বুলাওয়ে টেস্টে জিম্বাবুয়েকে ৫৩৭ রানের লক্ষ্য দিয়েছে সাউথ আফ্রিকা। আজ মঙ্গলবার (১ জুলাই) চতুর্থ দিনের টি-ব্রেক পর্যন্ত চতুর্থ ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ ৬ উইকেটে ১৫০। অর্থাৎ জেতার জন্য জিম্বাবুয়ের দরকার ৩৮৭ রান এবং প্রোটিয়াদের দরকার মাত্র ৪টি উইকেট।

নিজেদের ৩৩ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এবারই প্রথম ৫০০ রান তাড়া করতে নেমে জিম্বাবুয়ের শুরুটা ভালো হয়নি। তৃতীয় দিনের শেষ বলে করবিন বসকের বলে আউট হন ওপেনার কাইতানো। চতুর্থ দিনের শুরুতে ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে একপর্যায়ে ৮২ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে রোডেশিয়ানরা।

সেখান থেকে অধিনায়ক ক্রেইগ আরভিন ও ওয়েলিংটন মাসাকাদজা গড়েন ৬৮ রানের অবিচ্ছেদ্য জুটি। আরভিন ৪১ রানে এবং মাসাকাদজা ৪৩ রানে অপরাজিত থেকে টি-ব্রেকে যান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের রান ৬ উইকেটে ১৫০।

দক্ষিণ আফ্রিকার হয়ে ৩টি করে উইকেট শিকার করেছেন করবিন বসক ও কোদি ইউসুফ।

এর আগে, লুয়ান ড্রে প্রিটোরিয়াসের অভিষেকেই ১৫৩ এবং করবিন বসকের অপরাজিত সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪১৮ রান করে সাউথ আফ্রিকা। জবাবে শন উইলিয়ামসের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ২৫১ রান করে স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে উইয়ান মুল্ডারের ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিতে ৩৬৯ রানে অলআউট হয় কেশব মহারাজরা।

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব