• Colors: Purple Color

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসির সাথে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানিয়েছেন, ‘না ভোট’ প্রবর্তনের বিষয়টি বিএনপির কোনো দাবি ছিল না। বরং এটি কিছু বিশিষ্ট ব্যক্তির সুপারিশের ভিত্তিতে এসেছে।

আজ রোববার (১৭ আগস্ট) বিকেলে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করেন বিএনপির ৩ সদস্যের একটি প্রতিনিধি দল। নজরুল ইসলাম খানের নেতৃত্বে থাকা এ দলে ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৈঠকে সিইসির পাশাপাশি উপস্থিত ছিলেন একজন নির্বাচন কমিশনার ও ইসির সিনিয়র সচিব।

বৈঠক শেষে সাংবাদিকদের নজরুল ইসলাম বলেন, ‘না’ ভোট আমাদের দাবির ভিত্তিতে হয়নি। কিছু বিশিষ্ট ব্যক্তির সুপারিশের প্রেক্ষিতে এসেছে। এখন যা করা হচ্ছে তাতে আমাদের কোনো মন্তব্য নেই।

এ সময়, মূলত নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পর্কে জানতেই তারা বৈঠকে গিয়েছিলেন বলে জানান তিনি। বিশেষ করে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ কীভাবে হচ্ছে, সে বিষয়ে পরিষ্কার হওয়ার চেষ্টা করেছে বিএনপি। এছাড়া নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয় বলে উল্লেখ করেন নজরুল ইসলাম খান।

অপরদিকে, প্রবাসী ভোটারদের প্রসঙ্গে সিইসি প্রতিনিধি দলকে জানিয়েছেন, যাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং ই-পাসপোর্ট রয়েছে, তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন। এ সময়, শুধু এনআইডি ও ই-পাসপোর্টধারী নয়, বরং সাধারণ পাসপোর্টধারী প্রবাসীদেরও ভোটাধিকার নিশ্চিতের দাবি জানায় দলটি।

আসন ভাগাভাগি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, এ বিষয়ে এখনো দলের ভেতরে কোনো আলোচনা হয়নি। তফসিল ঘোষণার পরেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হবে।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) এবং প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান জানিয়েছেন, রোহিঙ্গা বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন জাতিসংঘের উদ্যোগে আগামী ৩০শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আজ রোববার (১৭ আগস্ট) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

খলিলুর রহমান বলেন, এই সম্মেলন হলো রোহিঙ্গাদের জন্য এবং বিশ্ব সম্প্রদায়ের জন্য আশু সমাধানের পথ নির্দেশিকা দেওয়ার একটি স্থায়ী সুযোগ। আমরা সেই কারণে রোহিঙ্গাদের ভয়েস, তাদের কথা, তাদের আশা-আকাঙ্ক্ষা, তাদের স্বপ্ন, এসব আমরা সেখানে নিয়ে যেতে চাই।

এ সময়, সম্মেলনটির প্রস্তুতি হিসেবে আগামী ২৫শে আগস্ট কক্সবাজারে ‘অংশীজন সংলাপ: রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলনে আলোচনার জন্য প্রাপ্ত বার্তা’ শীর্ষক একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠানের কথাও জানিয়েছেন তিনি।

তিনি বলেন, কক্সবাজারের সম্মেলনটি জাতিসংঘের একটি বৃহত্তর সম্মেলনের প্রস্তুতির অংশবিশেষ। এই সম্মেলনটি রোহিঙ্গাদের জন্য এবং বিশ্ব সম্প্রদায়ের জন্য এই সমস্যার একটি স্থায়ী ও প্রকৃত সমাধান খুঁজে বের করার পথনির্দেশিকা দেয়ার একটি বড় সুযোগ।

ড. খলিলুর রহমান আরও বলেন, একসময় রোহিঙ্গা ইস্যুটি আন্তর্জাতিক আলোচনার এজেন্ডা থেকে প্রায় বাদ পড়ে যাচ্ছিল। এই পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা গত বছর জাতিসংঘের সাধারণ পরিষদে গিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজনের জন্য সকল সদস্য রাষ্ট্রকে আহ্বান জানিয়েছিলেন। এই আহ্বানে তাৎক্ষণিকভাবে এবং সর্বসম্মতিক্রমে সাড়া পাওয়া যায় এবং জাতিসংঘ সাধারণ পরিষদ এই সম্মেলন আহ্বানের সিদ্ধান্ত গ্রহণ করে। উল্লেখ্য, বিশ্বের ১০৬টি দেশ এই সম্মেলনকে স্পন্সর করেছে।

আগামী নির্বাচনে রাজনৈতিক দলগুলোকে নারীদের অংশগ্রহণ নিয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।

আজ রোববার (১৭ আগস্ট) বিকেলে একটি পাঁচ তারকা হোটেলে জুলাই আন্দোলনের পর রাজনীতি ও অর্থনীতিতে নারীদের ক্ষমতায়ন নিয়ে ‘ভয়েজ ফর চেঞ্জ’ এর আয়োজনে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

ড. মঈন খান বলেন, জনসংখ্যার অর্ধেকের বেশি নারী। তাই তাদেরকে অন্তত দেড়শর বেশি আসন দেয়া উচিত সংসদে। এ সময়, নারী ক্ষমতায়নে সবার মানসিকতা পরিবর্তন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

অপরদিকে, অনুষ্ঠানে নারী আসন নিয়ে রোটেশন পদ্ধতির কথা উল্লেখ করেন নুরুল হক নূর। তবে সংসদের মোট আসন সংখ্যা বাড়িয়ে ৪শ তে উন্নীত করে ১শ আসন নারীদের জন্য বরাদ্দের কথা বলেন সাইফুল হক। এ সময়, সংরক্ষিত আসনে নারীদের সীমাবদ্ধ রাখার বিরুদ্ধে একমত হন উপস্থিত রাজনীতিকরা।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে ২৮টি পদের বিপরীতে ৫৬৫টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। আজ সোমবার (১৮ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ের সামনে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন। তবে কোন পদে কতটি ফরম বিক্রি হয়েছে তা জানাতে পারেননি তিনি। সোমবার মনোনয়ন ফরম বিক্রির শেষ দিন ছিল। যার মধ্যে ৪৪২টি মনোনয়ন ফরম আজ বিক্রি হয়েছে। আগামীকাল ফরম জমা দেয়ার শেষ সময়। ডাকসুর তফসিল অনুযায়ী, ১২ থেকে ১৮ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহের সময় ছিল। যাচাইবাছাই শেষে ২১ আগস্ট বেলা একটার সময় চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। এদিকে, বিশ্ববিদ্যালয়ের ১৮টি হল সংসদ নির্বাচনের জন্য মোট ১ হাজার ২২৬টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে বলেও জানান প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।

জুলাই আন্দোলনে পৃথক দুই হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার দেখানো হয়েছে। এ ছাড়া রাষ্ট্রদ্রোহ, জনগণের ভোট ছাড়া নির্বাচন সম্পন্ন করার অভিযোগে বিএনপির করা শেরেবাংলা নগর থানার মামলায় নির্বাচন কমিশনের সাবেক সচিব হেলালুদ্দীন আহমেদকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৮ আগস্ট) ঢাকা মহানগর হাকিম মো. মনিরুল ইসলাম তাদের গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। আনিসুল হককে দুই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানার এসআই আবুল ফারেজ জুয়েল। অপরদিকে, হেলালুদ্দীন আহমেদকে গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইর পরিদর্শক সৈয়দ সাজেদুর রহমান। এর আগে, আদালত আসামিদের উপস্থিতিতে শুনানির দিন সোমবার ধার্য করেন। এদিন শুনানিকালে তাদের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন।

উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত এর ঘটনায় আহতদের দেখতে জাতীয় বার্ণ প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এসেছেন ব্রিটিশ হাই কমিশনারসহ ৯ জন। আজ সোমবার (১৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আসেন। ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের দেখতে ব্রিটিশ হাই কমিশনার সহ ৯ জনের একটি টিম জাতীয় বার্নও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এসেছেন। বর্তমানে হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালকের সাথে তাদের মিটিং চলছে। এর আগে, গত সপ্তাহে ব্রিটিশ মেডিকেল টিম আমাদের সাথে কাজ করেছে।

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব