• Colors: Purple Color

এনবিআর কর্মকর্তাদের চলমান অযৌক্তিক আন্দোলনে কিছু ব্যবসায়ীদের ইন্ধন থাকতে পারে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

বুধবার (২৫ জুন) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা এ কথা বলেন।

ভালোর জন্যই এনবিআর সংস্কার করা হয়েছে জানিয়ে আগামীকাল বৃহস্পতিবার এনবিআর কর্মকর্তাদের সাথে বৈঠকের পর সমাধান হতে পারে বলেও আশা প্রকাশ করেন।

তিনি বলেন, দেশের অর্থনীতি ঠিক রাখতে হলে রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে থাকতে হয়। সেটি থাকায় ঋণদাতা সংস্থাগুলা ঋণে ছাড় দিয়েছে।

অর্থ উপদেষ্টা বলেন, বিদেশি বিনিয়োগের গতি এখন কম থাকলেও দেশের অর্থনৈতিক অবস্থা ভালো । দেশের অর্থনীতিতে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার প্রভাব পড়েনি বলেও জানান ড. সালেহউদ্দিন । বলেন, আগের মূল্যেই তেলসহ সব আমদানি করা হচ্ছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের সবচেয়ে বড় দুটো শত্রু হলো মাদক আর দুর্নীতি। এলাকাভিত্তিক তৎপরতা দেখিয়ে কাজ হবে না, মাদকের গডফাদারদের ধরতে হবে। উচ্চশ্রেণির মানুষের মধ্যেও মাদক প্রতিরোধে টার্গেট করতে হবে।

বুধবার (২৫ জুন) দুপুরে সচিবালয়ে বেসরকারি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের মান উন্নয়নে সরকারি আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের পূর্বের আলোচিত মাদক চোরাকারবারি টেকনাফের আব্দুর রহমান বদি ওরফে ইয়াবা বদির মতো বর্তমানে অনেক বদি হয়ে গেছে। তাদেরকে কীভাবে ধরা যায়, সেজন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। এমনকি মাদকের বিরুদ্ধে লিখতে তাদের আহ্বান জানান।

তিনি আরও বলেন, মাদকাসক্তি নিরাময়ের খরচ অনেক বেশি। তাই নিরাময় কেন্দ্রে যেন না যেতে হয়, সেই চেষ্টা থাকতে হবে। নিরাময় কেন্দ্রগুলোকে যেন অন্য হাসপাতালে পরিণত করা যেতে পারে, সেই চেষ্টা চালিয়ে যেতে হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

কুমিল্লার মুরাদনগরে বসতঘরের দরজা ভেঙে এক নারীকে (২৫) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নিজেই বাদী হয়ে শুক্রবার (২৭ জুন) মুরাদনগর থানায় অভিযুক্ত ফজর আলীকে আসামি করে একটি ধর্ষণ মামলা করেছেন। ভুক্তভোগীর অভিযোগ, গত বৃহস্পতিবার (২৬ জুন) দিবাগত রাতে ধর্ষণের ঘটনা ঘটে।

রোববার (২৯ জুন) রাত দেড়টার দিকে কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান জানান, ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়ার অপরাধে ইতোমধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মূল আসামিকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

সংবাদ মাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে পুলিশ সুপার আরও জানান, ২৬ জুন রাত ৮টার দিকে মুরাদনগরের রামচন্দ্রপুর পাঁচকিত্তা গ্রামের ফজর আলী একজন প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করার অভিযোগে এলাকার লোকজনের হাতে আটক ও প্রহৃত হন। পরবর্তীতে আহত ফজর আলী সেখান থেকে পালিয়ে যান। ঘটনাস্থলে উপস্থিত কিছু লোক তাৎক্ষণিকভাবে ভিকটিমের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। 

সংবাদ পেয়ে মুরাদনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনানুগ কার্যক্রম গ্রহণ করে। ভিকটিমের লিখিত এজহারের ভিত্তিতে মুরাদনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়। 

এ ঘটনায় মুরাদনগর থানা পুলিশ অভিযুক্ত ধর্ষককে গ্রেফতারপূর্বক তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। ঘটনার ভিডিও ধারণ করে যারা সামাজিক যোগাযোমাধ্যমে ছড়িয়ে দিয়েছে তাদের মধ্যে তিনজনকে ই্তোমধ্যে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত তিনজনের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছে পুলিশ সুপার। তবে গ্রেফতারকৃতদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

জানা গেছে, ভুক্তভোগী নারী দুই সন্তানের জননী। তার স্বামী দুবাই প্রবাসী। আর অভিযুক্ত ফজর আলী বাহেরচর পাঁচকিত্তা গ্রামের পূর্বপাড়ার শহীদ মিয়ার ছেলে। 

কুমিল্লার মুরাদনগর উপজেলায় এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনার জন্য স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রশ্রয়দাতারা দায়ী বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

শনিবার (২৮ জুন) দিবাগত রাতে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এ অভিযোগ করেন তিনি।

আসিফ মাহমুদ লেখেন, মুরাদনগরের সকল আওয়ামী সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয়, পুনর্বাসন এবং ক্ষমতায়নের মাধ্যমে সাধারণ মানুষের উপর অত্যাচার, নির্যাতন, চাঁদাবাজি, ধর্ষণের উদ্দেশ্যে যারা ছেড়ে দিয়েছেন, তারাই আজকের পরিস্থিতির জন্য দায়ী। এর আগেও চাঁদাবাজকে হাতেনাতে গ্রেফতার করায় তাকে ছিনিয়ে নিতে থানায় হামলা-ভাঙচুর করে এক মাফিয়ার বাহিনী।

তিনি আরও লেখেন, আজকে আমি লজ্জিত, আমার বলার ভাষা নেই। এলাকার লোকজন দেখা হলেই বলে গণ-অভ্যুত্থানে দেশ মুক্ত হয়েছে। কিন্তু মুরাদনগর আরও বড় মাফিয়াদের দখলে গেছে। স্থানীয় প্রশাসন ধর্ষকদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে। তবে মূল মাফিয়াদের লাগাম টেনে না ধরা গেলে ভবিষ্যতে পরিস্থিতি আরও খারাপ হবে।

গত শুক্রবার (২৭ জুন) ভুক্তভোগী নিজে বাদী হয়ে মুরাদনগর থানায় অভিযুক্ত ফজর আলীকে আসামি করে একটি ধর্ষণ মামলা করেন। এরইমধ্যে ভিডিও ভাইরাল করা তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। মূল আসামিকে ধরতে অভিযান অব্যাহত আছে। তবে গ্রেফতারকৃতদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের সপ্তম দিনের বৈঠক আজ রোববার (২৭ জুন) অনুষ্ঠিত হবে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সকাল সাড়ে ১০টায় বৈঠকটি শুরু হবে।

বৈঠকে সভাপতিত্ব করবেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। সংস্কার প্রস্তাবের অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আজ আলোচনা হবে।

এর আগে, দ্বিতীয় পর্যায়ের ৬ দিনের বৈঠকে ৯টি এজেন্ডা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা হয়। সবশেষ গত বুধবারের বৈঠকে সংবিধানের ৭০ অনুচ্ছেদ পরিবর্তনের বিষয়ে সব রাজনৈতিক দল একমত হয়।

একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন এমন প্রস্তাবনায় সম্মতি জানিয়েছে বিএনপি। তবে নির্বাহী বিভাগের ক্ষমতা কমাতে রাজি নয় দলটি। সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগের জন্য আলাদা কমিটি প্রস্তাবের বিরোধিতা করেছে তারা। এদিকে, সংবিধানের মূলনীতি নিয়ে কমিশনের প্রস্তাবে অধিকাংশ রাজনৈতিক দল একমত।

অভ্যুত্থানের বর্ষপূর্তিতে সারাদেশে ১ থেকে ৩০ জুলাই পর্যন্ত পদযাত্রার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ জুন) দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ ট্যাগলাইনে হবে এ কর্মসূচি। আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হবে। ১৬ জুলাই বৈষম্যবিরোধী শহীদ দিবস এবং ৩ আগস্ট শহীদ মিনারে ছাত্র-জনতার ইশতেহার পাঠ করা হবে। এছাড়া ৫ আগস্ট উদযাপন করা হবে ছাত্র-জনতার মুক্তি দিবস।

নাহিদ ইসলাম বলেন, মাসব্যাপী তারা ছাত্র-জনতার আন্দোলনে যারা আহত হয়েছিলেন তাদের কাছে যাবেন। যাবেন শহীদ পরিবারের কাছে। অন্য যারা সহযোদ্ধা ছিলেন, তাদের কাছে যাবেন। সবার কাছে শুনবেন জুলাই অভ্যুত্থান নিয়ে আকাঙক্ষার কথা।

এ সময়, জুলাই ঘোষণাপত্র প্রকাশ এবং আওয়ামী লীগ নিষিদ্ধ না করায় ক্ষোভ প্রকাশ করেন এনসিপি আহ্বায়ক। বলেন, জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীরা কারও মুখাপেক্ষী নয়। প্রয়োজনে গণঅভ্যুত্থানে অংশগ্রহনকারীদের নিয়ে ঘোষণাপত্র দেয়ার কথা জানান নাহিদ ইসলাম।

নির্বাচনের আগে বিচারের রোডম্যাপ দেয়ার দাবিও জানান তিনি। নাহিদ বলেন, যারাই ক্ষমতায় আসুক সেখানে বিচার প্রক্রিয়া চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি থাকতে হবে। সারজিস আলম ও অনিক রায়কে প্রধান করে উদযাপন কমিটিও ঘোষণা করে এনসিপি।

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব