• Colors: Purple Color

২১ আগস্টের গ্রেনেড হামলার মামলায় আসামিদের খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি ১ জুন পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। বুধবার (২৮ মে) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে, গত ১ ডিসেম্বর ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। পরে ১৯ মার্চ এ মামলায় সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল করেন রাষ্ট্রপক্ষ। আসামিপক্ষের আইনজীবীদের প্রত্যাশা হাইকোর্টের আদেশ বহাল থাকবে আপিল বিভাগেও।

উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় আওয়ামী লীগের ২৪ নেতা-কর্মী নিহত হন।

আলোচিত ওই ঘটনার পর হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দু’টি মামলা হয়। ২০১৮ সালে বিচারিক আদালত দু’টি মামলারই রায় দেন। রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড ছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন ও ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘তারুণ্যের সমাবেশ’ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বুধবার (২৮ মে) বিকেল সাড়ে তিনটার দিকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই সমাবেশ শুরু হয়।

বিএনপির তিন অঙ্গসংগঠন—ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবকদলের কর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে এই সমাবেশ।

এর আগে, তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার এই সমাবেশে সকাল দশটা থেকে যোগ দিতে শুরু করেছেন ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ বিভাগ থেকে আসা তরুণ-তরুণীরা। বিকেল পাঁচটায় তারুণ্যের এই সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি দেশের তরুণ প্রজন্মের সামনে দলের রাষ্ট্রচিন্তা, রাজনৈতিক রূপরেখা ও ভবিষ্যৎ কৌশল তুলে ধরবেন। তরুণদের কাছে টানতে মে মাসজুড়ে কর্মসূচি ঘোষণা করে বিএনপির এই তিন অঙ্গসংগঠন।

সহ-সভাপতি মো. রিপনুল হাসানকে গ্রেফতারের প্রতিবাদে এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতে দেশের সকল জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বুধবার (২৮ মে) এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, আজ থেকেই ঢাকাসহ সারাদেশের সব জুয়েলারি দোকান বন্ধ থাকবে। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, সহ-সভাপতির প্রতি অবিচার ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বাজুসের ভারপ্রাপ্ত সভাপতি গুলজার আহমেদ ও সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায় এক যৌথ বিবৃতিতে মো. রিপনুল হাসানকে গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং এর তীব্র নিন্দা জানান।

প্রসঙ্গত, বুধবার (২৮ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর পুরান ঢাকার তাঁতীবাজার এলাকায় নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে মো. রিপনুল হাসানকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।

চার দিনের জাপান সফরে এখন টোকিওতে রয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সফরের প্রথম দিন একাধিক বৈঠক ও অনুষ্ঠানে যোগদান করেন তিনি। এক অনুষ্ঠানে জাপানের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের আবহ বর্ণনার পাশাপাশি ‘নতুন বাংলাদেশ’-এর গল্প শোনান তিনি। বাংলাদেশের ছাত্র-জনতার আন্দোলন, দেশে সেসময়ের পরিস্থিতি বর্ণনার পাশাপাশি তার নেতৃত্বে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাজের বিষয়েও আলোকপাত করেন প্রধান উপদেষ্টা।

২০২০ টোকিও অলিম্পিকের সঙ্গে নিজের সম্পৃক্ততার স্মৃতিচারণ করেন প্রধান উপদেষ্টা। এর আগে একাধিক অলিম্পিকে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি তাকে মশাল বাহকের মতো সম্মাননা দিয়েছে- এটিও উল্লেখ করেন।

প্রধান উপদেষ্টা বলেন, জীবনে এমন কিছু ঘটে যা একেবারেই অপ্রত্যাশিত। প্যারিস অলিম্পিকে যুক্ত থাকার জন্য আমি সেখানেই অবস্থান করছিলাম। ঠিক তখনই আমার কাছে এমন একটি দায়িত্ব নেয়ার অনুরোধ আসলো, যার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমি সেটি থেকে সরে আসার চেষ্টা করলেও একের পর এক ফোন আসতেই থাকে। প্রায় ৩ দিন ধরে এটি চলার পর সার্বিক প্রেক্ষাপটে আমি সেই দায়িত্ব গ্রহণ করি।

তিনি শোনাচ্ছিলেন ৫ আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গে সেই সময়ে বাংলাদেশে চলমান আন্দোলনের রেশ। বলেন, আমি রাজি হবার পর তাৎক্ষণিকভাবে আমাকে ফ্লাইট ধরে দেশে ফিরতে হয়, সেসময় দেশে কোনো সরকার ছিলোনা।

তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলন পরবর্তী বাংলাদেশ এখন ‘নতুন বাংলাদেশ’ হিসেবে আত্মপ্রকাশ করেছে। আন্দোলন দমাতে এক পর্যায়ে সাধারণ মানুষকে রাস্তায় হত্যা করা হয়, তবুও তারা পিছু হটেনি। এক পর্যায়ে তৎকালীন সরকার বুঝতে পারে, এবং তারা সরে যায়।

‘তরুণ প্রজন্ম যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, সেটি বাস্তবায়নের দায়িত্ব চলে আসে এক পর্যায়ে, যা কঠিন ছিল। তবে আমি যখন দায়িত্ব নেই তখন পুরো জাতির ভেতর একটি দুর্দান্ত ঐক্যবদ্ধতা লক্ষ্য করি। দেশ পুরো ধ্বংস অবস্থায় ছিল, সব কিছু লুটে নেয়া হয়েছিল। প্রশাসন, অর্থনীতি, ব্যাংকিং সব সেক্টরেই দৃশ্যমান সংকট তৈরি হয়। কারণ, কোটি কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে গেছিল। ১৫ বছর ধরে চলা দুঃশাসন, গুম, ধ্বংসযজ্ঞ মিলে দেশ এক ভয়াবহ অবস্থায় ছিল। এমন এক অবস্থায় আমাদের নতুন করে শুরু করতে হয়।’

‘প্রায় দশ মাস হলো আমরা দ্বায়িত্ব নিয়েছি। তিনটি প্রধান দায়িত্ব আমাদের, যেগুলো হলো: সংস্কার, বিচার ও সাধারণ নির্বাচন। এটি বেশ চ্যালেঞ্জিং কারণ, আগের সরকারের অনেক লোকই এখনও একই দায়িত্বে রয়েছে যারা দেড় দশক ধরে এক ধরণের কাজ করে গেছে, হুট করে তারা সেটি থেকে বের হয়ে আসবে, বা তারা সঠিক কাজই করবে, এর নিশ্চয়তা বেশ আপেক্ষিক।’

চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যেই নির্বাচন হবে বলে আবারও স্মরণ করিয়ে দেন তিনি। সরকারের কাজ শেষ হয়ে গেলে তারা ক্ষমতা হস্তান্তর করবে।

তিনি বলেন, দেশের ১৮ কোটি জনসংখ্যার অর্ধেকই তরুণ, যা বাংলাদেশের শক্তির জায়গা। জাপান বাংলাদেশের সঙ্গে অনেক উন্নয়নমূলক প্রকল্পে যুক্ত উল্লেখ করে বাংলাদেশি তরুণদের জাপানে কর্মসংস্থানের সুযোগ নিয়েও আশা ও সম্ভাবনার বাণী শোনান প্রধান উপদেষ্টা।

রাজধানীর ডেমরা ও মান্ডা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬২ হাজার কেজি সরকারি চালসহ বিপুল পণ্যসামগ্রী জব্দ করেছে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী।

বুধবার (২৮ মে) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ডেমরার আমুলিয়া মডেল টাউনের একটি গুদামে এবং মুগদা থানাধীন মান্ডা এলাকার আরেকটি গুদামে অভিযান চালানো হয়। সেখান থেকেই জব্দ হয় এসব সামগ্রী।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে, ৫০ কেজি ওজনের সাড়ে ১২শ’ চালের বস্তা, ৫০৭ বস্তা আটা, ১১৭ বস্তা ডাল এবং ১৫০ লিটার সয়াবিন তেল। অভিযানে গুদামের তিন কর্মচারীকে আটক করা হয়। সেইসাথে, এসব সামগ্রী পরিবহনের কাজে ব্যবহৃত পাঁচটি ট্রাকও জব্দ করে যৌথবাহিনী।

পরবর্তীতে, জব্দকৃত মালামাল এবং আটককৃতদের ডেমরা ও মুগদা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ সময়, এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কর্মকর্তারা।

বাংলাদেশে সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। বৃহস্পতিবার (২৯ মে) সকালে জাপানের টোকিওতে অনুষ্ঠিত ৩০তম নিক্কেই ফোরামে এমনটাই জানালেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, নির্ভেজাল উপায়ে গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের ওপরই গুরুত্ব আরোপ করা হচ্ছে। অনুষ্ঠানে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের কথাও তুলে ধরেন তিনি।

প্রধান উপদেষ্টা আরও জানান, অনেক চড়াই-উৎরাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা এই সরকারের মূল লক্ষ্য দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ। এ সময়, রোহিঙ্গা সংকটে বাংলাদেশের মানবিক ভূমিকা এবং জাতিসংঘ শান্তিরক্ষায় সক্রিয় অংশগ্রহণের কথাও তুলে ধরেন তিনি।

অপরদিকে, এশিয়ার অস্থির বাস্তবতায় শান্তি, আস্থা ও অন্তর্ভুক্তির ওপর জোর দেন ড. ইউনূস। তিনি বলেন, আঞ্চলিক ভবিষ্যৎ শুধু জিডিপির সংখ্যায় নয়, মানুষের কল্যাণ, বিশ্বাস এবং সাহসিকতা দিয়ে নির্ধারিত হবে। এ সময়, অনুষ্ঠানে তরুণদের চাকরি না খুঁজে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব