• Colors: Purple Color

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ বাতিলে দাবিতে বিক্ষোভ করেছে সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম। রোববার (২২ জুন) সচিবালয়ের ১১ নম্বর ভবনের নীচে এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় একটি মিছিল নিয়ে সচিবালয় প্রদক্ষিণও করেন তারা।

সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান মো. বদিউল কবির বলেন, এই আইনের বিরুদ্ধে কর্মরত সবাই ফুঁসে উঠেছে। আর সময়ক্ষেপণ না করে এই কালো আইন বাতিল করতে হবে।

আরেক কো-চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, ভদ্রতা, সরলতা, শৃঙ্খলাকে দুর্বলতা ভাবলে ভুল হবে। অধ্যাদেশ সংশোধন নয় বাতিল করতে হবে। যেসব কর্মকর্তা এ অধ্যাদেশ প্রণয়নের সাথে জড়িত তাদের দফতরের সামনেও সামনেও অবস্থান ধর্মঘটও করা হতে পারে।

কর্মসূচি শেষে আগামীকাল সোমবার (২২ জুন) সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের লাইব্রেরিতে কর্মবিরতি পালনের ঘোষণা দেন তারা।

সংবিধান লঙ্ঘন করে দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাবেক ৩ প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য কমিশনার ও সচিবসহ ১৯ জন এবং অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা করেছে বিএনপি। রোববার (২২ জুন) শেরেবাংলা নগর থানায় মামলাটি দায়ের করে দলটি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি অভিযোগ প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিনের কাছেও জমা দেয়া হয়েছে। বিএনপির জাতীয় কমিটির সদস্য সালাহউদ্দিন খানের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল অভিযোগটি দায়ের করেন। তালিকাটি চূড়ান্ত নয় জানিয়ে সালাহউদ্দিন খান বলেন, অভিযুক্তদের সব নাম এখনো সংগ্রহ করা হয়নি। তদন্তের মাধ্যমে অভিযুক্তদের নাম অন্তর্ভুক্ত করা হবে। তিনি আরও জানান, যারা নির্বাচন পরিচালনা করেছেন সেসব জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হবে। এর আগে নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশে নির্বাচনী জালিয়াতিতে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রস্তাব করা হয়েছিলো।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সকল আঞ্চলিক অফিসের কার্যক্রম ও নাগরিক সেবা আগামীকাল থেকে চালু হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। রোববার (২২ জুন) সকালে ঢাকা দক্ষিণ নগর ভবনের সামনের কর্মসূচি থেকে একথা বলেন তারা।

এসময়, সংশ্লিষ্ট দফতরে কর্মরতদের নিজ নিজ কাজে ফিরে যেতে আহ্বান জানান নগরভবনে অবস্থান কর্মসূচি পালন করা ঢাকাবাসীর সংগঠকরা। নগরবাসীর সেবা যাতে কোনভাবেই বিঘ্নিত না হয় সেদিকে খেয়াল রাখার আহ্বান জানানো হয়।

বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ফ্যাসিস্ট কর্মকর্তা ও দোসর কেউ যদি নগর ভবনে আসেন তাহলে নিজ দায়িত্বে আসবেন। কোনো ফ্যাসিস্টের জায়গা নগর ভবনে হবে না।

একইসাথে ইশরাক হোসেনের শপথ গ্রহণ না করিয়ে আদালত ও সংবিধান অমান্য করায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়ার অপসারণ দাবি করেন আন্দোলনকারীরা।

য়াডাঙ্গার দর্শনায় মাছ চুরি ঠেকাতে পুকুরের চারপাশের বেড়া বিদ্যুতায়িত করে রাখা হয়েছিল। সেই বেড়ায় স্পর্শ করায় প্রাণ গেছে চাঁন মিয়া (৩০) নামে এক কৃষকের। নিহত চাঁন মিয়া বুদ্ধি প্রতিবন্ধী ছিলেন।

রোববার (২২ জুন) সকালে উপজেলার ঝাঝরি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, একই গ্রামের আব্বাস আলী কেরু এন্ড কোম্পানির একটি পুকুর লিজ নিয়ে মাছ চাষ করতেন। পুকুরের মাছ চুরি ও প্রাণীতে মাছ খেতে না পারে সেজন্য আব্বাস আলী পুকুরের চারপাশ জিআই তারের সাথে বিদ্যুতের সংযোগ দিয়ে রাখেন।

এদিন সকালে চাঁন মিয়া কৃষি কাজ করার জন্য গ্রামের মাঠে যাচ্ছিলেন। পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত জিআই তারে হাত দিলে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর ঘটনার সত্যতা নিশ্চিত করেন। বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ নিয়ে সবার মধ্যেই স্বস্তি ফিরেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, মতপার্থক্য থাকবেই তবে যেসব বিষয়ে ঐক্য হবে সেসব বিষয়ে কাজ করা হবে।

রোববার (২২ জুন) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের বৈঠক শেষে ব্রিফংয়ে এ কথা বলেন তিনি।

আমীর খসরু বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে বিএনপির পরিকল্পনার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের শান্তিপূর্ণ ট্রানজেকশন দেখতে চান তারা। এ সময় ট্যারিফ নিয়ে বিশেষভাবে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার জাতীয় বাজেটের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

রোববার (২২ জুন) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই বাজেট প্রস্তাব চূড়ান্ত করা হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে। 

আগামী ১ জুলাই থেকে এই বাজেট বাস্তবায়ন শুরু হবে। এতে সমালোচনার মুখে ফ্ল্যাট কেনা ও ভবন নির্মাণে অপ্রদর্শিত বা কালোটাকা সাদা করার সুযোগ প্রত্যাহার করা হয়েছে। নতুন বাজেটের মাধ্যমে সাড়ে ৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য অন্তবর্তী সরকারের।

২ লাখ ২৬ হাজার কোটি টাকার বাজেট ঘাটতি পূরণের জন্য সরকার অভ্যরন্তরীণ উৎস থেকে ১ লাখ ২৫ হাজার কোটি টাকা ঋণ নিবে। আর বিদেশি উৎস থেকে গ্রহণ করবে, ১ লাখ ১ হাজার কোটি টাকা।

এবার সংসদ না থাকায় বাজেট নিয়ে বেশি আলোচনা হয়নি। অর্থ বিভাগের ওয়েবসাইটে মতামত দেওয়ার সুযোগ রাখা হয়। কয়েকটি চেম্বার ও অ্যাসোসিয়েশন সংবাদ সম্মেলন করে। কেউ কেউ আবার বৈঠক করেছেন অর্থ উপদেষ্টার সঙ্গে।

চলতি অর্থবছরের মূল বাজেটে ৬২টি মন্ত্রণালয় ও বিভাগের অনুকূলে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার নিট বরাদ্দ ছিল। সংশোধিত বাজেটে ১০টি মন্ত্রণালয় ও বিভাগের বরাদ্দ বেড়েছে ১ লাখ ৩০ হাজার কোটি টাকা। বাকি ৫২টি মন্ত্রণালয় ও বিভাগের বাজেট কারও কমেছে, কারও অপরিবর্তিত রয়েছে।

উল্লেখ্য, সংসদ কার্যকর না থাকায় গত ২ জুন টেলিভিশনে বাজেট উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব