ভ্যাটিকান সিটিতে পোপ নির্বাচনের দ্বিতীয় দিনেও কোন সিদ্ধান্তে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন কার্ডিনালরা। বৃহস্পতিবার সিস্টিন চ্যাপেলের চিমনি থেকে বের হওয়া কালো ধোঁয়া দেখে বোঝা গেল, এখনও নির্বাচিত হননি রোমান ক্যাথলিক চার্চের নতুন ধর্মগুরু।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ মে) সকাল থেকেই সেন্ট পিটার্স স্কয়ারে ভিড় জমিয়েছিলেন হাজারো বিশ্বাসী। অনেকেই আশা করেছিলেন, তৃতীয় রাউন্ডের ভোটে হয়তো বের হবে সাদা ধোঁয়া। কিন্তু সকাল ১১টায় চিমনি থেকে ওঠা কালো ধোঁয়ায় ভেস্তে যায় তাদের সেই প্রত্যাশা।

ভ্যাটিকান সময় বৃহস্পতিবার (৮ মে) বিকেল ৫টা ৩০ মিনিটে চতুর্থ রাউন্ডের ভোটের ফলাফল প্রকাশিত হবে। এর মধ্যেই আবারো সিস্টিন চ্যাপেলের চিমনির দিকে তাকিয়ে থাকবেন উপস্থিত সবাই।

নিয়ম অনুযায়ী, যদি আজও কোন সিদ্ধান্ত না হয়, কার্ডিনালরা কাসা সান্তা মার্টায় ফিরে যাবেন রাতের খাবারের জন্য। আগামীকাল আবারো শুরু হবে ভোটগ্রহণের এই গোপন প্রক্রিয়া।

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব