• Colors: Purple Color

আগামী ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করবে অন্তর্বর্তীকালীন সরকার— এমনটাই আশা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৭ জুলাই) সকালে সিলেটে হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশের সঠিক পথে অগ্রযাত্রা সম্ভব।

তিনি আরও বলেন, ছাত্র-জনতার আন্দোলন, বিশেষ করে জুলাইয়ের রক্তাক্ত ছাত্র গণঅভ্যুত্থান যে নতুন পথ দেখিয়েছে তা বাস্তবায়নে কাজ করতে হবে সবাইকেই।

এসময় তিনি দাবি করেন, দেশে বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা, হাজারো প্রাণহানি ঘটেছে।

সিলেট জেলা ও মহানগর বিএনপির সহযোগিতায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া ও এক আলোচনা সভায় অংশগ্রহণ করতেই সকাল ৯টায় সিলেটে পৌঁছান বিএনপি মহাসচিব।

জুলাই সনদ–বিচার–সংস্কার ছাড়া নির্বাচন নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ সোমবার সকালে রাজশাহী থেকে নাটোরের উদ্দেশে রওনা দেয়ার সময় পর্যটন মোটেলে সাংবাদিকদের এ কথা বলেন। 

নাহিদ ইসলাম বলেন, ৫ আগস্ট পর্যন্ত জুলাই সনদের জন্য অপেক্ষা করা হবে। আশা করা যায়, সরকারসহ সব পক্ষ এরমধ্যেই জুলাই সনদ ঘোষণা করবে। জুলাই সনদ নিয়ে কেন দেরি করা হচ্ছে সে বিষয়ে সরকারকেই স্পষ্ট করতে হবে। 

এনসিপির এই নেতা বলেন, জুলাই সনদ দিতে সরকার যদি ব্যর্থ হয় তাহলে অভ্যুত্থানের অন্যান্য অংশীজনের সঙ্গে কথা বলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

নাহিদ আরও বলেন, রাজশাহীতে আমরা এনসিপির শক্তিশালী সমর্থন পেয়েছি। বাংলাদেশের পুনর্গঠনে আমাদের এখনই ঐক্যবদ্ধ হতে হবে।

পথসভায় স্থানীয় নেতা-কর্মীরা অংশ নেন এবং রাজশাহী অঞ্চলের বিভিন্ন সমস্যা নিয়ে দলের কেন্দ্রীয় নেতৃত্বকে অবহিত করেন।

রাজধানীর কাকরাইল মোড়ে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে পুলিশ। এ সময় বিডিআরের দুই সদস্য আহত হয়েছেন। তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা করেছিলেন তারা।

সোমবার (৭ জুলাই) দুপুরে রাজধানীর শাহবাগ থেকে যমুনার দিকে যাওয়ার সময় কাকরাইল মোড়ে তাদের আটকে দেয় পুলিশ। পরে ব্যারিকেট ভাঙার চেষ্টা করলে জলকামান নিক্ষেপ করে পুলিশ।

সকাল থেকে রাজধানীর শাহবাগে জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। তারা জানান, দাবি পূরণ না হলে আন্দোলন চালিয়ে যাবেন। এরপর পৌনে ১২টার দিকে শাহবাগ মোড় থেকে যমুনার উদ্দেশে মিছিল নিয়ে রওনা দেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা।

কাকরাইল মোড়ে প্রথমে বিডিআর সদস্যদের আটকে দেয় পুলিশ

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’ ও এর পার্শ্ববর্তী এলাকায় যেকোনো ধরনের সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ডিএমপি। এরপরও যমুনার উদ্দেশে পদযাত্রা করায় তাদের ছত্রভঙ্গ করা হয়েছে।

রাষ্ট্র সংষ্কারে রাজনৈতিক দলগুলোর বক্তব্য আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়েই জাতীয় ঐকমত্য কমিশন ঐকমত্য তৈরির চেষ্টা করছে বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ১০ম দিনের আলোচনার সূচনায় তিনি এসব কথা বলেন।

আলি রীয়াজ বলেন, ইতোমধ্যে কিছু বিষয়ে আলোচনার অগ্রগতি হয়েছে, কিছু বিষয়ে আলোচনা চলছে। এনসিসি গঠনের ক্ষেত্রে অধিকাংশ দল দ্বিমত পোষণ করছে। জাতীয় ঐকমত্য কমিশন কোনো কিছু চাপিয়ে দিচ্ছে না।

ঐকমত্য প্রতিষ্ঠায় সবার চেষ্টা রয়েছে বলে জানান অধ্যাপক আলী রীয়াজ। এসময় রাজনৈতিক দলগুলোকে বেশি বেশি আলোচনায় বসার মাধ্যমে দ্রুত ঐকমত্যে পৌঁছানোর আহ্বান জানান তিনি।

আজকের বৈঠকের আলোচ্য সূচিতে রয়েছে উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের সম্প্রসারণ, জরুরি অবস্থা ঘোষণা এবং নারী প্রতিনিধিত্ব।

জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। আগামী বৃহস্পতিবার (১০ জুলাই) এ বিষয়ে আদেশ দেয়া হবে।

সোমবার (৭ জুলাই) দ্বিতীয় দিনের মতো শুনানি শেষে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ আদেশ দেন।

এ সময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন শুনানি করেন। 

তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ কল্পিত, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এর কোন ভিত্তি নেই। শেখ হাসিনার উন্নয়ন কাজে ঈর্ষান্বীত হয়েই এমন অভিযোগ আনা হয়েছে।

এদিন মামলার মামলায় গ্রেফতার একমাত্র আসামি সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এর আগে, গত মঙ্গলবার (১ জুলাই) জুলাই গণহত্যার মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনে প্রথম দিনের শুনানি অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর গুলি, হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অভিযুক্তদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে। আন্দোলন ঠেকাতে আওয়ামী লীগ সরকারের নির্দেশে নির্বিচারে গুলি চালানো হয়। হাজারেরও বেশি মানুষ এতে প্রাণ হারায়।

অন্তর্বর্তী সরকারের পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এবং মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমার বিরুদ্ধে খাদ্যশস্য ও অর্থ বরাদ্দে অনিয়ম ও বৈষম্যের অভিযোগ তুলে খাগড়াছড়িতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ‘ত্রিপুরা-মারমা সচেতন সমাজ, খাগড়াছড়ি পার্বত্য জেলা’—এই ব্যানারে আজ সোমবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সুপ্রদীপ চাকমার পদত্যাগ এবং কংকন চাকমাকে অপসারণ দাবি করেন আয়োজকেরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন সংগঠনটির মুখপাত্র রুমেল মারমা। লিখিত বক্তব্যে তিনি বলেন, সুপ্রদীপ চাকমা উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে প্রকল্প বণ্টন এবং খাদ্যশস্য ও অর্থ বরাদ্দে অনিয়ম করছেন। বরাদ্দের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এতে অন্যান্য জনগোষ্ঠীর মানুষ বঞ্চিত ও বৈষম্যের শিকার হচ্ছেন।
সংবাদ সম্মেলনে চার দফা দাবি তুলে ধরা হয়। দাবি মধ্যে রয়েছে—সুপ্রদীপ চাকমার পদত্যাগ ও কংকন চাকমার অপসারণ করা, জেলার প্রকল্প ও বরাদ্দে সমবণ্টন নিশ্চিত করা এবং আঞ্চলিক পরিষদ, জেলা পরিষদ ও টাস্কফোর্সে মারমা ও ত্রিপুরা জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা।
আগামী সাত দিনের মধ্যে এসব দাবি না মানলে পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় লাগাতার সড়ক, নৌপথ অবরোধসহ কঠোর কর্মসূচির পালনের হুঁশিয়ারি দেওয়া হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সূর্য কিরণ ত্রিপুরা, প্রশান্ত ত্রিপুরা, মোচাই মারমা, উক্রাচিং মারমা, সীমা ত্রিপুরা ও তনয় ত্রিপুরা প্রমুখ।

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব