আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী তিন আসরের ফাইনালের ভেন্যু হিসেবে চূড়ান্ত করা হয়েছে ইংল্যান্ডকে। সিঙ্গাপুরে অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সম্মেলনে নেয়া হয় এই সিদ্ধান্ত।
২০২১ সাল থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতার প্রথম তিনটি ফাইনাল অনুষ্ঠিত হয় ইংল্যান্ডে। এবার ২০২৭, ২০২৯ ও ২০৩১ সালের আসরগুলোর ফাইনালের আয়োজক হিসেবে থাকছে তারা।
যদিও ২০২৭ সালের আসরে ভেন্যু হিসেবে শোনা গিয়েছিল ভারতের নাম। তবে সাম্প্রতিক সময়ের সফল আয়োজনের ভিত্তিতে এই সিদ্ধান্তে পৌঁছায় আইসিসি। সেই সাথে নিরপেক্ষ ম্যাচেও পূর্ণ দর্শক উপস্থিতি বড় শক্তির জায়গা হিসিবে বিবেচিত হয়েছে ইংল্যান্ডের।
ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড এক প্রতিক্রিয়ায় বলেন, আমরা দারুণ খুশি যে পরবর্তী তিনটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে। এটি প্রমাণ করে, এই ফরম্যাটের প্রতি দর্শকদের গভীর ভালোবাসা রয়েছে এবং বিশ্বজুড়ে সমর্থকদের এই দেশ সফরের আগ্রহ প্রবল। এত বড় একটি আয়োজন করতে পারা আমাদের জন্য গর্বের বিষয়।
ইংল্যান্ডের বড় একটি শক্তির জায়গা হলো নিরপেক্ষ ম্যাচেও পূর্ণ গ্যালারি নিশ্চিত করতে পারার ক্ষমতা। ২০২৩ সালে ওভালে ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল এবং ২০২১ সালে কোভিড পরিস্থিতির মধ্যেও হ্যাম্পশায়ারে ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের ম্যাচ, উভয় ক্ষেত্রেই দর্শকের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
উল্লেখ্য, আগের তিন টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতে যথাক্রমে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।