বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিগত দিনে দেশে লুটপাটের মহোৎসব চলেছে। দলীয় বিবেচনায় ব্যাংক বীমা দেয়া হলে, সেই অর্থনীতি টিকে থাকতে পারে না।
বুধবার (২৬ নভেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আমীর খসরু বলেন, ২০ এর অধিক বীমা কোম্পানি টাকা দিতে পারছে না। অথচ গ্রাহক তার পরিবারের অর্থনৈতিক নিরাপত্তার জন্য বীমা করে। দুর্নীতি-লুটপাটের কারণে বীমার টাকা ফেরত না পেয়ে পরিবারগুলোর অবস্থা দুর্বিষহ।
এসময় তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে বীমা ও ব্যাংক খাতে লুটপাট চলতে দেয়া হবে না। আনা হবে বড় ধরনের সংস্কার। আগামীর বাংলাদেশ গড়তে হলে সকলকে জবাবদিহিতার আওতায় আনতে হবে বলেও মন্তব্য করেন বিএনপির এই সিনিয়র নেতা।