্মী নিহত হন। আলোচিত ওই ঘটনার পর হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দু’টি মামলা হয়। ২০১৮ সালে বিচারিক আদালত দু’টি মামলারই রায় দেন। রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড ছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন ও ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

নিম্ন আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৯ আসামি- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু, মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিম, হানিফ পরিবহনের মালিক মো. হানিফ, জঙ্গি নেতা মাওলানা তাজউদ্দীন, মাওলানা শেখ আবদুস সালাম, মাওলানা শেখ ফরিদ, মাওলানা আবু সাইদ, মুফতি মঈনউদ্দিন শেখ ওরফে আবু জান্দাল, হাফেজ আবু তাহের, মো. ইউসুফ ভাট ওরফে মাজেদ ভাট, আবদুল মালেক, মফিজুর রহমান ওরফে মহিবুল্লাহ, আবুল কালাম আজাদ ওরফে বুলবুল, মো. জাহাঙ্গীর আলম, হোসাইন আহমেদ তামিম, রফিকুল ইসলাম ওরফে সবুজ ও মো. উজ্জ্বল ওরফে রতন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১৯ আসামি- শাহাদাৎ উল্লাহ ওরফে জুয়েল, মাওলানা আবদুর রউফ ওরফের আবু ওমর, আবু হোমাইরা ওরফে পীরসাহেব, মাওলানা সাব্বির আহমদ ওরফে আবদুল হান্নান সাব্বির, আরিফ হাসান ওরফে সুজন ওরফে আবদুর রাজ্জাক, হাফেজ মাওলানা ইয়াহিয়া, আবু বকর ওরফে সেলিম হাওলাদার, মো. আরিফুল ইসলাম ওরফে আরিফ, মহিবুল মোত্তাকিন ওরফে মুত্তাকিন (পলাতক), আনিসুল মুরছালিন ওরফে মুরছালিন (পলাতক), মো. খলিল (পলাতক), জাহাঙ্গীর আলম বদর ওরফে ওস্তাদ জাহাঙ্গীর (পলাতক), মো. ইকবাল (পলাতক), লিটন ওরফে মাওলানা লিটন (পলাতক), তারেক রহমান ওরফে তারেক জিয়া (পলাতক), হারিছ চৌধুরী (পলাতক), কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ (পলাতক), মুফতি শফিকুর রহমান (পলাতক), মুফতি আবদুল হাই (পলাতক) এবং রাতুল আহম্মেদ বাবু ওরফে বাবু ওরফে রাতুল বাবু (পলাতক)।

উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। ওই হামলায় আওয়ামী লীগের মহিলা-বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। আহত হন শেখ হাসিনাসহ আওয়ামী লীগের কয়েকশ নেতা-কর্মী। তাদের অনেকে আজও শরীরে গ্রেনেডের স্প্লিন্টার নিয়ে দুঃসহ জীবনযাপন করছেন। অনেকে চিরতরে পঙ্গু হয়ে গেছেন।

দেশের সরকারি ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুততম সময়ের মধ্যে নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস।

সোমবার (১৪ জুলাই) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে এ নির্দেশ দেন তিনি। বৈঠকে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান এবং কোন স্কুলগুলো ভালো করছে সে ব্যাপারে মূল্যায়ন জানতে চান প্রধান উপদেষ্টা।

বৈঠকে প্রধান উপদেষ্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান সম্পর্কে এবং কোন স্কুলগুলো ভালো করছে সে ব্যাপারে মূল্যায়ন জানতে চান।

উপদেষ্টা বিধান রঞ্জন রায় বলেন, ‘প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে অবকাঠামো উন্নয়নের জন্য অনেক অর্থব্যয় হয়েছে। কিন্তু মূল যে উদ্দেশ্য শিক্ষার মান বৃদ্ধি, সেটা সাধন হয়নি। আমরা মূল্যায়ন করে স্কুলগুলোকে র‍্যাংকিং করছি। যেসব স্কুলের বাচ্চারা পিছিয়ে আছে তাদের জন্য বিশেষ কর্মসূচি নিচ্ছি।

তিনি জানান, মূল্যায়নে দেখা গেছে যেসব স্কুলের মান ভালো সেখানে প্রধান শিক্ষকের যোগ্যতা ও তার সঙ্গে অন্য সহকর্মীদের সম্পর্ক-ব্যবহার বড় ধরনের ভূমিকা রাখছে। দেশের ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ বর্তমানে শূন্য রয়েছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান বলেও প্রধান উপদেষ্টাকে অবহিত করেন তিনি। 

বৈঠকে প্রধান শিক্ষক পদে পদায়নের পাশাপাশি নতুন নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, ‘স্কুলগুলোতে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কীভাবে যোগ্যদের নিয়ে আসা যায় সে বিষয়টিকে প্রাধান্য দিতে হবে। কয়েকটা ক্যাটাগরি করে দিতে হবে। যারা বহু বছর ধরে শিক্ষকতা করে আসছেন, অভিজ্ঞ তারা প্রাধান্য পাবেন। এর পাশাপাশি তরুণদেরও প্রধান শিক্ষক হিসেবে নিয়োগের জন্য সুযোগ দিতে হবে। এই নিয়োগ প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে।

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সঙ্গে সমন্বয় করে অতিদ্রুত বিজ্ঞপ্তি দিয়ে প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া সম্পন্নের নির্দেশ দেন তিনি। এর পাশাপাশি শিক্ষকদের বদলির ক্ষেত্রেও নীতিমালায় পরিবর্তন আনার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। 

তিনি বলেন, ‘অনেক সময় এক উপজেলায় নিয়োগ পেয়ে পরে অন্য উপজেলায়, শহরের কাছে কোনো স্কুলে শিক্ষকরা বদলির জন্য চেষ্টা করেন। তারা সুপারিশ-তদবির নিয়ে বিভিন্ন মহলে ঘোরেন। এক্ষেত্রে একটি সুস্পষ্ট নীতিমালা ও প্রক্রিয়া থাকতে হবে। কেবল ওই প্রক্রিয়ার মধ্য দিয়েই তিনি বদলি হতে পারবেন।’

স্কুলগুলোতে মেয়েদের জন্য বিশেষ ব্যবস্থা, স্কুলের অবকাঠামো নারীবান্ধব কি না এসকল বিষয়েও জানতে চেয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ‘স্কুলের ভবন নির্মাণের সময় কমিটিতে অন্তত একজন নারী স্থপতি রাখতে হবে যাতে নারীবান্ধব অবকাঠামো নির্মাণ হয়। পরিকল্পনায়, চিন্তায়, বাস্তবায়নে মেয়েদের বিষয় আলাদা করে গুরুত্ব দিতে হবে, সব ব্যবস্থা রাখতে হবে।’

এছাড়া দেশের সকল প্রাথমিক স্কুলকে ধারাবাহিকভাবে ইন্টারনেট সংযোগ ও মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ তৈরির বিষয়েও জোর দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব