উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার একটি আদালত দেশটির সাবেক প্রধানমন্ত্রী আলী লারাইদকে ৩৪ বছরের কারাদণ্ড দিয়েছে। শুক্রবার (২ মে) সন্ত্রাসবাদের অভিযোগে এই রায় ঘোষণা করা হয়। তার বিরুদ্ধে ইরাক ও সিরিয়ায় জিহাদি যোদ্ধা পাঠানোর অভিযোগ প্রমাণিত হয়েছে। খবর, রয়টার্সের।

৬৯ বছর বয়সী লারাইদ ইসলামপন্থী দল এননাহদার নেতা ছিলে। ২০১১ সালে আরব বসন্তের সূত্রপাতের পর তিউনিসিয়ায় সংক্ষিপ্ত সময়ের জন্য (২০১৩-১৪) শাসন করেছিল। তিনি দেশটির বর্তমান প্রেসিডেন্ট কাইস সাইদের একজন কট্টর সমালোচক।

তার আইনজীবী ওসামা বুথেলজা বলেন, একটি সন্ত্রাসী গোষ্ঠী গঠন এবং ইরাক ও সিরিয়ায় জিহাদি গোষ্ঠীতে যোগদানের জন্য তিউনিসিয়ানদের পাঠাতে সহায়তা করার অভিযোগে ২০২২ সালের ডিসেম্বরে তাকে গ্রেফতার করা হয়।

তবে, লারাইদ অভিযোগ অস্বীকার করেছেন এবং মামলাটিকে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছেন।

উল্লেখ্য, জাতিসংঘের তথ্যানুযায়ী, ২০১১ থেকে ২০১৬ সালের মধ্যে প্রায় সাড়ে পাঁচ হাজার তিউনিসিয়ান ইসলামিক স্টেটসহ অন্যান্য জিহাদি গোষ্ঠীর সঙ্গে যোগ দিয়ে ইরাক, সিরিয়া ও লিবিয়ায় যুদ্ধ করেছে।

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব