কানাডিয়ান প্রিমিয়ার লিগে হ্যালিফিক্স ওয়ান্ডারার্সকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশি ফুটবলার শমিত সোমের ক্যাভালরি এফসি। গোলের দেখা না পেলেও গোল করিয়েছেন শমিত সোম।
ম্যাচের প্রথমার্ধেই পেনাল্টি থেকে ক্যাভালরিকে এগিয়ে দেন টোবিয়াস ওয়ারচেস্কি। সেই পেনাল্টি আদায় করেন আলি মুসি। এরপর ৮৩ মিনিটে স্কোরশিটে নিজের নাম লেখান মুসি। এর এক মিনিট পরেই শমিত সোমের অ্যাসিস্ট থেকে গোল করে হ্যালিফিক্সের কফিনে শেষ পেরেক ঠোকেন মুসি।
গোল না পেলেও পুরো ম্যাচে ৮৯% পাস অ্যাকুরেসি ছিলো শমিতের। অ্যাসিস্টের পাশাপাশি ম্যাচে ২টি বড় সুযোগ তৈরি করে দিয়েছিলেন তিনি। ৫ বার বল পাঠিয়েছেন প্রতিপক্ষের ফাইনাল থার্ডে। ক্রসিংয়েও সফল ছিলেন শমিত।
এই ম্যাচে জয়ের পর ৫ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের চারে উঠে এসেছে শমিতের দল।
শমিত সোমের জন্ম ও বেড়ে ওঠা কানাডায় তবে তার মা-বাবা বাংলাদেশি। ২০২০ সালে কানাডা জাতীয় দলের হয়ে ২টি ম্যাচ খেলেছেন এই মিডফিল্ডার।
সব ঠিক থাকলে আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হবে শমিত সোমের।