• Colors: Purple Color

আজ ১৩ জুলাই, ২০২৫। ঠিক এক বছর আগে, এইদিনে কোটা সংস্কার আন্দোলন গড়ায় ১৩তম দিনে।

এদিন আন্দোলনকারীরা যেমন তাদের দাবির পক্ষে শক্ত অবস্থান জানাচ্ছিলেন, তখন একই সাথে আন্দোলনের প্রতি আওয়ামী লীগ সরকারের আগ্রাসী মনোভাব ফুটে উঠতে থাকে।

এদিন–ই অজ্ঞাতনামা বহু আন্দোলনকারীকে আসামি করে শাহবাগ থানায় মামলা করে ডিএমপি। এজাহারে ১১ জুলাই শাহবাগে পুলিশ ব্যারিকেড ভেঙে মারধর এবং এপিসি-২৫ ও ওয়াটার ক্যাননে ভাঙচুর চালিয়ে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ করা হয়।

এক ব্রিফিংয়ে সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ জানান, কঠোর অবস্থানে যেতে পারে আইনশৃঙ্খলাবাহিনী। ওবায়দুল কাদের বলেছিলেন, দেশের আর্থসামাজিক পরিস্থিতিতে কোটা ব্যবস্থা শতভাগ যৌক্তিক একটি পন্থা। আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্রিফিং করে ছাত্রলীগও।

পরে বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এক ব্রিফিংয়ে জানানো হয়, আন্দোলন ভিন্ন খাতে ঘোরাতে এই মামলা। ১৪ জুলাই রাষ্ট্রপতি বরাবর স্বারকলিপি দেয়ার কর্মসূচিও ঘোষণা করে তারা।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বোমা মেরে বিএনপিকে পরাজিত করা যাবে না। এমন ঘটনা প্রকাশ্যে না ঘটায় কারও নাম নেয়া হচ্ছে না। তবে এটা বের করার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের। এমনকি পরিবেশ নষ্ট করার ক্ষেত্রে যদি রাষ্ট্র জড়িত থাকে, তাহলে তার পরিণামও ভালো হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

রোববার (১৩ জুলাই) দিবাগত রাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনায় সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, কিছু রাজনৈতিক দল স্বাভাবিক আচরণ করতে পারছে না। তারা তাদের পরিণতির কথা চিন্তা করে না, কি হতে পারে। দলের নামে যারা সন্ত্রাস করবে, চাঁদাবাজি, দখলবাজি করবে, তাদের প্রতি দল একেবারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে যাচ্ছে। তারপরও যারা বিএনপিকে দায় চাপানোর চেষ্টা করছে, তারা কীসের দায় চাপাবে—এমন প্রশ্ন রাখেন তিনি।

তিনি আরও বলেন, অনেক ঘটনার সঙ্গে রাষ্ট্রের গভীর থেকে শুরু করে কোনো রাজনৈতিক শক্তি সন্ত্রাসের মাধ্যমে তাদের লক্ষ্যে পৌঁছাতে চায়। যার প্রমাণ এই ককটেল বিস্ফোরণ। এটা শেখ হাসিনার কালচার। বিএনপি অফিসে কারা বোমা মেরেছে—এটা সরকার বা গোয়েন্দা বাহিনী জানে না?

ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপিকে দমন করা যাবে না উল্লেখ করে রিজভী বলেন, বাংলাদেশকে কোনো দেশের তাবেদার বানানো যাবে না। শেখ হাসিনা গত ১৬ বছরে পারেননি, আর এখন ককটেল ফাটিয়ে ভয় দেখানোর কথা ভাবলে তারা বোকার স্বর্গে বাস করছে। এই নীতি হলে পরিণতি ভালো হবে না।

পানি কমতে থাকায় ফেনীতে প্লাবন পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। এতে ধীরে ধীরে বেরিয়ে আসছে বন্যায় হওয়া ক্ষয়ক্ষতির চিহ্ন।

সরেজমিন রোববার (১৩ জুলাই) দেখা গেছে, ফুলগাজীতে বেশিরভাগ জায়গা থেকে পানি নেমে গেছে। তবে, এখনও প্লাবিত মুন্সিরহাট, দরবারপুর ও আনন্দপুর ইউনিয়নের অনেক বাড়িঘর।

এদিকে নোয়াপুর গ্রামের সিলোনিয়া নদীর ভাঙা স্থান দিয়ে এখনও পানি ঢুকছে লোকালয়ে। ছাগলনাইয়া, ফেনী সদর ও দাগনভূঞা উপজেলায় প্লাবিত হওয়া গ্রামগুলো থেকে পানি নামতে শুরু করেছে।

পরশুরামের বেশিরভাগ বাড়িঘর থেকেই নেমে গেছে পানি। স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিহ্ন।

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের দেহে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। তবে এ সময় করোনায় মৃত্যুর কোনো খবর পাওয়া যায়নি। এতে চলতি বছর এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৭ জনেই স্থির আছে।

আজ সোমবার (১৪ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৯৫টি নমুনা পরীক্ষা করে ৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত করা হয়। এ নিয়ে করোনা ভাইরাসে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ২২৮ জনে। এছাড়া, গত সাড়ে পাঁচ বছরে দেশে করোনায় মারা গেছেন মোট ২৯ হাজার ৫২৬ জন।

এর আগে, রোববার (১৩ জুলাই) নতুন কারও দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়নি। তবে এ সময়ে করোনায় একজনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

যারা জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করতে চায় তাদের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচন যত দেরি হবে তত তাদের সুবিধা, কিন্তু বাংলাদেশের জন্য তো সুবিধা না। জনগণের কাছে দায়বদ্ধ, জবাবদিহিমূলক সরকার না হলে সংকট বাড়বে, কঠিন থেকে কঠিনতর হবে সব কিছু। এভাবে চলতে পারে না। সবকিছুর একটা মেয়াদোত্তীর্ণ তারিখ আছে।

গণফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টুর প্রয়াণে সোমবার (১৪ জুলাই) রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনিস্টিটিউটে স্মরণ সভায় তিনি এসব কথা বলেছেন।

আমীর খসরু বলেন, যারা নির্বাচন ও গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে তারা একটি প্রক্রিয়ার সাথে জড়িত। তারা বাংলাদেশে নির্বাচন চায় না। তারা মনে করছে, নির্বাচিত সরকার এলে তাদের জন্য সুযোগ-সুবিধা থাকবে না। বিভিন্ন বন্দোবস্তের নামে যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে , তাদেরকে ক্ষমতা দেয়া হয় নাই, পরিষ্কার কথা। বাংলাদেশ সঠিক পথে না চললে আবারও বিপর্যয় নেমে আসবে।

তিনি আরও বলেছেন, আপনারা রাজনৈতিক দল গঠন করে প্রেশার গ্রুপের ভূমিকা পালন করবেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করবেন সেটি গ্রহণযোগ্য হতে পারে না। আর মৌলিক পরিবর্তন আপনার জন্য যেটা, অন্য দলের জন্য তা না-ও হতে পারে।

মুক্তিযুদ্ধের প্রশ্নে আমাদের কোনও আপস নেই। মুক্তিযুদ্ধকে সুপরিকল্পিতভাবে অস্বীকার করার প্রবণতা দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গণফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টুর প্রয়াণে সোমবার (১৪ জুলাই) রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনিস্টিটিউটে স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব বলেন, যারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে স্বাধীনতায় বিশ্বাস করেনি, তারা এমন এমন কথা বলছে যে প্রশ্ন এসে যায় আমরা কি ’৭১ সালে মুক্তিযুদ্ধ করেছিলাম?

একটা চক্রান্ত চলছে, বাংলাদেশে কীভাবে নির্বাচনটা পিছিয়ে দেয়া যায়— এমন অভিযোগ করে আশাবাদও ব্যক্ত করেছেন মির্জা ফখরুল। বললেন, তবে আমরা আশাবাদী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে।

তিনি আরও বলেন, যতগুলো কমিশন হচ্ছে সবগুলোতেই আমরা আমাদের প্রতিনিধি পাঠাচ্ছি নিয়মিতভাবে। কিন্তু একটা মহল বলছে বিএনপি নাকি সংস্কারের বিপক্ষে।

মির্জা ফখরুল বলেন, ’২৪ এর গণঅভ্যুথানের মাধ্যমে আমরা যে সফলতা পেয়েছি তার মানে এই না আমাদের ১৫ বছরের সংগ্রামকে একেবারে বাদ দিয়ে দিতে হবে।

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব